এশিয়া কাপে বাংলাদেশের কাছে হার মানলেন ভারতের মেয়েরা

ছবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিলেন প্রতিবেশী মেয়েরা।এশিয়া কাপের ফাইনালে ৩ উইকেটে জিতে এদিন ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ।

ছবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিলেন প্রতিবেশী মেয়েরা।এশিয়া কাপের ফাইনালে ৩ উইকেটে জিতে এদিন ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladesh women lift asia cup

ইতিহাস তৈরি করলেন বাংলাদেশের মেয়েরা। (ফোটো- বিসিসিআই)

ভারত - ৯ উইকেটে ১১২ (২০ ওভারে)

Advertisment

বাংলাদেশ- ৭ উইকেটে ১১৩ (২০ ওভারে)

বাংলাদেশ ৩ উইকেটে জিতে এশিয়া কাপ জয়ী

প্রথমবার এশিয়া কাপ জেতার পরে শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন বাংলাদেশের  মেয়েরা।

Advertisment

এশিয়া কাপের ম্যাচে ফের বাংলাদেশের কাছে হারলেন ঝুলনরা। ছবারের চ্যাম্পিয়নদের হারিয়ে দিলেন প্রতিবেশী মেয়েরা। ৩ উইকেটে জিতে এদিন ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ। বাংলাদেশ এদিন পরে ব্যাট করতে নেমে চমৎকার শুরু করেছিল। পাওয়ার প্লে-তে দুই ওপেনার শামিমা সুলতানা ও আয়েশা রহমান ৬ ওভারে ৩৫ রান তুলে নেন। পুনম যাদব দুই ওপেনারকে আউট করে ভারতকে ম্যাচে ফেরান। এরপর ফারজানা হক কেও আউট করেন তিনি। বাংলাদেশের স্কোর একসময়ে ৩ উইকেটে ৫৫ হয়ে গিয়েছিল। কিন্তু সুলতানা ও রমানা আহমেদ ৫০ রান যোগ করেন। শেষ ওভারে বাংলাদেশকে ৯ রান করতে হত। সনজিদা ইসলাম ও রুমানা আউট হয়ে গেলেও বাংলাদেশের মেয়েরা নার্ভ হারাননি। শেষ বলে দু রান নিয়ে ঐতিহাসিক জয় তুলে নেন তাঁরা।

ভারতের মেয়েরা শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১১২ রান করেন। ভারতের হয়ে ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর ৪২ বলে ৫৬ রান করেন। মিতালি রাজ এদিন মাত্র ১১ রান করে আউট হন। ঝুলন গোস্বামী ২ ওবার বল করে ২০ রান দিয়েছেন। পুনম যাদব ছাড়া কোনও বোলারই তেমন দাগ কাটতে পারেননি। পুনম নিজের ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নেন।

cricket Bangladesh Women Cricket Asia Cup