Advertisment

কোহলি বলছেন ভারত আত্মবিশ্বাসী, জানিয়ে দিলেন কোন উইকেটের জন্য় তাঁরা ঝাঁপাবেন

সোমবার ম্য়াঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে সাংবাদিক বৈঠক করলেন বিরাট কোহলি। আগামিকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন ভারত অধিনায়ক।

author-image
IE Bangla Web Desk
New Update
World Cup 2019, India vs New Zealand semifinal: Whoever handles pressure will come out on top, says Kohli

কোহলি বলছেন ভারত আত্মবিশ্বাসী, বলে দিলেন কোন উইকেটের জন্য় ভারত ঝাঁপাবেন (এক্সপ্রেস ছবি)

সোমবার ম্য়াঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে সাংবাদিক বৈঠক করলেন বিরাট কোহলি। আগামিকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন ভারত অধিনায়ক। বড় ম্যাচের চাপ যে, রয়েছে তা পরিস্কার স্বীকার করে নিলেন কোহলি। কিন্তু তার সঙ্গে জানিয়েও দিলেন যে, শেষ চারে ওঠার পর ভারত আরও বেশি আত্মবিশ্বাসী।!

Advertisment

কোহলি বললেন, "আমার মনে হয় সেমিফাইনালে যে দল সাহসী ক্রিকেট খেলে চাপ ভাল সামলাতে পারবে তারাই এগিয়ে থাকবে। নিউজিল্যান্ড অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ টিম। আমাদের ভাল খেলেই ওদের হারাতে হবে। নিজেদের কাজের ব্য়াপারে নিশ্চিত থাকতে হবে। আশা করছি মধুর লড়াই হবে। ওদের বিরুদ্ধে অতীতে খেলেছি। কোয়ালিটি টিম বলতে যা বোঝায়, ওরা সেরকমই। ওদের বোলিং আক্রমণ অত্যন্ত ভাল।''

আরও পড়ুন: বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতীয় তারকার! একটিও ম্যাচ না খেলে ফিরতে হবে

কোহলি আরও বলছেন যে, কিউয়ি দলের অধিনায়ক কেন উইলিয়ামসন আর রস টেলরকে নিয়েই তাঁর চিন্তা। কোহলির সংযোজন, "উইলিয়ামসন দুর্দান্ত ক্রিকেটার। ওকে আর রস টেলরকে আউট করতে হবে দ্রুত। আমরা জানি ওরা দু'জন ব্য়াট করলে কত শক্তিশালী পার্টনারশিপ গড়ে দিতে পারে। কেন আর টেলরই ওদের ব্য়াটিং লাইনআপের মূল স্তম্ভ। আমাদের প্রথম গোল ছিল সেমিফাইনালে কোয়ালিফাই করা। এটাই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে প্রাণশক্তি বাড়িয়েছে। কোয়ালিফাই করতে পেরে আমরা খুশি হয়েছি।"

কোহলি রোহিত আর কেএস রাহুলের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি বিশ্বকাপে দলে নিজের ভূমিকারও ব্যাখ্যা করেছেন। কোহলি বললেন, "এই বিশ্বকাপে আমি অন্য়রকম ভূমিকায় খেলছি। এই দলের অধিনায়ক হিসেবেই আমি হাসি মুখে যে কোনও ভূমিকায় খেলতে পারি। আমি মাঝের দিকের ইনিংসটা কন্ট্রোল করে হার্দিক, এমএস আর ঋষভকে স্বাধীনভাবে নিজেদের খোলামেলা খেলাটা খেলতে সাহায্য় করি।"

India New Zealand Virat Kohli Cricket World Cup
Advertisment