Advertisment

Women's Asia Cup 2024: ভারতের কাছে হারের হ্যাটট্রিক মাত্র ৪২ দিনে! ইন্ডিয়ার কাছে লজ্জার হারে এশিয়া কাপ শুরু পাকিস্তানের

IND vs PAK: পাক ক্যাপ্টেন নিদা দার টসে জিতে শুরুতে ব্যাটিং নিয়েছিলেন। গত বছর দুই দলের টি২০ ওয়ার্ল্ড কাপে শেষ সাক্ষাৎ-এ রান চেজ করার সময় চাপে ছিল টিম ইন্ডিয়া। এশিয়া কাপে গত সংস্করণে গ্রুপ পর্বে প্রথমে ব্যাটিং করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে দুরন্ত জয়-ও ছিনিয়ে নিয়েছিলেন নিদা দাররা।

author-image
IE Bangla Sports Desk
New Update
India

মহিলা এশিয়া কাপ টি-টোয়েন্টি বিশ্বকাপ 2024-এ পাকিস্তানের বিরুদ্ধে উইকেট উদযাপন করছে ভারতীয় দল। (BCCI/Twitter)

INDW vs PAKW: কোনও ধরণের ক্রিকেটেই ভারতের সামনে পেরে উঠছে না পাকিস্তান। টি২০ ওয়ার্ল্ড কাপের পাকিস্তানকে দুরমুশ করার পরে ওয়ার্ল্ড লিজেন্ডস অফ ক্রিকেট লিগে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন ইরফান পাঠান-যুবরাজ সিংরা। এবার মহিলা ক্রিকেটেও হার হজম করতে হল পাকিস্তানকে। এশিয়া কাপে ডাম্বুলায় হরমনপ্রীত-জেমিমা রদ্রিগেজরা এবার ৭ উইকেটে উড়িয়ে দিলেন পাক প্রমীলাদের।

Advertisment

পাক ক্যাপ্টেন নিদা দার টসে জিতে শুরুতে ব্যাটিং নিয়েছিলেন। গত বছর দুই দলের টি২০ ওয়ার্ল্ড কাপে শেষ সাক্ষাৎ-এ রান চেজ করার সময় চাপে ছিল টিম ইন্ডিয়া। এশিয়া কাপে গত সংস্করণে গ্রুপ পর্বে প্রথমে ব্যাটিং করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে দুরন্ত জয়-ও ছিনিয়ে নিয়েছিলেন নিদা দাররা।

তবে শুক্রবার ভারতের সামনে টস জয়-ই যা ক্ষণিকের আনন্দ বয়ে এনেছিল পাক শিবিরে। বাকি ম্যাচ জুড়ে কেবল-ই হতাশা। শেষদিকে রান চেজ করার সময় ভারত বেশ কয়েকটা উইকেট হারালেও সেই আনন্দ আর দীর্ঘস্থায়ী হয়নি।

ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে মাত্র ১০৮ রানে থেমে যায় পাকিস্তানি ইনিংস। দুটো পাওয়ার প্লে-ই ম্যাচের ফারাক গড়ে দেয়। পূজা বস্ত্রকার পাওয়ার প্লেতে হার্ড লেন্থে বোলিং করে দুই পাক ওপেনারকে ফেরত পাঠানোর পর আর কখনই ম্যাচে ফিরে আসতে পারেনি পাকিস্তান। আর ভারতকে ব্যাটিংয়ের সময় পাওয়ার প্লেতে স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মারা স্কোরবোর্ডে বিনা উইকেটে ৫৭ তুলে দেওয়ার পরেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।

গোটা ম্যাচ জুড়ে অজস্র পজিটিভ। এর মধ্যেই অন্যতম রেণুকা সিংয়ের ফিরে আসা। পাওয়ার প্লেতে উইকেট তুলতে পারেননি। তবে সেই আক্ষেপ সুদে আসলে মিটিয়ে দেন দ্বিতীয় স্পেলে। ১৩ তম ওভার ফিনিশ করেন শেষ দুই বলে দুই উইকেট দখল করে।

পাকিস্তান শেষমেষ পুরো ২০ ওভার খেলার আগেই ১০৮ রানে অলআউট হয়ে যায়। রেণুকা, পূজার মতই ২ উইকেট দখল করেন শ্রেয়াঙ্কা পাতিল। তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা দীপ্তি শর্মা। পাক ব্যাটারদের মধ্যে কুড়ির গন্ডি পেরিয়েছেন মাত্র তিনজন- সিদরা আমিন (৩৫ বলে ২৫), তুবা হাসান (১৯ বলে ২২) এবং ফাতিমা সানা (১৬ বলে ২২)।

১০৯ রান চেজ করতে নেমে স্মৃতি (৩১ বলে ৪৫)-শেফালির (২৯ বলে ৪০) ওপেনিং জুটি ৮৫ তুলে দেওয়ার পর ম্যাচে আর কিছু পড়ে ছিল না। তা-ও ভারত আচমকা তিন উইকেট হারিয়ে ফেলেছিল। দুই ওপেনারের সঙ্গে তিন নম্বরে নামা হেমলতাও আউট হয়ে গিয়েছিলেন। ভারতকে শেষমেশ ফিনিশিং লাইন পেরোতে হয় হরমনপ্রীত এবং জেমিমা রদ্রিগেজদের ব্যাটে। ৩৫ বল বাকি থাকতে হাতে ৭ উইকেট নিয়ে সহজ জয় সম্পন্ন করে টিম ইন্ডিয়া।

Team India Indian Team Women Cricket Asia Cup Pakistan Cricket Team Indian Cricket Team Pakistan Cricket
Advertisment