মহিলাদের আইপিএল হবেই এ ব্যাপারে নিশ্চিত করেছেন বিসিসিআই-এর বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সরকারিভাবে ঘোষণা না করলেও জানা গিয়েছে, সেপ্টেম্বরের ১৯ থেকে নভেম্বরের ৮ তারিখ পর্যন্ত চলবে আইপিএল। তবে এই সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করেছে বিদেশি প্লেয়াররা।
বোর্ডের যা সিদ্ধান্ত সেই মোতাবেক সিরিজ হলে তা সরাসরি ক্ল্যাশ করছে অস্ট্রেলিয়ায় আয়োজিত ওম্যানস বিগ ব্যাশ লিগ (WBBL)-এর সঙ্গে। অর্থাৎ যে সব মহিলা ক্রিকেটাররা এই লিগে যুক্ত ছিলেন তাঁদের খেলা অনিশ্চিত। এদের মধ্যে রয়েছেন মিতালি রাজ এবং ঝুলন গোস্বামীর মত প্লেয়াররা।
অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান আলিসা হিলে টুইটে জানান, "ওহ! আমাদের টুর্নামেন্টের মধ্যেই আইপিএল ফেলা হচ্ছে। এর অর্থ ভারতীয় প্লেয়ার যারা চুক্তিবদ্ধ রয়েছে তাঁরা কী করবে?" যদিও বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মিতালী-ঝুলনরা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন