ভারতের মাটিতে পা রেখেই শুভেচ্ছায় ভাসলেন পিভি সিন্ধু। দেশের প্রথম ব্য়াডমিন্টন বিশ্ব চ্য়াম্পিয়ন সোমবার রাতেই সুইজারল্য়ান্ডের বাসেল থেকে নয়াদিল্লিতে আসেন। বিমানবন্দরেই এক প্রস্থ অভ্য়র্থনা দেওয়া হয় পুলেল্লা গোপীচাঁদের শিষ্য়াকে। এরপর সমর্থক আর মিডিয়ার সঙ্গেও হাসি মুখেই কথা বলেন বছর চব্বিশের হায়দরাবাদের কন্য়া।
আন্তর্জাতিক টুর্নামেন্টে বারেবারেই রুপো কিংবা ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছিল। অবেশেষে ফাইনাল ফোবিয়া কাটিয়ে সোনা ছিনিয়ে এনেছেন সিন্ধু। জাপানের নোজোমি ওকুহারাকে ২১-৭ ২১-৭ হারিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি। আপাতত ঘোরের মধ্য়ে রয়েছেন সিন্ধু।
আরও পড়ুন: সিন্ধুর বাড়িতে সেলিব্রেশন, দেখুন ভিডিও
-->
বিমানবন্দরে দাঁড়িয়ে সংবাদসংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন, "এ এক অসাধারণ মুহূর্ত। ভারতীয় হিসাবে গর্ববোধ করছি। আশা করি দেশের জন্য় আরও অনেক পদক আনতে পারব। সব সমর্থকদের ধন্য়বাদ জানাতে চাই। তাঁদের আশীর্বাদ আর ভালবাসা থাকলে আজ এই জায়গায় আসতে পারতাম না।"
চূড়ান্ত ব্য়স্ততার মধ্য়েই সিন্ধু এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে দেখা করে আসেন। পাশাপাশি 'ব্রেকফাস্ট মিটিং' সারেন দেশের ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে। মোদী-রিজিজু টুইট করে সেই বার্তা জানিয়েছেন। সর্বভারতীয় ব্য়াডমিন্টন সংস্থার পক্ষ থেকে রিজিজু ১০ লক্ষ টাকার চেক তুলে দেন সিন্ধুর হাতে।