Advertisment

Irfan Pathan Yusuf Pathan fight: দাদা ইউসুফকে মাঠেই তেড়ে হুমকি ইরফানের! পাঠান ভাইদের সংঘর্ষে উত্তাল বাইশ গজ, দেখুন ভিডিও

World Championship of Legends 2024: ১৯তম ওভারে বল করছিলেন ডেল স্টেইন। সেই ওভারেই স্লোয়ার লেন্থের এক বল স্লগ করেন ইরফান পাঠান। টপ এজ হয়ে বল সোজা চলে যায় লং অফে। নির্দিষ্ট পজিশনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ড্যান ভিলাস একটু সামনে ছুটে এসে বল সংগ্রহ করেই ছুড়ে দেন নন স্ট্রাইকিং এন্ডের দিকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Irfan Pathan Yusuf Pathan on field spat

Irfan Pathan Yusuf Pathan on field spat: মাঠেই নাটকীয় কান্ড ইরফান-ইউসুফ পাঠানের (টুইটার)

India Champions vs South Africa Champions: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস লিগের ১৫তম ম্যাচে খেলতে নেমেছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটাররা। সেই ম্যাচেই নাটকীয় ঘটনার অবতারণা ঘটল। মাঠেই বাদানুবাদে জড়িয়ে পড়লেন দুই ভাই ইরফান পাঠান, ইউসুফ পাঠান। দুজনের ভুল বোঝাবুঝিতে রান আউট হন ইরফান। তারপরেই বিশ্রী ঘটনার সাক্ষী থাকল ম্যাচ।

Advertisment

Irfan Pathan gets angry at Yusuf Pathan: ১৯তম ওভারে বল করছিলেন ডেল স্টেইন। সেই ওভারেই স্লোয়ার লেন্থের এক বল স্লগ করেন ইরফান পাঠান। টপ এজ হয়ে বল সোজা চলে যায় লং অফে। নির্দিষ্ট পজিশনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ড্যান ভিলাস একটু সামনে ছুটে এসে বল সংগ্রহ করেই ছুড়ে দেন নন স্ট্রাইকিং এন্ডের দিকে।

দাদা ইউসুফ কল না করা স্বত্ত্বেও দ্বিতীয় রানের জন্য ছুটে গিয়েছিলেন ইরফান। তবে ক্রিজের মাঝপথ থেকেই পুরোনো অবস্থানে ফেরার চেষ্টা করেন তিনি। সফল হননি। নন স্ট্রাইকিং এন্ডে পৌঁছনোর আগেই স্ট্যাম্প ভেঙে দেন ডেল স্টেইন।

আরও পড়ুন: KKR-এর এই বিদেশিকে কোচিং স্টাফে চাইছেন গম্ভীর, টিম ইন্ডিয়ার কোচ হয়েই ঝড় তুলছেন গৌতম

আর রানের ডাকে সাড়া না দেওয়ায় ইউসুফের ওপর ক্ষেপে যান ভাই ইরফান। আউট হওয়ার পরই ইরফানকে দেখা যায় চিৎকার করে অঙ্গভঙ্গি করে ইউসুফকে মাঠেই তুলোধোনা করতে।

দক্ষিণ আফ্রিকান লিজেন্ডসরা প্ৰথমে ব্যাট করে ২১১ তুলেছিল। জবাবে ভারত নির্ধারিত ২০ ওভারে ১৫৬-এর বেশি তুলতে পারেনি। তবে হারলেও সমস্যা হয়নি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস লিগের সেমিতে ভারত কোয়ালিফাই করে ফেলেছে আগেই।

জুলাইয়ের ১২ তারিখে ভারত সেমিতে খেলবে ব্রেট লির নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া লিজেন্ডসের বিপক্ষে। ফাইনাল হবে জুলাইয়ের ১৩ তারিখে বার্মিংহামের এজবাস্টনে।

Team India Indian Team Yusuf Pathan Irfan Pathan Indian Cricket Team
Advertisment