World Cup 2011: ধোনি-যুবরাজের আড়ালে হারিয়ে গিয়েছেন, ২০১১ বিশ্বকাপের অবিসংবাদিত নায়ক! মনে আছে আপনাদের?

2011 ODI World Cup: ২০১১ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু, টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিয়েছিলেন জাহির খান। এই টুর্নামেন্টের প্রায় প্রত্যেকটা ম্য়াচেই জাহির বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন।

2011 ODI World Cup: ২০১১ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু, টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিয়েছিলেন জাহির খান। এই টুর্নামেন্টের প্রায় প্রত্যেকটা ম্য়াচেই জাহির বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন।

author-image
Koushik Biswas
New Update
Zaheer Khan 2011 ODI World Cup

২০১১ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন জাহির খান

২৮ বছর দীর্ঘ অপেক্ষার পর টিম ইন্ডিয়া (Indian Cricket Team) দ্বিতীয়বার ওয়ানডে বিশ্বকাপ (Cricket World Cup) জয় করেছিল। দেশের মাটিতে ইতিহাস রচনার সাক্ষী হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এই দলের বেশ কয়েকজন খেলোয়াড় দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন। ২০১১ ওয়ানডে বিশ্বকাপের কথা উঠলেই সবার আগে যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি কিংবা গৌতম গম্ভীরের কথাই মাথায় আসে। কিন্তু, এই দলে ছিলেন আরও একজন ক্রিকেটার। যাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। কিন্তু, সেই ক্রিকেটার আজ ক্রমশ বিস্মৃতির অতলে ডুবতে বসেছেন। ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানোর পিছনে তাঁর অবদান ছিল অনস্বীকার্য।

Advertisment

২০১১ ওয়ানডে বিশ্বকাপে ধামাকাদার পারফরম্য়ান্স করেছিলেন

২০১১ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু, টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিয়েছিলেন জাহির খান (Zaheer Khan)। এই টুর্নামেন্টের প্রায় প্রত্যেকটা ম্য়াচেই জাহির বল হাতে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। বড় ম্যাচে বরাবরই জ্বলে উঠেছেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন পেসার।

২০১১ ওয়ানডে বিশ্বকাপে জাহির খান ৯ ম্য়াচে ১৮.৭৬ বোলিং গড়ে মোট ২১ উইকেট শিকার করেছিলেন। তাঁর ইকোনমি রেট ছিল ৪.৮৩। পাশাপাশি তাঁর স্ট্রাইক রেট ছিল ২৩.২। টিম ইন্ডিয়ার অভিজ্ঞ বোলার হওয়ার কারণে কঠিন সময়ে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করতে পারতেন জাহির। একাধিক ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলকে কামব্যাক করিয়েছিলেন তিনি। 

Advertisment

নকআউট পর্বে কাজে লেগেছিল জাহিরের অভিজ্ঞতা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্য়াচে জাহির ৫৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। এরপর সেমিফাইনাল ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। সেই ম্য়াচেও জাহির ৫৮ রানের বিনিময়ে জোড়া উইকেট শিকার করেন। আর ফাইনাল ম্য়াচে তিনি ৬০ রান খরচ করে ২ উইকেট শিকার করেন। ফাইনাল ম্য়াচের প্রথম স্পেলে জাহির ৫ ওভার বল করেছিলেন। এরমধ্যে তিনি ৬ রান দিয়ে তিনটে মেডেন ওভার তুলে নেন। এই টুর্নামেন্টে সর্বাধিক উইকেট শিকারীর তালিকায় শীর্ষস্থানে রয়েছেন জাহির। এই একইস্থানে যুগ্মভাবে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার শাহিদ আফ্রিদি।

Cricket World Cup Indian Cricket Team Zaheer Khan