scorecardresearch

১-২ গোল নয়, ৪ গোল হজমে মুখ পুড়ল মার্টিনেজের! গোল্ডেন গ্লাভস জয়ীর সম্মান নিয়ে টানাহ্যাঁচড়া এবার EPL-এ

ক্লাবের জার্সিতে বিশ্বকাপের ফর্ম ধরে রাখতে ব্যর্থ মার্টিনেজ

১-২ গোল নয়, ৪ গোল হজমে মুখ পুড়ল মার্টিনেজের! গোল্ডেন গ্লাভস জয়ীর সম্মান নিয়ে টানাহ্যাঁচড়া এবার EPL-এ

তাঁর হাত না থাকলে দোহায় মেসির স্বপ্ন পূর্ণ হত না। মেসি যদি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মহানায়ক হয়ে থাকেন তিনি তাহলে সারথি অর্জুন। এমিলিয়ানো মার্টিনেজ বর্তমানে বিশ্বফুটবলে এক বিস্ময়ের নাম। জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ জয়ের পর এবার এমি মার্টিনেজ আস্টন ভিলার জার্সিতে ৪ গোল হজম করলেন সোমবার রাতে।

ইপিএলে সোমবার ভিলার খেলা ছিল লেস্টার সিটির বিপক্ষে। সেই ম্যাচেই দুই অর্ধ মিলিয়ে চার-চারটে গোল হজম করে বসলেন মেসিকে বিশ্বকাপ জেতানো গোলকিপার। বিশ্বকাপ এবং সেলিব্রেশন পর্ব মিটিয়ে ক্লাবের জার্সিতে নেমে পড়েছিলেন চলতি বছরের প্রথম দিনেই। ১ জানুয়ারি টটেনহ্যাম ম্যাচে নামেন গোল্ডেন গ্লাভসজয়ী কিপার। তারপরে লেস্টারের বিপক্ষে খেলার আগে বিশ্বকাপের মতই দলকে ভরসা জোগাচ্ছিলেন দলকে। মাত্র তিনটি গোল হজম করেছিলেন শেষ পাঁচ ম্যাচে।

তবে লেস্টার ম্যাচেই সব হিসেব গোলমাল হয়ে গেল। মার্তিনেজ চার-চারটে গোলহজম করলেন। লেস্টারের কাছে ভিলা হারল ২-৪ গোলে। এমি বুয়েনদিয়ার রিবাউন্ড শট থেকে আস্টন ভিলাকে এগিয়ে দিয়েছিলেন অলি ওয়াটকিন্স। তবে লিড নেওয়ার তিন মিনিট পরেই ভিলা গোল হজম করে বসে মার্টিনেজের ভুলে। কামারাকে পাস করতে গিয়েছিলেন মার্টিনেজ। সেই পাস ধরেই লেস্টারের হয়ে সমতা ফিরিয়ে যান জেমস ম্যাডিসন। এরপরে ভিলা আবার ২-১ করেছিল হ্যারি সাউটারের আত্মঘাতী গোলে।

তবে কামারা ফের একবার ভুল করে বসেন বিল্ড আপ প্লের সময়। তেতে ২-২ করার কিছুক্ষণ পরেই দ্বিতীয়ার্ধের শুরুতে কেলেচি ইহেনাচোর ফক্সদের ৩-২ এগিয়ে দেন। এরপরে মার্টিনেজের ভিলার কফিনে শেষ পেরেক পুঁতে যান ডেনিস।

লেস্টার ম্যাচে ক্যাপ্টেন হয়েছিলেন মার্টিনেজ। তবে নেতা হিসেবে দুঃস্বপ্নের ম্যাচ উপহার পেলেন তারকা। ম্যাচের পরে দলের রক্ষণ সংগঠনকে দায়ী করেছেন আর্জেন্টিনীয় কিপার। বলে দিয়েছেন, “জানুয়ারিতে দারুণ খেলেছিলাম আমরা। তবে এদিন রক্ষণাত্মক কিছু ভুলে ম্যাচ খোঁয়াতে হল। একদম ডিফেন্স থেকেই আমরা আক্রমণ শুরু করতে চাইছি। এরকম ভুল হতেই পারে। এই হার পিছনে ফেলে কীভাবে আমরা এগিয়ে যাব, সেটাই এখন দেখার। আমরা এদিন একাধিকবার ভুল করেছি। হাইপ্রেসিং ফুটবল খেলার চেষ্টা করেছি। এই কৌশলই আমরা চালিয়ে যাব।”

রবিবার ভিলা পরের ম্যাচে খেলতে নামছে ম্যান সিটির বিপক্ষে। যেখানে মার্টিনেজকে সামলাতে হবে হালান্ড তো বটেই নিজের বিশ্বকাপজয়ী সতীর্থ হুলিয়ান আলভারেজকে। এই হার ভুলে মার্টিনেজের ভিলা ঘুরে দাঁড়াতে পারে কিনা, সেটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: World cup golden gloves winner emiliano martinez concedes 4 goals in epl match against leicester city vs aston villa epl