Women’s World Cup 2025 Final: ফাইনালে শেফালিকে বল দিলেন কেন? ক্যাপ্টেন হরমনপ্রীত যা বললেন, শুনলে ভক্তি জাগবে!

Women’s World Cup 2025 Final: উইমেন্স ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভারত ৫২ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জিতল প্রথম আইসসি (ICC) ট্রফি। শেফালির ওপর ভরসার কারণ ফাঁস করলেন হরমনপ্রীত।

Women’s World Cup 2025 Final: উইমেন্স ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভারত ৫২ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জিতল প্রথম আইসসি (ICC) ট্রফি। শেফালির ওপর ভরসার কারণ ফাঁস করলেন হরমনপ্রীত।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Shafali Verma 7

Shafali Verma: ব্যাটের পাশাপাশি বলেও সফল শেফালি ভার্মা।

Women’s World Cup 2025 Final: উইমেন্স ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভারত ৫২ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম আইসিসি (ICC) ট্রফি জিতেছে। ম্যাচে ব্যাটিং আর বোলিংয়ে রীতিমতো ভেলকি দেখিয়েছেন শেফালি ভার্মা। তাঁর সাফল্যের পিছনে রয়েছেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। ম্যাচের সঠিক সময়ে তিনিই শেফালির হাতে ব্যাট আর বল তুলে দিয়েছিলেন। টিম ম্যানেজমেন্ট যাই সিদ্ধান্ত নিক, মাঠে বা ম্যাচে শেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ক্যাপ্টেনের। শেফালির প্রতি এই ম্যাচে এত ভরসার কারণ কী? হরমনপ্রীত জবাবে যা বলেছেন, শুনলে রীতিমতো ভক্তি জাগবে। 

Advertisment

ভারতের ঐতিহাসিক জয়

মুম্বইয়ের মাঠে আয়োজিত এই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে বড় স্কোর তোলে। ওপেনার শেফালি ভার্মা দারুণ ব্যাটিং করে ৮৭ রান করেন। তাঁকে সঙ্গ দেন দীপ্তি শর্মা। তিনি তোলেন ৫৮ রান। পরে বল হাতে ২টি উইকেট নিয়ে শেফালি বদলে দেন ম্যাচের রং। যার স্বীকৃতি হিসেবে তাঁকে ম্যাচের সেরা বেছে নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা ইনিংসের মাঝপথ পর্যন্ত ভালোই খেলছিল। তাঁদের অধিনায়ক লরা উলভার্ডট এবং সুনে লুস শক্তিশালী জুটি গড়েন। ঠিক সেই সময়ই ভারত অধিনায়ক হরমনপ্রীত এমন এক সিদ্ধান্ত নেন, যা বদলে দেয় ম্যাচের গতি।

আরও পড়ুন- জিতেছেন বিশ্বকাপ, দেশকে করেছেন গর্বিত! কী বললেন বাংলার মেয়ে রিচা?

Advertisment

ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে এই ব্যাপারে হরমনপ্রীত বলেন, 'যখন লরা আর সুনে খেলছিল, ওরা দুর্দান্ত ব্যাট করছিল। আমি দেখছিলাম শেফালি দাঁড়িয়ে আছে– মনে হচ্ছিল আজ ওঁর দিন। আমার মন বলল, ওঁকে এক ওভার দাও। আমি শেফালিকে জিজ্ঞেস করলাম, তুমি প্রস্তুত? ও সঙ্গে সঙ্গে বলল– হ্যাঁ! তারপরই ম্যাচের রং বদলে গেল।' শেফালি প্রথম ওভারেই সুনে লুসকে নিজের বলেই ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন। পরের ওভারেই তুলে নেন মারিজান ক্যাপ-এর উইকেট। মুহূর্তের মধ্যেই দক্ষিণ আফ্রিকা পড়ে যায় চাপে। স্কোরবোর্ডে তখন ২২.১ ওভারে ১২৩-৪।

আরও পড়ুন- এই ৫ ক্রিকেটারের জন্যই বিশ্বকাপ জিতল ভারত, কাটল ৫২ বছরের খরা!

হরমনপ্রীত বলেন, 'এই টিমের মধ্যে সবসময় একটা বিশ্বাস ছিল। টানা তিনটি ম্যাচ হারার পরেও কেউ হাল ছাড়েনি। আমরা জানতাম, এই দলের মধ্যে বিশেষ একটা কিছু আছে। প্রত্যেক সদস্য দিন-রাত পরিশ্রম করেছে, আর আজ তারই ফল মিলল।' তাঁর মতে, শেফালির আত্মবিশ্বাস এই দলের কাছে এক বিরাট শক্তি, 'যখন ও প্রথম দলে এল, আমি বলেছিলাম, হয়তো ২–৩ ওভার বল করতে হতে পারে। ও তখন বলল, দিদি, আপনি বল দিন, আমি দলের জন্য ১০ ওভার বল করব। এই আত্মবিশ্বাসটাই ওঁর বড় সম্পদ।'

আরও পড়ুন- ঝুলনের অসমাপ্ত স্বপ্ন পূরণ, হরমনপ্রীতের নেতৃত্বে বিশ্বজয়, ভারতের মেয়েদের চোখের জলে গর্বের ইতিহাস

শেফালি ভার্মা শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও রবিবার মহিলা বিশ্বকাপ ক্রিকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। তাঁর ৮৭ রানের ইনিংসে ধরা পড়েছে আগ্রাসী অথচ পরিণত এক ব্যাটিং মাস্টারক্লাস। দীপ্তি শর্মা বরাবরই ভারতীয় দলের, এক্স ফ্যাক্টর (X-factor)। রবিবারের ম্যাচেও তিনি প্রমাণ করলেন, কেন তাঁকে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য অলরাউন্ডার বলা হয়। 

আরও পড়ুন- ভারত জিততেই কেঁদে ফেললেন রোহিত? ভাইরাল হল ভিডিও

এই জয়ের মধ্যে দিয়ে ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হল। একের পর এক ব্যর্থতার পর অবশেষে এসেছে কাঙ্ক্ষিত ট্রফি। ক্রিকেট বিশেষজ্ঞরা এই জয়কে ভারতের মহিলা ক্রিকেটের '২০০৭ মুহূর্ত'র সঙ্গে তুলনা করছেন। সেবার ধোনির দল পুরুষদের প্রথম টি২০ বিশ্বকাপ জিতেছিল। ঠিক সেভাবেই যেন হরমনপ্রীতরাও ভারতীয় মহিলা ক্রিকেটে নতুন যুগের সূচনা করলেন রবিবার।

2025 World Cup