ওমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ-এর নিলাম শুরু হতে চলেছে ৯ ডিসেম্বর, শনিবার। মুম্বইয়ে হবে মেগা নিলাম। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার দিয়েন্দ্র ডটিং এবং আয়ারল্যান্ডের কিম গার্থকে প্লেয়ারদের ক্যাটাগরিতে শীর্ষ ব্র্যাকেটে রাখা হয়েছে।
বোর্ডের প্রেস বিবৃতিতে বলা হয়েছে, শীর্ষ ক্যাটাগরিতে (৫০ লক্ষ টাকা) জায়গা পেয়েছেন মাত্র দুজন- দিয়েন্দ্র ডটিং এবং কিম গার্থ। চারজনকে রাখা হয়েছে ৪০ লক্ষ টাকার ক্যাটাগরিতে।
আইসিসির এসোসিয়েট দেশ থেকে মোট ১৫ জন ক্রিকেটার নিজেদের ভাগ্য অন্বেষণ করবেন ওমেন্স প্রিমিয়ার লিগে। গত সিজনে এসোসিয়েট দেশগুলি থেকে মোট ১৯ জন মহিলা ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের তারা নরিস একমাত্র দল পেয়েছিলেন। তিনি টুর্নামেন্টে নিজের পারফরম্যান্স দেখিয়ে জাতও চিনিয়েছিলেন।
সেই বিবৃতিতেও বলা হয়েছে, সবমিলিয়ে ১৬৫ জন নথিভুক্ত ক্রিকেটারের মধ্যে ১০৪ জন ভারতের। বিদেশিদের সংখ্যা ৬১জন। এর মধ্যে ১৫জন এসোসিয়েট দেশের ক্রিকেটার। ক্যাপড (জাতীয় দলে জায়গা পাওয়া) প্লেয়ার রয়েছেন ৫৬ জন। আনক্যাপড (জাতীয় দলে কখনও জায়গা না পাওয়া) প্লেয়ার ১০৯ জন।
পাঁচ ফ্র্যাঞ্চাইজিতে (দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট জায়ান্টস, ইউপি ওয়ারিয়র্স এবং আরসিবি) মোট ৩০ জন ক্রিকেটারকে বিক্রি করা হবে। এর মধ্যে নয়জন রয়েছেন বিদেশি ক্রিকেটার।
ওমেন্স প্রিমিয়ার লিগের পূর্ণাঙ্গ লাইভ স্ট্রিমিংয়ের বিবরণ:
কোথায়, কখন ওমেন্স প্রিমিয়ার লিগের নিলাম পর্ব অনুষ্ঠিত হবে?
ওমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ-এর নিলাম হবে ৯ ডিসেম্বর, শনিবার, মুম্বইয়ে।
ওমেন্স প্রিমিয়ার লিগের নিলাম কোন চ্যানেলে লাইভ সম্প্রচার উপভোগ করা যাবে?
ওমেন্স প্রিমিয়ার লিগের নিলাম লাইভ স্ট্রিমিং দেখা যাবে স্পোর্টস-১৮ নেটওয়ার্ক-এ।
ওমেন্স প্রিমিয়ার লিগের নিলামের লাইভ সম্প্রচার কোন অনলাইন প্ল্যাটফর্মে দেখা যাবে?
ওমেন্স প্রিমিয়ার লিগের নিলাম লাইভ সম্প্রচার দেখা যাবে জিও সিনেমা এবং এপ-এ।