Advertisment

বিশ্বকাপের পর ফের হিরো শামি, মৃত্যুমুখ থেকে আক্রান্তকে বাঁচালেন সুপারস্টার, দেখুন ভিডিও

শামি ফের হৃদয় জিতলেন

author-image
IE Bangla Sports Desk
New Update
mohammed-shami

গাড়ি দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিকে সাহায্য করতে এগিয়ে এলেন মহম্মদ শামি (শামি, ইনস্টাগ্রাম)

বিশ্বকাপে গোটা দেশের হৃদয় জয় করে নিয়েছিলেন দুর্ধর্ষ পারফরম্যান্স করে। তিনি এবার অন্য ভূমিকায় অবতীর্ণ হলেন। উত্তরাখণ্ডের নৈনিতালে গাড়ি দুর্ঘটনার পর আক্রান্তদের সাহায্যকারীর ভূমিকায় দেখা মিলল তাঁকে।

Advertisment

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত তিনি বিশ্রামে। ছুটি কাটাচ্ছেন। তিনিই রবিবার নিজের ইনস্টাগ্রামে দুর্ঘটনার ভিডিও পোস্ট করে লিখলেন, "এই ব্যক্তি অনেক ভাগ্যবান। ঈশ্বর দ্বিতীয়বার ওঁকে জীবন দিয়েছেন। আমার গাড়ির সামনেই নৈনিতালে ওঁর গাড়ি হিল রোড থেকে পড়ে গিয়েছিল। ওঁকে আমরা নিরাপদে বের করে আনি।" সেই ভিডিও-ও দেখা গিয়েছে, শামি অন্যদের সঙ্গেই উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মর্মান্তিক হারে ভারতের বিশ্বকাপ অভিযান চুরমার হয়ে গিয়েছে। তবে গোটা টুর্নামেন্ট জুড়ে বল হাতে অনবদ্য পারফরম্যান্স করে গিয়েছেন মহম্মদ শামি। মাত্র ৭ ম্যাচ খেলেই শামি দখল করেছেন ২৪ উইকেট। গড় চোখে পড়ার মত ১০.৭১।

ঘটনাচক্রে, শামি মোটেই বিশ্বকাপের শুরুর দিকে ভারতের প্ৰথম একাদশের প্ল্যানিংয়ে ছিলেন না। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ ম্যাচে শামিকে ছাড়াই টিম ম্যানেজমেন্ট দল সাজিয়েছিলেন। বাংলাদেশ ম্যাচে হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার পরই ভারত নিজেদের কম্বিনেশনে রদবদল করতে বাধ্য হয়। আর সুযোগ পেয়েই বাজিমাত করেন শামি।

বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে প্ৰথম ম্যাচ খেলতে নেমেছিলেন। প্ৰথম বলেই উইল ইয়ংকে আউট করেন। কিউই ম্যাচে পাঁচ উইকেট নিয়ে যান উত্তরপ্রদেশের এই সুপারস্টার। এই নিউজিল্যান্ডের বিপক্ষেই সেমিফাইনালে শামি ইনিংসে আরও একটা পাঁচ উইকেট সহ মোট সাত উইকেট নেন। এটাই ওয়ানডের ইতিহাসে কোনও ভারতীয়র সেরা বোলিং পারফরম্যান্স।

বিশ্বকাপে শামি ৫৫ উইকেট দখল করে পেরিয়ে গিয়েছেন জাভাগাল শ্রীনাথ, জাহির খানদের। বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি উইকেট প্রাপক তিনিই। মোট তিনটি ওয়ার্ল্ড কাপ সংস্করণে খেলেই ভেঙে দিয়েছেন একের পর এক রেকর্ড।

cricket Mohammed Shami Cricket News
Advertisment