/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/ind-pak.jpg)
Ind vs Pak WCL 2024: পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত (টুইটার)
Indian C beats Pakistan C to be World Champions: কয়েকদিন আগেই টি২০-তে রোহিত-কোহলির হাত ধরে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। সেই বিশ্বকাপ জয়ের সুগন্ধ শেষ হওয়ার আগেই ফের একবার ক্রিকেটে বিশ্বকাপজয়ী হল ভারত। এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ২০২৪-এ।
হাড্ডাহাড্ডি ম্যাচে শনিবার যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় এজবাস্টনে হারিয়ে দিল পাকিস্তানকে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে গড়া পাকিস্তান চ্যাম্পিয়ন্সরা নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ১৫৬ রান।কামরান আকমল (১৯ বলে ২৪) এবং মকসুদ (১২ বলে ২১) পাকিস্তানকে ভালো সূচনা উপহার দিয়েছিলেন। তবে নিয়মিত ব্যবধানে উইকেট পতন পাকিস্তানের বড় রান গড়ার স্বপ্নে জল ঢেলে দেয়।
From Barbados to Birmingham, it's India 🇮🇳 the Invincible Team of 2024 👏🏻#IndvsPakWCL2024pic.twitter.com/h51Dyrgdxz
— Richard Kettleborough (@RichKettle07) July 13, 2024
পাকিস্তানের ব্যাটারদের মধ্যে সফলতম শোয়েব মালিক যিনি এখনও সক্রিয় ক্রিকেটার। ২৩ বলে ৪১ করে যান তিনি। ক্যাপ্টেন ইউনুস খান কোনও প্রভাব-ই ফেলতে পারেননি। ইরফান পাঠানের বলে বোল্ড হয়ে যান তিনি। মিডল অর্ডার বিপর্যয়ের সাক্ষী থাকে। ঝোড়ো ১৮ করে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন মিসবাহ উল হক-ও। শেষদিকে ৯ বলে ১৯ করে সোহেল তানভীর পাকিস্তানকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন।
আরও পড়ুন: সৌরভই এবার হয়ত হেড কোচ! তারকা খচিত দলের গুরু হওয়ার মুখে বাঙালির হার্টথ্রব
অনুরীত সিংয়ের নেতৃত্বে ভারতীয় বোলাররা দারুণ পারফর্ম করে। অনুরীত ৩ উইকেট নেন। বিনয় কুমার, ইরফান পাঠান, পবন নেগী সকলেই একটি করে উইকেট দখল করেন।
India owns Pakistan in every generation 🇮🇳#IndvsPakWCL2024pic.twitter.com/AoFkGHL7Jm
— Johns (@JohnyBravo183) July 13, 2024
ভারত এই রান চেজ করতে নেমে রবিন উথাপ্পার উইকেট হারালেও ভালভাবেই পজিটিভভাবে শুরু করেছিল। আম্বাতি রাইডু ঝড়ো গতিতে ৩০ বলে হাফসেঞ্চুরি করে যান। তবে রবিন উথাপ্পার সঙ্গে সুরেশ রায়না একই ওভারে আউট হয়ে যান। তবে রাইডু এবং গুরকিরত সিং মান মিলে ভারতকে টানতে থাকেন। দুজনে মিলে হাফসেঞ্চুরি পার্টনারশিপ গড়ে যান। এরপরে রাইডু এবং গুরকিরত মান অল্প রানের ব্যবধানে প্যাভিলিয়নে ফেরেন। জোড়া উইকেট দখল করে পাকিস্তান যখন ম্যাচে প্রায় ফিরে এসেছে। সেই সময় ব্যাট হাতে ঝড় তোলেন ইউসুফ পাঠান।
Pathan Brother's - Whenever both played together, they never Lost to Pakistan in Finals 👏🏻#IndvsPakWCL2024pic.twitter.com/QlzP3DaWrX
— Richard Kettleborough (@RichKettle07) July 13, 2024
This India Champions 🇮🇳 Team can beat Pakistan Current Side quite comfortably anyday, anytime and anywhere 🤐
What's your take on this 🤔 #IndvsPakWCL2024pic.twitter.com/82MhAvnVVh— Richard Kettleborough (@RichKettle07) July 13, 2024
১৯তম ওভারে ওয়াহাব রিয়াজের বলে আউট হওয়ার আগে ইউসুফ ১৬ বলে ৩০ করে যান। এরপরে ক্যাপ্টেন যুবরাজ সিং এবং ইরফান পাঠান মিলে দলকে পাঁচ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে দেন। ভারতের জয় আসে হাতে ৫ উইকেট নিয়ে। পাকিস্তানের হয়ে আমির ইয়ামিন ২ উইকেট নেন। সোহেল তানভীর এবং সোহেল খান নেন ১টি করে উইকেট।