5 top run getters in Women’s World Cup: লরা উলভার্ট থেকে জেমিমা রডরিগেজ, জেনে নিন মহিলা বিশ্বকাপে সেরা ৫ স্কোরার কারা!

5 top scorers in Women’s ODI World Cup: ভারতের ঐতিহাসিক জয় দিয়ে শেষ হয়েছে মহিলা বিশ্বকাপ। এই টুর্নামেন্টে দুর্দান্ত ইনিংস খেলে নজর কেড়েছেন বেশ কয়েকজন। তার মধ্যে সেরা ৫ স্কোরার কারা?

5 top scorers in Women’s ODI World Cup: ভারতের ঐতিহাসিক জয় দিয়ে শেষ হয়েছে মহিলা বিশ্বকাপ। এই টুর্নামেন্টে দুর্দান্ত ইনিংস খেলে নজর কেড়েছেন বেশ কয়েকজন। তার মধ্যে সেরা ৫ স্কোরার কারা?

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Pratika Rawal: প্রীতিকা রাওয়াল। (বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার)

Pratika Rawal: প্রীতিকা রাওয়াল। (বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার)

5 top scorers in Women’s ODI World Cup: এবারের মহিলা ক্রিকেট বিশ্বকাপ শেষ হয়েছে এক ঐতিহাসিক ফাইনালের মধ্যে দিয়ে।  ভারত প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। পুরো টুর্নামেন্ট জুড়ে দেখা গেছে অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স, রেকর্ড ভাঙা ইনিংস আর অবিশ্বাস্য ফাইটব্যাক। জেনে নিন সেরা পাঁচ ব্যাটার কারা, যাঁরা নিজেদের ইনিংস দিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন।

Advertisment

১. লরা উলভার্ট -১৬৯ রান (দক্ষিণ আফ্রিকা–বনাম ইংল্যান্ড)

দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার লরা উলভার্ট ২০২৫ বিশ্বকাপের সবচেয়ে বড় ইনিংস খেলেছেন। ১৬৯ রান করেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে। মাত্র ১২৮ বলে তাঁর ইনিংসটি ছিল টেকনিক এবং আক্রমণাত্মক ব্যাটিংয়ের এক অনন্য মিশ্রণ। তাঁর এই ইনিংসেই দক্ষিণ আফ্রিকা প্রথমবার বিশ্বকাপ ফাইনালে পৌঁছছে, যা দক্ষিণ আফ্রিকান মহিলা ক্রিকেটের ইতিহাসে মাইলস্টোন।

আরও পড়ুন- বিশ্বকাপ জিতেও পড়লেন মহা ফাঁপড়ে, চরম ক্ষতির মুখে ভারতের তারকা ক্রিকেটার

Advertisment

২. এলিসা হিলি-১৪২ রান (অস্ট্রেলিয়া বনাম ভারত)

অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ওপেনার এলিসা হিলি ভারতের বিরুদ্ধে ১৪২ রানের ইনিংস খেলেছেন। যা ছিল একেবারে 'বিগ-ম্যাচ টেম্পারামেন্ট'-এর উদাহরণ। মাত্র ১২০ বলে তিনি এই ইনিংসে ভারতীয় বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করে দিয়েছেন। বাউন্ডারি এবং ওভার বাউন্ডারির বৃষ্টিতে সাজানো এই ইনিংসেই অস্ট্রেলিয়া তুলেছে বিশাল রান। যদিও শেষ পর্যন্ত ভারত এই ম্যাচ জিতে গেছে।

আরও পড়ুন- 'যারা কখনও খবরও নেয়নি...', বিশ্বকাপ জিতেও অভিমানী সুর এই তারকা ক্রিকেটারের গলায়!

৩. জেমিমা রডরিগেজ-১২৭ রান (ভারত বনাম অস্ট্রেলিয়া)

ভারতের তরুণ ব্যাটিং সেনসেশন জেমিমা রডরিগেজ-এর অপরাজিত ১২৭ রানের ইনিংসটি নিঃসন্দেহে টুর্নামেন্টের সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর একটি।

আরও পড়ুন- বিশ্বকাপ জিততেই খুলল কপাল, অধিনায়ক হলেন ভারতের তারকা ক্রিকেটার

৪. প্রতীকা রাওয়াল-১২২ (ভারত বনাম নিউ জিল্যান্ড)

নতুন তারকা প্রতীকা রাওয়াল-এর ১২২ রানের ইনিংস ছিল আত্মবিশ্বাস এবং পরিপক্কতার নিখুঁত উদাহরণ। মাত্র ১১৫ বলে তিনি ফ্লুয়েন্ট ড্রাইভ, দারুণ রানিং এবং নিখুঁত টাইমিংয়ে ভরা এক দুর্দান্ত ইনিংস খেলেছেন। এই ম্যাচে তাঁর ব্যাটেই ভারত পেয়েছিল টুর্নামেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ জয়।

আরও পড়ুন- “ছোরি নে দিখা দিয়া…” — এক বাবার গর্ব, এক মেয়ের মহাকাব্যিক প্রত্যাবর্তন! বিশ্বজয়ী শেফালির অবিশ্বাস্য কামব্যাক

৫. ফিবি লিচফিল্ড-১১৯ রান (অস্ট্রেলিয়া বনাম ভারত) 

অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার ফিবি লিচফিল্ড ভারতের বিরুদ্ধে ১১৯ রানের ইনিংস খেলেছেন দুর্দান্ত ক্লাসিক স্টাইলে। কভার ড্রাইভ, পুল শট আর স্মার্ট টাচে সাজানো তাঁর ইনিংস ভারতীয় বোলারদের জন্য ছিল একেবারে চ্যালেঞ্জ। তবে শেষ পর্যন্ত তাঁর এই শতরান তাঁর দলকে জেতাতে পারেনি। 

এই পাঁচ ইনিংসই প্রমাণ করে দিয়েছে আন্তর্জাতিক মহিলা ক্রিকেট এখন আগের চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গুণমানে উন্নত। তারই মধ্যে ভারতের ঐতিহাসিক জয় যেমন এক নতুন অধ্যায়ের সূচনা করল। তেমনই বিশ্বজুড়ে মহিলা ক্রিকেটের জনপ্রিয়তাও বাড়াল কয়েকগুণ।

scorer Top