বিশ্বকাপে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা টিম ইন্ডিয়া দ্বিতীয় ম্যাচেও দুরন্ত জয় ছিনিয়ে আনল। শেষবারের ও মোট পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে এবার ৩৬ রানে হারিয়ে দিল তারা। ওভালে অসাধারণ খেলেছে কোহলি অ্যান্ড কোং।
ম্যাচের পর কোহলি বললেন কেন, এই জয় গুরুত্বপূর্ণ। তিনি এর সঙ্গেও এটাও জানিয়ে দিলেন কেন মহম্মদ শামিকে খেলাচ্ছে না ভারত? ভুবনেশ্বর কুমারের ওপর বিরাট আস্থার কারণও ব্যাখ্যা করলেন ভারত অধিনায়ক।
আরও পড়ুন: কীভাবে ‘গব্বর’ হলেন শিখর ধাওয়ান?
চলতি বছর মার্চে নিজেদের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ৩-২ সিরিজ খোয়াতে হয়েছিল বিরাটকে। সেই যন্ত্রণা ভোলেননি তিনি। বিরাট বললেন, "ওই সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হারার পর এই জয়ের গুরুত্ব অনেকটাই বেশি। দারুণ জিতেছি আমরা। নিজেদের প্রমাণ করার ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। প্রথম বল থেকেই সেই সংকল্প ছিল।" কোহলি হার্দিক পাণ্ডিয়া এবং এমএস ধোনিরও প্রশংসা করেছেন তাঁদের ঝোড়ো ইনিংসের জন্য়। ভারতের লোয়ার অর্ডারকে কৃতিত্ব দিয়েছেন ৩৫০-এর বেশি রান তুলতে সাহায্য় করার জন্য়।
কোহলি এদিন ভুবনেশ্বর কুমারের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ভুবিকেই তিনি বলছেন গেম চেঞ্জার। অজিদের বিরুদ্ধে ১০ ওভার বল করে ভুবি তিন উইকেট তুলে নেন। কোহলি বলছেন, "ভুবি চ্যাম্পিয়ন বোলার। ও নতুন হোক বা পুরনো বল, উইকেট ও তুলে নেয়। স্মিথ আর স্টোইনিসকে এক ওভারে ফিরিয়ে দিল। ওটাই ছিল গেম চেঞ্জার।" শামিকে খেলানোর প্রসঙ্গে কোহলির বক্তব্য, "মেঘাচ্ছন্ন পরিবেশে শামিকে খেলানো হবে। যেখানে পিচে ওর জন্য় অনেক কিছু থাকবে।"