VAR-এর প্লাগ খুলে মোবাইলে চার্জ দিলেন মাঠের কর্মী, সাক্ষী থাকল সৌদি প্রিমিয়র লিগ

মাঠের এক কর্মী ভিডিও অ্যাসিসটান্ট রেফারির (ভিএআর) প্লাগ খুলে দিয়ে নিজের মোবাইল ফোনটিকে চার্জে বসালেন। যার জেরে সৌদি লিগের ম্য়াচটাই থেমে গেল।

মাঠের এক কর্মী ভিডিও অ্যাসিসটান্ট রেফারির (ভিএআর) প্লাগ খুলে দিয়ে নিজের মোবাইল ফোনটিকে চার্জে বসালেন। যার জেরে সৌদি লিগের ম্য়াচটাই থেমে গেল।

author-image
IE Bangla Web Desk
New Update
Worker unplugs VAR to charge phone during a Saudi League match

VAR-এর প্লাগ খুলে মোবাইলে চার্জ দিলেন মাঠের কর্মী, সাক্ষী থাকল সৌদি প্রিমিয়র লিগ

বিশ্ব ফুটবল সাক্ষী থাকল অত্য়াশ্চর্য 'দুর্ঘটনা'র। যা অতীতে কখনও ঘটেছে বলে শোনা যায়নি। মাঠের এক কর্মী ভিডিও অ্যাসিসটান্ট রেফারির (ভিএআর) প্লাগ খুলে দিয়ে নিজের মোবাইল ফোনটিকে চার্জে বসালেন। যার জেরে সৌদি লিগের ম্য়াচটাই থেমে গেল।

-->
Advertisment

গত মঙ্গলবার আল-হাসার প্রিন্স আবদুল্লাহ বিন জালাউই স্টেডিয়ামে এই বেনজির ঘটনাটি ঘটেছে। সৌদি প্রিমিয়র লিগে ওই রাতে মুখোমুখি হয়েছিল আল ফাতে ও আল-নাসার। যদিও এই ঘটনার পর সৌদি আরব্রিটেশন কমিটির ফার্নান্দো ট্রিসাকো ভিএআর-এর খুঁত ধরলেন। তিনি বললেন, "সফটওয়্য়ার হিসাবে ভারের এখনও অনেক সমস্য়া রয়ে গিয়েছে।"

Advertisment