ICC World Cup 2019 Top 10 List: Most Runs, Leading Run Scorer, Leading Wicket Taker: বিশ্বকাপ প্রায় শেষের পথে। আর ঠিক ১২ দিন পরেই ক্রিকেটের শো-পিস ইভেন্টের যবনিকা পতন হবে এবারের মতো। ফের চার বছরের প্রতীক্ষা। চলতি টুর্নামেন্টে প্লেয়ারের ব্য়ক্তিগত দক্ষতা যদি বিচার করা হয়, তাহলে দেখা যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলের তারকারাই বাজিমাত করেছেন। সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহকদের তালিকায় অজি ক্রিকেটাররাই জ্বলজ্বল করছেন।
বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক কারা: (প্রথম দশে আছেন দুই ভারতীয়)
১) ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৫১৬ রান, গড়-৭৩.৭১, স্ট্রাইক রেট ৮৬.৫৭, সেঞ্চুরি-২টি (সর্বোচ্চ-১৬৬), হাফ-সেঞ্চুরি-৩টি, ৪৯টি চার, ৬টি ছয়
২) অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৫০৪ রান, গড়-৬৩.০০, স্ট্রাইক রেট ১০২.৪৩, সেঞ্চুরি-২টি (সর্বোচ্চ-১৫৩), হাফ-সেঞ্চুরি-৩টি, ৪৭টি চার, ১৮টি ছয়
৩) শাকিব আল হাসান (বাংলাদেশ)- ৪৭৬ রান, গড়-৯৫.২০, স্ট্রাইক রেট ৯৯.১৬, সেঞ্চুরি-২টি (সর্বোচ্চ-১২৪), হাফ-সেঞ্চুরি-২টি, ৪৮টি চার, ২টি ছয়
৪) জো রুট (ইংল্য়ান্ড)- ৪৭৬ রান, গড়-৬৮.০০, স্ট্রাইক রেট ৯১.৫৩, সেঞ্চুরি-২টি (সর্বোচ্চ-১০৭), হাফ-সেঞ্চুরি-২টি, ৩৯টি চার, ২টি ছয়
৫) কেন উইলিয়ামসন (নিউজিল্য়ান্ড)- ৪৫৪ রান, গড়-১১৩.৫০, স্ট্রাইক রেট ৭৭.৮৭, সেঞ্চুরি-২টি (সর্বোচ্চ-১৪৮), হাফ-সেঞ্চুরি-১টি, ৩৯টি চার, ৩টি ছয়
৬) রোহিত শর্মা(ভারত)- ৪৪০ রান, গড়-৮৮.০০, স্ট্রাইক রেট ৯৩.৮১, সেঞ্চুরি-৩টি (সর্বোচ্চ-১৪০), হাফ-সেঞ্চুরি-১টি, ৪৬টি চার, ৭টি ছয়
৭) বিরাট কোহলি (ভারত)- ৩৮২ রান, গড়-৬৩.৬৬, স্ট্রাইক রেট ৯৬.২২, সেঞ্চুরি-০ (সর্বোচ্চ-৮২), হাফ-সেঞ্চুরি-৫টি, ৩২টি চার, ২টি ছয়
৮) বাবর আজম (পাকিস্তান)-৩৭৮ রান, গড়-৬৩.০০, স্ট্রাইক রেট ৮৫.৫২, সেঞ্চুরি-১ (সর্বোচ্চ-১০১), হাফ-সেঞ্চুরি-২টি, ৩৯টি চার, ২টি ছয়
৯) বেন স্টোকস (ইংল্য়ান্ড)-৩৭০ রান, গড়-৬১.৬৬, স্ট্রাইক রেট ৯৮.৯৩, সেঞ্চুরি-০ (সর্বোচ্চ-৮৯), হাফ-সেঞ্চুরি-৪টি, ৩৩টি চার, ৯টি ছয়
১০) জনি বেয়ারস্টো (ইংল্য়ান্ড)-৩৫৬ রান, গড়-৪৪.৫০, স্ট্রাইক রেট ৯৪.৬৮, সেঞ্চুরি-১ (সর্বোচ্চ-১১১), হাফ-সেঞ্চুরি-২টি, ৪০টি চার,১০টি ছয়
আরও পড়ুন: ICC World Cup 2019, India vs Bangladesh live cricket score updates in bengali: অগোছালো কোহলিদের সামনে আজ মাস্ট উইন ম্যাচ বাংলাদেশের
বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক কারা: (প্রথম দশে আছেন একজন ভারতীয়)
১) মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)-২৪টি উইকেট
২) লোকি ফার্গুসন (নিউজিল্যান্ড) -১৭টি উইকেট
৩) জোফ্রা আর্চার (ইংল্যান্ড)-১৬টি উইকেট
৪) মহম্মদ আমির (পাকিস্তান)- ১৬টি উইকেট
৫) মার্ক উড (ইংল্যান্ড)-১৩টি উইকেট
৬) মহম্মদ শামি (ভারত)-১৩টি উইকেট
৭) ট্রেন্ট বোল্ট (নিউজিল্য়ান্ড)-১৩টি উইকেট
৮) প্য়াট কামিন্স (অস্ট্রেলিয়া)-১২টি উইকেট
৯) ক্রিস মরিস (দক্ষিণ আফ্রিকা)-১২টি উইকেট
১০) লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)-১২টি উইকেট
বিশ্বকাপে এখনও পর্যন্ত ফাইফার (এক ইনিংসে পাঁচ উইকেট) নিয়েছেন যাঁরা:- মিচেল স্টার্ক, শাকিব আল হাসান, মহম্মদ আমির, জেমস নিশাম (নিউজিল্য়ান্ড), জেসন বেহেরনডর্ফ (অস্ট্রেলিয়া) এবং মহম্মদ শামি