ভারতীয় মহিলাদের আইপিএল নিয়ে অসন্তুষ্ট অস্ট্রেলিয় ক্রিকেটাররা

সরকারিভাবে ঘোষণা না করলেও জানা গিয়েছে, সেপ্টেম্বরের ১৯ থেকে নভেম্বরের ৮ তারিখ পর্যন্ত চলবে আইপিএল। তবে এই সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করেছে বিদেশি প্লেয়াররা।

সরকারিভাবে ঘোষণা না করলেও জানা গিয়েছে, সেপ্টেম্বরের ১৯ থেকে নভেম্বরের ৮ তারিখ পর্যন্ত চলবে আইপিএল। তবে এই সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করেছে বিদেশি প্লেয়াররা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মহিলাদের আইপিএল হবেই এ ব্যাপারে নিশ্চিত করেছেন বিসিসিআই-এর বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সরকারিভাবে ঘোষণা না করলেও জানা গিয়েছে, সেপ্টেম্বরের ১৯ থেকে নভেম্বরের ৮ তারিখ পর্যন্ত চলবে আইপিএল। তবে এই সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করেছে বিদেশি প্লেয়াররা।

Advertisment

বোর্ডের যা সিদ্ধান্ত সেই মোতাবেক সিরিজ হলে তা সরাসরি ক্ল্যাশ করছে অস্ট্রেলিয়ায় আয়োজিত ওম্যানস বিগ ব্যাশ লিগ (WBBL)-এর সঙ্গে। অর্থাৎ যে সব মহিলা ক্রিকেটাররা এই লিগে যুক্ত ছিলেন তাঁদের খেলা অনিশ্চিত। এদের মধ্যে রয়েছেন মিতালি রাজ এবং ঝুলন গোস্বামীর মত প্লেয়াররা।

Advertisment

অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান আলিসা হিলে টুইটে জানান, "ওহ! আমাদের টুর্নামেন্টের মধ্যেই আইপিএল ফেলা হচ্ছে। এর অর্থ ভারতীয় প্লেয়ার যারা চুক্তিবদ্ধ রয়েছে তাঁরা কী করবে?" যদিও বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মিতালী-ঝুলনরা।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cricket Australia Women Cricket BCCI