Advertisment

Ind vs Eng, women's hockey world cup: অলিম্পিক চ্যাম্পিয়নদের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের

Ind vs Eng, women's hockey world cup match score: এই মুহূর্তে ব্রিটিশ তল্লাটে শুধু বিরাট কোহলির টিম ইন্ডিয়াই নেই। ওখানে রয়েছেন রানি রামপালরাও। শনিবার অর্থাৎ আগামিকাল থেকে লন্ডনে শুরু মেয়েদের হকি বিশ্বকাপ।

author-image
IE Bangla Web Desk
New Update
Ind vs Eng, women's hockey world cup match score

Ind vs Eng, women's hockey world cup match score

Ind vs Eng, women's hockey world cup match: এই মুহূর্তে ব্রিটিশ তল্লাটে শুধু বিরাট কোহলির টিম ইন্ডিয়াই নেই। ওখানে রয়েছেন রানি রামপালরাও। শনিবার অর্থাৎ আগামিকাল থেকে লন্ডনে শুরু মেয়েদের হকি বিশ্বকাপ।

Advertisment

প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি অলিম্পিক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। পুল ‘বি’-তে ভারতের দ্বিতীয় ম্যাচ ২৬ জুলাই। বিশ্বের ১৬ নম্বর আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামবে তারা। এরপর ২৯ জুলাই বিশ্বের সাত নম্বর ইউএসএ-র বিরুদ্ধে খেলবেন রানিরা।

India Vs England, women's hockey world cup 2018 match Score

আরও পড়ুন: Champions Trophy Hockey 2018: দেখা যাক রুপো জয়ী সর্দারদের রিপোর্ট কার্ড

আগামী ২১ জুলাই থেকে ৫ অগস্ট পর্যন্ত দু’সপ্তাহ ব্যাপী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে লন্ডনের দু’টি ভেন্যুতে। লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টার ও কুইন এলিজাবেথ অলিম্পিক পার্ককে বেছে নেওয়া হয়েছে এই ইভেন্টের জন্য। চারটি গ্রুপে ভাগ করে মোট ৩৬টি ম্যাচ হবে। ইতিমধ্যেই এক লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

রানিদের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে। সেই দলে রয়েছে রিও অলিম্পিকের স্বর্ণপদক জয়ী আট সদস্য়। কিন্তু ম্যাচে নামার আগে ফুরুফুরে টিম ইন্ডিয়া। ক্যাপ্টেন রানি বলছেন, “ এটা ঠিক যে, ঘরের মাঠে খেলার অ্যাডভান্টেজ পাবে ইংল্যান্ড। কিন্তু আমরাও বড় জনসমর্থনের সামনে খেলে অভ্যস্ত। সাম্প্রতিক অতীতে কমনওয়েলথে আমরা ইংল্যান্ডকে হারিয়েছি। সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামব।”

২০১০-এ শেষবার এফআইএইচ বিশ্বকাপে অংশ নিয়েছিল ভারতের মেয়েরা। সেবার আর্জেন্তিনায় বসেছিল আসর। ন’নম্বরে শেষ করেছিল ভারত। রানি সাত গোল করেছিলেন টুর্নামেন্টে। শেষ দু’বছরে ভারতীয় মহিলা হকি দল অনেকটাই বদলে গিয়েছে। ভারত দশ নম্বরে এসেছে।

Advertisment