'যদি ব্রজভূষণ সিংয়ের ঘনিষ্ঠরা নির্বাচনে জয়ী হয় তবে মহিলা কুস্তিগীররা নিরাপদ বোধ করবেন না' ব্রিজভুষণের বিরুদ্ধে আরও একবার জোরালো সওয়াল বজরং পুনিয়ার।
অলিম্পিয়ান বজরং পুনিয়া এবার খদ সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেছেন। তিনি বলেছিলেন যে কুস্তিগীররা এই শর্তে তাদের বিক্ষোভ তুলে নেন, ব্রিজ ভূষণের কোনও সহযোগী বা পরিবারের সদস্য রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, সরকারের তরফে এমন প্রতিশ্রুতি মেলাতেই। তবে এটা বস্তবে হবে বলে মনে হচ্ছে না বলে সরকারের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন বজরং পুনিয়া। তিনি আরও প্রশ্ন তোলেন এমন হলে মহিলা কুস্তিগীররা কীভাবে নিরাপদ বোধ করবেন?
টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতা কুস্তিগীর বজরং পুনিয়া ভারতীয় রেসলিং ফেডারেশন নির্বাচন প্রসঙ্গে আরও একবার ব্রজভূষণ শরণ সিংকে নিশানা করেছেন। তিনি বলেন, সরকারের উচিত রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই)-এর শাসনব্যবস্থার পরিবর্তন নিশ্চিত করার প্রতিশ্রুতিতে অটল থাকা এবং নিশ্চিত করা উচিত যে ব্রিজভূষণ শরণ সিংয়ের কোনো ঘনিষ্ঠ সহযোগী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেন।
ব্রিজ ভুষণের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে উত্তাল হয়েছে দেশ। জুনে ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরের সাথে বৈঠকের পরে, বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট এবং অন্যান্য শীর্ষ কুস্তিগীররা, তাদের বিক্ষোভ তুলে নিতে রাজি হন এই শর্তে ব্রিজ ভূষণ সিংয়ের পরিবারের কোনও সদস্য বা সমর্থক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না।
ব্রজভূষণের ঘনিষ্ঠরা নির্বাচনে লড়ছেন: বজরং
ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময় বজরং পুনিয়া বলেছেন, “ব্রিজ ভূষণের ঘনিষ্ঠরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। WFI সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সঞ্জয় কুমার সিং। সঞ্জয় কুমার জিতলে তা ব্রিজভূষণের নির্বাচনে জয়ী হওয়ার সমতুল্য। সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে ব্রজভূষণ ও তার পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিরা নির্বাচনে লড়বে না, কিন্তু এখন বাস্তবে তা হবে বলে মনে হয়না। সরকারের উচিত তার প্রতিশ্রুতি পূরণ করা, নইলে মহিলা কুস্তিগীরদের নিরাপত্তা নিয়ে আপোষ করা হবে। কতদিন মহিলা কুস্তিগীররা ভয়ে ভয়ে থাকবেন?" আমরা রেসলিং ফেডারেশনে পরিবর্তন চাই।"
ডব্লিউএফআই সভাপতি পদের প্রতিদ্বন্দ্বিতায় সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন ২০১০ কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক জয়ী অনিতা শিওরান। অনিতা ব্রিজভূষণের বিরুদ্ধে মামলার সাক্ষী। তার সমর্থন রয়েছে বজরং পুনিয়া ও ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকরা । বজরং পুনিয়া বলেন, “অনিতা একজন প্রাক্তন কুস্তিগীর। তিনি খেলাধুলা বোঝেন, জানেন দেশের জন্য পদক জিততে কুস্তিগীরদের কতটা ত্যাগ স্বীকার করতে হয় তিনি কুস্তিগীরদের কণ্ঠস্বর হয়ে উঠতে পারবেন। সবচেয়ে বড় কথা, মহিলা কুস্তিগীররা অনেক বেশি নিরাপদ বোধ করবে” ।