World Cup Football 2018 Trivia: বিশ্বকাপ ট্রিভিয়া, ইতিহাস থেকে (পঞ্চম পর্ব)

World Cup Football Trivia 2018: মৃত্যুশয্যায় বাহরামোভকে জিজ্ঞেস করা হয়েছিলো, "বলটা গোললাইন পেরিয়েছিলো?" উত্তরে নাকি তিনি একটাই শব্দ বলেছিলেন, "স্তালিনগ্রাদ"। ফুটবলের ইতিহাস খুঁড়ছেন ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষক মিঠুন ভৌমিক।

World Cup Football Trivia 2018: মৃত্যুশয্যায় বাহরামোভকে জিজ্ঞেস করা হয়েছিলো, "বলটা গোললাইন পেরিয়েছিলো?" উত্তরে নাকি তিনি একটাই শব্দ বলেছিলেন, "স্তালিনগ্রাদ"। ফুটবলের ইতিহাস খুঁড়ছেন ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষক মিঠুন ভৌমিক।

author-image
IE Bangla Web Desk
New Update
Argentina

World Cup Football 2018 Trivia: বিশ্বকাপ ট্রিভিয়া, ইতিহাস থেকে- পর্ব ৫

মিঠুন ভৌমিক

Football World Cup Trivia 2018: দেখতেদেখতেকোয়ার্টারফাইনাল, সেমিফাইনালপেরিয়েবিশ্বকাপেরএকেবারেশেষলগ্নেআমরা।ফাইনালেমুখোমুখিফ্রান্সএবংক্রোয়েশিয়া।গতএকসপ্তাহেযাযাহলতারমধ্যেসবথেকেউল্লেখযোগ্যসম্ভবতবেলজিয়ামেরচমকপ্রদউত্থান।পরপরদুটোকঠিনম্যাচেজাপানএবংব্রাজিলকেহারিয়েতারাসেমিফাইনালেচলেযাবে, সম্ভবততাদেরঅতিবড়সমর্থকওভাবেননি।কিন্তুফুটবলমহানঅঘটনেরখেলা।বলাহয়, টেনিসবাক্রিকেটেরমতফুটবলক্ষমাশীলনয়।একলহমারভুলপণ্ডকরেদিতেপারেযাবতীয়পরিশ্রম।

Advertisment

জাপানেরসঙ্গেম্যাচটাইধরাযাক।-গোলেপিছিয়েবেলজিয়াম, খেলাদ্বিতীয়ার্ধেগড়িয়েগেছে।একটাআপাতনিরীহহেডথেকেগোলহল।সময়গোলটানা-হলেখেলারমোড়ঘোরে না।তারআগেবেলজিয়ামেরকাছেসুযোগআসেনিএমননয়, একটাশটপোস্টেলেগেফিরেছে।কিন্তুপ্রথমগোলেরপরেইদ্বিতীয়তৃতীয়গোল , এবংএকটাওপড়েপাওয়া, বাখেলারভাষায় "সফট" গোলনয়।ব্রাজিলেরসঙ্গেখেলায়ফার্নান্দিনহোরকাঁধেলেগেসেমসাইড।অতঃপরদারুণভাবেট্যাক্টিকালগেমখেলেযাওয়াএবংদ্বিতীয়গোল, পরিকল্পনা মাফিক।

আরও পড়ুন: FIFA World Cup 2018: বিশ্বকাপ ট্রিভিয়া-ইতিহাস থেকে

বেলজিয়ামআক্রমণেরপ্রধানমুখলুকাকু,জাপানএবংব্রাজিলদুইম্যাচেইপেনিট্রেটিভজোনেবলেরনিয়ন্ত্রণহারিয়েছে।দুটোম্যাচেইপ্রথমগোলপড়েপাওয়া, এবংব্রাজিলেরসঙ্গেম্যাচেকুর্তোয়ারঅতগুলোসেভএবংব্রাজিলকেএকটিসম্ভাব্যপেনাল্টিনা-দেওয়াবেলজিয়ামেরপক্ষেযায়।কাজেইভাগ্যেরকিছুটাসাহায্যনা-পেলেসেমিফাইনালেফ্রান্সেরজেতারইকথাছিল, যারাপরপরদুটোহাইভোল্টেজম্যাচখেলেএসেছে।

