Advertisment

বিশ্বকাপে ভারতের এই মাঠে খেলতেই চাইছে না পাকিস্তান! সমঝে দিল ICC, BCCI

পাকিস্তানের আপত্তি এক কান দিয়ে শুনে অন্য কোন দিয়ে বের করে দিল ভারত, আইসিসি

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ওয়ানডে ওয়ার্ল্ড কাপের কিছু ভেন্যু বদলানোর দাবি করেছিল পাকিস্তান। তবে পাকিস্তানের সেই দাবি পত্রপাঠ খারিজ করে দিয়েছে আয়োজক দেশ ভারত এবং আইসিসি। জানা যাচ্ছে, গত মঙ্গলবার ২০ জুন আইসিসি এবং বিসিসিআই যুগ্মভাবে এক বৈঠকে বসে বিশ্বকাপের রূপরেখা তৈরি করার জন্য। বিসিসিআই এবং আইসিসি আধিকারিকরা জানিয়েছেন, সেই বৈঠকে পুরোপুরি বিশ্বকাপ আয়োজন সংক্রান্ত বিষয় আলোচনা হয়েছে। বিশ্বকাপের সূচি এখনও প্রকাশ করা হয়নি। আগামী সপ্তাহে মুম্বইয়ে মহা সমারোহে সূচি ঘোষণা করা হতে পারে।

Advertisment

যাইহোক, সেই বৈঠকে গৃহীত সিদ্ধান্তের কথা বিসিসিএই এবং আইসিসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে পিসিবিকে। অর্থাৎ আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানকে খেলতে হবে চেন্নাইয়ের মাটিতেই।

পাক মিডিয়ার খবর অনুযায়ী, চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে এবং বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার বিষয়ে আপত্তি ছিল পিসিবির। তবে ক্রিকবাজ-এর প্রতিবেদন অনুযায়ী, ভারত এবং আইসিসির তরফে যুগ্মভাবে পাক বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছে, কোনওভাবেই ভেন্যু পরিবর্তন করা সম্ভব্য নয়।

বিসিসিআইয়ের তরফে একবার সমস্ত ম্যাচের ভেন্যু নির্ধারণ করে ফেলার পর তা পরবর্তন করার জন্য আইসিসির সবুজ সংকেত প্রয়োজন। নিরাপত্তাজনিত কারণেই একমাত্র ভেন্যু বদলানো সম্ভব। এছাড়াও কোনও ভেন্যু যদি ম্যাচ খেলার অনুপযুক্ত হয়, তাহলেই একমাত্র ভেন্যু বদলানো যায়।

পাক দলের জন্য চেন্নাই এবং বেঙ্গালুরুতে নিরাপত্তার কোনও খামতি হবে না। ভারতের সেরা দুই মাঠ চিপক এবং চিন্নাস্বামী স্টেডিয়াম। এর আগে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠিও আহমেদাবাদে খেলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে তাঁর আবেদনে কর্ণপাত করেনি আইসিসি। এখন বদল না হলেও অতীতে ভেন্যু বদলানোর নজির রয়েছে। ২০১৬-য় ভারত বনাম পাকিস্তান ম্যাচ ধর্মশালা থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল নিরাপত্তার কারণে।

Read the full article in HINDI

BCCI ICC Cricket World Cup pakistan ICC Pakistan Cricket
Advertisment