বিশ্বকাপের সেমিফাইনাল হার এখনো তাড়া করে বেড়ায় লোকেশ রাহুলকে। গ্রুপ পর্বে নিখুঁত ক্রিকেট খেলার পর শেষ চারে হার এখনো টিম ইন্ডিয়ার অনেক ক্রিকেটারই মেনে নিতে পারেন না। এমনটাই জানাচ্ছেন লোকেশ রাহুল।
একটি চ্যাট শো 'দা মাইন্ড বিহাইন্ড' এ রাহুল জানিয়েছেন, যদি অতীতের কোনো ম্যাচের ফলাফল বদলাতে হয়, তাহলে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচই বাছবেন তিনি। "বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের রেজাল্ট বদলাতে চাইবো। অনেকেই সেই হারের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি। এই হার এখনো আমাদের তাড়া করে বেড়ায়।"
এরপরে তিনি আরো জানিয়েছেন, "দলের সিনিয়র ক্রিকেটাররা কী ফিল করেন জানি না। তবে সারা টুর্নামেন্টে এত ভালো খেলার পর সেমিফাইনালে হার! এখনো দুঃস্বপ্ন দেখি আমরা।
বিশ্বকাপের গ্রুপ পর্বে অপ্রতিদ্বন্দ্বীভাবে দেখা গিয়েছিল কোহলির টিম ইন্ডিয়াকে। ইংল্যান্ড বাদে বাকি সব ম্যাচ জিতে পরের পর্বে গিয়েছিল।
সেমিফাইনালেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত ফেভারিট ছিল। তবে প্রত্যাশার চাপ সামলাতে পারেননি কোহলিরা। নিউজিল্যান্ডের কাছে ১৯ রানে ম্যাচ হারাতে হয়।
যাইহোক, বর্তমানে অন্যান্য ক্রিকেটারদের মত লোকেশ রাহুলও লকডাউনে ঘরবন্দি
সেই চ্যাট শো এ নিজের অবস্থার কথা জানাতে গিয়ে তিনি বলেছেন, "সারাদিন ঘরে রয়েছি। কিছু হোমওয়ার্ক করছি। নিজের পুরোনো খেলার কিছু ভিডিও দেখছি। নোটস নিচ্ছি। কোন জায়গায় উন্নতির প্রয়োজন তা নিয়ে ভাবনা চিন্তা করছি।"