Advertisment

যাঁরাফ্রান্স-বেলজিয়ামখেলাদেখলেনতাঁরাখেয়ালকরবেন১৯মিনিটেরমাথায়বেলজিয়ামেরঅ্যাজারেরনেওয়াশটফ্রান্সেররক্ষণভাগেরখেলোয়াড়ভারানেরমাথায়লেগেঅল্পেরজন্যবারেরওপরদিয়েচলেযায়।ওইসময়বেলজিয়ামগোলটাপেয়েগেলেতাদেরপক্ষেসহজেইব্রাজিলম্যাচেরস্ট্র্যাটেজিতেচলেযাওয়াসম্ভবহত।প্রতিপক্ষকেঅধৈর্য্যকরেতুলেঅসতর্কঅবস্থায়প্রতিআক্রমণেগোলকরেখেলাটাহাতেরমুঠোয়আনাওসম্ভবহত।এইসবকিছুইহয়নি, এবংআগেরদুটোম্যাচেরপুনরাবৃত্তিকরেম্যাচজুড়েবারবারবেলজিয়ামেরআক্রমণভাগেরখেলোয়াড়েরাব্যর্থহয়েছেনপ্রথমগোলটাকরতেগিয়ে।

এরআগেবেলজিয়ামসেমিফাইনালেউঠেছিলসেই১৯৮৬ সালে, প্রবাদপ্রতিমএনজোশিফোরবয়সতখনকুড়ি, তাঁরপ্রথমবিশ্বকাপসেটা।শিফোবেলজিয়ামেরসেমিফাইনালেওঠারপথেগুরুত্বপূর্ণভূমিকানেন।পরেরতিনটেবিশ্বকাপেওশিফোবেলজিয়ামেরহয়েখেলেছেন, তারমধ্যে১৯৯০সালেরপ্রতিযোগিতায়উরুগুয়েরবিরুদ্ধেদূরপাল্লারশটেগোলটাস্মরণীয়।পরবর্তীকালেবিশ্বকাপেরসেরাগোলেরতালিকায়দশনম্বরেস্থানপায়গোলটি।

১৯৮৬'ম্যাচেইমারাদোনারঅসামান্যস্কিলে-হেরেযায়বেলজিয়াম।দুটিগোলইমারাদোনার, ইউটিউবেরসৌজন্যেগোলদুটোবহুবারদেখাযায়, এবংবারবারদেখেওপুরোনোহওয়ারজোনেই।

পরেরসেমিফাইনালেরকথায়চলেআসি।ইংল্যান্ড-ক্রোয়েশিয়ারম্যাচেকীহবেবলাকঠিনছিলো।ইংল্যান্ডখুবইতরুণশৃঙ্খলাবদ্ধদল, ক্রোয়েশিয়াএবারেরঅন্যতমসেরামাঝমাঠ।ইংল্যান্ডেরসঙ্গীছিলোবিশ্বকাপেদীর্ঘদিনেরব্যর্থতাও অনভিজ্ঞতা, ক্রোয়েশিয়ারসমস্যাছিলোপরপরদুটোলম্বাম্যাচখেলারক্লান্তি।ইংল্যান্ডেরপ্রথমার্ধেরসুযোগনষ্টএবংক্রমাগতপরিশ্রমম্যাচটাক্রোয়েশিয়াকেজিতিয়েদেয়। তিনটে ম্যাচেই অতিরিক্ত তিরিশ মিনিট করে খেলার ফলে ক্রোয়েশিয়া ইতিমধ্যে একটা গোতা নব্বই মিনিটের ম্যাচ খেলে ফেলেছে।

