ICC ODI World Cup 2023 Schedule Announced: বিশ্বকাপে ভারতের অভিযান শুরু হচ্ছে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর অধীর আগ্রহে যে ম্যাচের দিকে ক্রিকেট বিশ্ব তাকিয়ে রয়েছে সেই পাকিস্তানের বিপক্ষে ভারত মুখোমুখি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
বিশ্বকাপ শুরু হওয়ার তিনদিন পর মাঠে নামবে রোহিত বাহিনী। তারপর ভারত দ্বিতীয় ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। আর তৃতীয় ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে ধুন্ধুমার দ্বৈরথ। তারপর ভারত যথাক্রমে খেলবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে। লখনৌয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে ছ-দিনের ব্রেক পাবে টিম ইন্ডিয়া। জোড়া কোয়ালিফায়ার দল এবং সাউথ আফ্রিকার বিপক্ষে ভারত খেলবে ইডেন গার্ডেন্স, বেঙ্গালুরু এবং মুম্বইয়ে।
সূচি অনুযায়ী, ভারত সেমিফাইনালে পৌঁছলে খেলতে হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে ভারত-পাকিস্তান সেমিফাইনালের লাইন আপ হলে নিরাপত্তার কারণে মুম্বই থেকে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হবে। মুম্বইয়ের ম্যাচ পাবে ইডেন গার্ডেন্স।
আরও পড়ুন: বিশ্বকাপে সূচি ঘোষণায় চমকের পর চমক! ইডেনে পাকিস্তান খেলবে দুটো, ভারত এক ম্যাচ
সবমিলিয়ে ১০ দল এই ইভেন্টে অংশগ্রহণ করবে। রাউন্ড রবিন ফরম্যাটে প্রত্যেক দল বাকি নয় দলের মুখোমুখি হবে। শীর্ষে থাকা চার দল নকআউট পর্যায়ে কোয়ালিফাই করবে।
বিশ্বকাপ আয়োজনের জন্য ১০ ভেন্যু বাছাই করা হয়েছে- কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, লখনৌ, ধর্মশালা, হায়দরাবাদ, পুণে, মুম্বই, আহমেদাবাদ। হায়দরাবাদের সঙ্গেই প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে গুয়াহাটি এবং তিরুবন্তপুরম। ওয়ার্ম আপ ম্যাচ খেলা হবে ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর। এবার আইকনিক রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে কোনও ম্যাচ রাখা হয়নি।
আহমেদাবাদে খেলা নিয়ে আপত্তি জানিয়েছিল পাকিস্তান। গ্রুপ পর্বে পাকিস্তানের ম্যাচ ফেলা হয়েছে হায়দরাবাদ (২ টো ম্যাচ), বেঙ্গালুরু (বিপক্ষ অস্ট্রেলিয়া), চেন্নাই (বিপক্ষ আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা), কলকাতা (বিপক্ষ বাংলাদেশ এবং ইংল্যান্ড) এবং বেঙ্গালুরু (নিউজিল্যান্ড)।
ভারতের বিশ্বকাপ সূচি:
ভারত বনাম অস্ট্রেলিয়া: ৮ অক্টোবর, চেন্নাই
ভারত বনাম আফগানিস্তান: ১১ অক্টোবর, দিল্লি
ভারত বনাম পাকিস্তান: ১৫ অক্টোবর, আহমেদাবাদ
ভারত বনাম বাংলাদেশ: ১৯ অক্টোবর, পুণে
ভারত বনাম নিউজিল্যান্ড: ২২ অক্টোবর, ধর্মশালা
ভারত বনাম ইংল্যান্ড: ২৯ অক্টোবর, লখনৌ
ভারত বনাম কোয়ালিফায়ার: ২ নভেম্বর, মুম্বই
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: ৫ নভেম্বর, কলকাতা
ভারত বনাম কোয়ালিফায়ার: ১১ নভেম্বর, বেঙ্গালুরু
Read the full article in ENGLISH