Advertisment

এশিয়া কাপে বাংলাদেশের কাছে হার মানলেন ভারতের মেয়েরা

ছবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিলেন প্রতিবেশী মেয়েরা।এশিয়া কাপের ফাইনালে ৩ উইকেটে জিতে এদিন ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladesh women lift asia cup

ইতিহাস তৈরি করলেন বাংলাদেশের মেয়েরা। (ফোটো- বিসিসিআই)

ভারত - ৯ উইকেটে ১১২ (২০ ওভারে)

Advertisment

বাংলাদেশ- ৭ উইকেটে ১১৩ (২০ ওভারে)

বাংলাদেশ ৩ উইকেটে জিতে এশিয়া কাপ জয়ী

প্রথমবার এশিয়া কাপ জেতার পরে শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন বাংলাদেশের  মেয়েরা।

এশিয়া কাপের ম্যাচে ফের বাংলাদেশের কাছে হারলেন ঝুলনরা। ছবারের চ্যাম্পিয়নদের হারিয়ে দিলেন প্রতিবেশী মেয়েরা। ৩ উইকেটে জিতে এদিন ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ। বাংলাদেশ এদিন পরে ব্যাট করতে নেমে চমৎকার শুরু করেছিল। পাওয়ার প্লে-তে দুই ওপেনার শামিমা সুলতানা ও আয়েশা রহমান ৬ ওভারে ৩৫ রান তুলে নেন। পুনম যাদব দুই ওপেনারকে আউট করে ভারতকে ম্যাচে ফেরান। এরপর ফারজানা হক কেও আউট করেন তিনি। বাংলাদেশের স্কোর একসময়ে ৩ উইকেটে ৫৫ হয়ে গিয়েছিল। কিন্তু সুলতানা ও রমানা আহমেদ ৫০ রান যোগ করেন। শেষ ওভারে বাংলাদেশকে ৯ রান করতে হত। সনজিদা ইসলাম ও রুমানা আউট হয়ে গেলেও বাংলাদেশের মেয়েরা নার্ভ হারাননি। শেষ বলে দু রান নিয়ে ঐতিহাসিক জয় তুলে নেন তাঁরা।

ভারতের মেয়েরা শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১১২ রান করেন। ভারতের হয়ে ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর ৪২ বলে ৫৬ রান করেন। মিতালি রাজ এদিন মাত্র ১১ রান করে আউট হন। ঝুলন গোস্বামী ২ ওবার বল করে ২০ রান দিয়েছেন। পুনম যাদব ছাড়া কোনও বোলারই তেমন দাগ কাটতে পারেননি। পুনম নিজের ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নেন।

cricket Bangladesh Women Cricket Asia Cup
Advertisment