এরআগে১৯৯৮সালেক্রোয়েশিয়াসেমিফাইনালঅবধিপৌঁছেছিল।সেবার-গোলেতারাহেরেযায়ফ্রান্সেরকাছে।মজারব্যাপারহলোএবারেওফাইনালেতাদেরপ্রতিপক্ষসেইফ্রান্স। '৯৮রম্যাচেডাভরসুকেরেরগোলেএগিয়েথেকেওপরপরদুগোলহজমকরেম্যাচটাহেরেযায়ক্রোটরা।দুটোগোলইকরেনফ্রান্সেররক্ষণভাগেরখেলোয়াড়থুরাম।প্রসঙ্গত, থুরামসমগ্রফুটবলজীবনেপ্রায়১৪৭টিআন্তর্জাতিকম্যাচখেলেওই দুটোগোলইকরেছেন।

আরও পড়ুন, History of Soccer: ফুটবলায়নের দিনগুলি (দ্বিতীয় পর্ব)

ইংল্যান্ডসেমিফাইনালেওঠারপরথেকেইশোনাযাচ্ছিলপুরনোগানেরকলি "ইটসকামিংহোম"১৯৬৬সালেরবিশ্বকাপজিতেছিলোইংল্যান্ড, ঘরেরমাঠে।আন্তর্জাতিকফুটবলতখনঅনেকসরলছিলবিশ্বকাপেওএখনকারমতআটঘাটবেঁধেসবকিছুহতো না।ফলেইংল্যান্ডবেশকিছুসুবিধানিয়েনেয়।প্রথমত, তাদেরসবম্যাচেরআয়োজনইহয়েছিলোওয়েম্বলিতে।বাকিসবদলযখনঘুরেঘুরেবিভিন্নশহরেখেলছে, তখনতারাগোটাপ্রতিযোগিতাখেলেছিলএকটাইমাঠে।দ্বিতীয়ত, '৬৬ররেফারিদেরনেওয়াসিদ্ধান্তনিয়েবহুবিতর্কআছে।এইসেইবছরযখনথেকেইংল্যান্ড-আর্জেন্তিনারডুয়েলশুরু।

সেবারকোয়ার্টারফাইনালেমুখোমুখিইংল্যান্ডআর্জেন্তিনা।ইংল্যান্ডখুবভালোভালোখেলোয়াড়নিয়েওতারআগেখুবএকটাদারুণখেলছিল না, গ্রুপলিগেরচারটেম্যাচইতারাগোলশূন্যড্রকরে।আর্জেন্তিনাবরংভালোখেলছিল।অন্যতমফেভারিটপশ্চিমজার্মানিরসঙ্গেগোলশূন্যড্রতাদেরমনোবলবাড়ায়।যাইহোক, খেলাশুরুহওয়ার৩৫মিনিটেরমাথায়রেফারিরুডল্ফক্রেইটলিনআর্জেন্তিনাক্যাপ্টেনআন্তোনিওর‌্যাটিনকে মার্চিংঅর্ডারদেন।অভিযোগ,র‌্যাটিননাকিরেফারিরসমস্তসিদ্ধান্তেরইপ্রতিবাদকরছিলেন, তর্ককরছিলেন।যদিওক্রেইটলিন-র‌্যাটিনপরষ্পরেরভাষাজানতেননা।সেদিনআর্জেন্তিনাপ্রচুরফাউলকরছিলবলেওরিপোর্টআছে।বহিষ্কারেরনির্দেশপেয়ে র‌্যাটিনসেদিনমাঠছেড়েনাবেরিয়েতর্কচালিয়েযান, ফলেফিফারঅফিসারেরাএসেতাঁকেএসকর্টকরেবেরকরেদেন।তারপরেও র‌্যাটিনমাঠেরবাইরেইপাতালালকার্পেটেবসেথাকেন (কার্পেটটিভিভিআইপিদেরজন্যপাতাছিল, যাঁদেরমধ্যেস্বয়ংরানিওছিলেন)

তখনওফুটবলেহলুদলালকার্ডেরব্যবহারশুরুহয়নি।এইঘটনারপরথেকেইতাচালুহয়।ম্যাচেরবেশিটাইদশজনেখেলেওআর্জেন্তিনাসমানেসমানেলড়েমাত্রএকগোলেহারে।খেলাশেষেরপরব্রিটিশকোচ র‌্যামসেআর্জেন্তিনারফুটবলারদের "অ্যানিম্যালস" বলেন।

