র‌্যাঙ্কিংয়ের মগডালে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, ১৫ নম্বরে জার্মানি

সদ্যপ্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। অন্যদিকে ২০১৪-র চ্যাম্পিয়ন জার্মানি এখন ক্রমতালিকায় ১৫ নম্বরে। রাশিয়া বিশ্বকাপে প্রথম রাউন্ডে হেরেই বিদায় নিতে হয়েছিল জোয়াকিম লো’র শিষ্য়দের।

সদ্যপ্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। অন্যদিকে ২০১৪-র চ্যাম্পিয়ন জার্মানি এখন ক্রমতালিকায় ১৫ নম্বরে। রাশিয়া বিশ্বকাপে প্রথম রাউন্ডে হেরেই বিদায় নিতে হয়েছিল জোয়াকিম লো’র শিষ্য়দের।

author-image
IE Bangla Web Desk
New Update
France

র‌্যাঙ্কিংয়ের মগডালে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, ১৫ নম্বরে জার্মানি

সদ্যপ্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। অন্যদিকে ২০১৪-র চ্যাম্পিয়ন জার্মানি এখন ক্রমতালিকায় ১৫ নম্বরে। রাশিয়া বিশ্বকাপে প্রথম রাউন্ডে হেরেই বিদায় নিতে হয়েছিল জোয়াকিম লো’র শিষ্য়দের।

Advertisment

গত ১৫ জুলাই বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স-ক্রোয়েশিয়া। ৪-২ ম্যাচ জিতে নিয়েছিল দিদিয়ের দেশঁ’র দেশ। তারপর থেকে এই প্রথম ফিফার সংশোধনী নয়া র‌্যাঙ্কিং প্রকাশ পেল। অতীতের  র‌্যাঙ্কিং সিস্টেমের জন্য সমালোচিত হয়েছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

Advertisment

আরও পড়ুন: FIFA World Cup 2018 Final: ২০ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

তিন নম্বরে বিশ্বকাপ শেষ করা বেলজিয়াম রয়েছে ফ্রান্সের পরেই। এক ধাপ নেমে নেইমারের ব্রাজিল এসেছে তিনে। বেলজিয়ামের বিরুদ্ধেই শেষ আটের লড়াইয়ে সাম্বার দেশকে গুডবাই বলতে হয়েছিল। বিশ্বকাপের সবচেয়ে বড় চমক ক্রোয়েশিয়ার উত্থান দেখার মতো। ২০ থেকে ৪ নম্বরে এসেছে মদরিচের দেশ। কোয়ার্টার ফাইনাল খেলা উরুগুয়ে ন ধাপ এগিয়ে পাঁচে উঠেছে। অন্যদিকে গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড রাশিয়াতে শেষ চারে উঠেছিল। ফলে ১২ থেকে ৬ নম্বরে এল। মেসির আর্জেন্তিনা ক্রোয়েশিয়ার কাছে হেরেই গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছিল রাশিয়া থেকে। ১১ নম্বরে দাঁড়িয়েছে নীল-সাদা জার্সিধারীরা। আয়োজক দেশ রাশিয়া ৭১ নম্বরে বিশ্বকাপ শুরু করেছিল। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়ায় ২১ ধাপ এগিয়েছে তারা।

ফিফা জানিয়েছে তাদের নতুন ফর্মুলার  র‌্যাঙ্কিং সিস্টেম বিশ্বকাপের আগেই ফিফা কাউন্সিলের অনুমোদন পেয়ে যায়। একটা নির্দিষ্ট সময়ের ভিত্তিতে গড় পয়েন্ট দেওয়ার পরিবর্তে  ইএলও’ নামে র‌্যাঙ্কিংয়ের নতুন সিস্টেমে প্রত্যেক ম্যাচের পারফরম্যান্সেই বদলে যাবে র‌্যাঙ্কিং। এর ফলে কনফেডারেশনের প্রতিটি দলের কাছেই সমান সুযোগ থাকবে।