এরপরথেকেযতবারইংল্যান্ড- আর্জেন্তিনারখেলাহয়েছেততবারইমাঠমাঠেরবাইরেউত্তপ্তহয়েছে।১৯৮২সালেরফকল্যান্ডযুদ্ধেদুটিদেশজড়িয়েপড়ারপরপরিস্থিতিআরোউত্তপ্তহয়।এরপরই১৯৮৬'ম্যাচ, মারাদোনার "হ্যান্ডঅফগড' গোল।ম্যাচেইমারাদোনাপরেআরোএকটাগোলকরেন, ইংল্যান্ডেরপ্রায়অর্ধেকদলকেড্রিবলকরে।গোলটাশতাব্দীরসেরাআখ্যাপেলেওস্বয়ংমারাদোনাসেদিনেরদুটিগোলেরমধ্যেপ্রথমটাকেইবেশিপ্রিয়বলেছিলেন, কারণগোলটাবিশেষকরেইংরেজদেররাগেরকারণছিল।ম্যাচ-১জিতেউঠেপরবর্তীকালেমারাদোনালিখলেন,

“It was as if we had beaten a country, not just a football team. Although we had said before the game that football had nothing to do with the Malvinas war, we knew they had killed a lot of Argentine boys there, killed them like little birds. And this was revenge.”

আরও পড়ুন, FIFA World Cup 2018: চিন-জার্মানির সফর করবে বাংলায় জয়ী

ফিরেআসি১৯৬৬'ইংল্যান্ডেরকথায়।ফাইনালেইংল্যান্ডমুখোমুখিহলোপশ্চিমজার্মানির।নব্বইমিনিটেরখেলা-শেষহওয়ারপরেঅতিরিক্তসময়েজর্জহার্স্টেরশটক্রসবারেলেগেনিচেপড়েব্যাকস্পিনকরেফিরেআসে।ইংল্যান্ডদাবিকরেওটাগোল, জার্মানীরদাবিবলগোললাইনেড্রপখেয়েছে।আজেরবাইজানেরলাইন্সম্যানতোফিকবাহরামোভরেফারিকেইঙ্গিতেবলেন "গোল"ইংল্যান্ড-এগিয়েযায়, পরেআরোএকটাগোলকরেবিশ্বকাপপাওয়াসুনিশ্চিতকরে।

বিতর্কেরঅবসানঘটেনিযদিও।পরেবাহরামোভবলেন, বলক্রসবারেলেগেছেতিনিবোঝেননি, ভেবেছিলেনজালেরএকাংশেলেগেনেমেএসেছে।গোললাইনপেরিয়েছেকিনাতিনিদেখতেপাননি।১৯৯০সালেএকটিবিশেষজ্ঞদলখতিয়েদেখেরায়দেয়যেবলযথার্থভাবেইগোলেরবাইরেছিল।এরউত্তরে২০১৬সালেআরওএকটাগবেষণাহয়এবংবলাহয়, ওটাগোলই।

বিতর্কিতসিদ্ধান্তেরপরথেকেইবাহরামোভকে "দ্যরাশিয়ানলাইন্সম্যান" বলেডাকাহতেথাকে, আজেরবাইজানতখনসোভিয়েতইউনিয়নেরঅন্তর্গতবলেতাঁরআসলপরিচয়জানারদরকারআরপড়ে নাকারুর।জার্মানরাপরবর্তীকালেএকচমকপ্রদকাহিনীছড়ায়।সেইকাহিনীঅনুযায়ীবাহরামোভেরপরিবারেরলোকজনস্তালিনগ্রাদেরযুদ্ধেজার্মানসেনারহাতেমারাযায়।সেইরাগেইনাকিতড়িঘড়িজার্মানিরবিরুদ্ধেগোলটাদিতেচেয়েছিলেনতিনি।তারাএওবলে, যেমৃত্যুশয্যায়বাহরামোভকেজিজ্ঞেসকরাহয়েছিলো, "বলটাগোললাইনপেরিয়েছিলো?" উত্তরেনাকিতিনিএকটাইশব্দবলেছিলেন, "স্তালিনগ্রাদ"

FIFA World Cup 2018 FIFA World Cup Football Trivia Calcutta Football League ISL 2018