বিশ্বকাপ-অলিম্পিকের সোনার তারকা চলে গেলেন, শোকের ছায়া দেশের ক্রীড়ামহলে

১৯৭২ সালে কন্ড অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। নিজের খেলোয়াড়ি জীবনে কিন্ড ফুলব্যাক ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

১৯৭৫ সালে হকি বিশ্বকাপ জয়ী এবং ১৯৭২-এর অলিম্পিক ব্রোঞ্জজয়ী দলের সদস্য মাইকেল কিন্ড মারা গেল বয়সজনিত শারীরিক অসুস্থতায় ভুগে। ওড়িশার রৌরকেল্লার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৭৩ বছরের হকি তারকার স্ত্রী সহ এক পুত্র এবং দুই কন্যা রয়েছে।

Advertisment

সংবাদসংস্থা পিটিআইকে মাইকেল কিন্ড-র পরিবারের এক সদস্য জানান, "বয়সজনিত অসুস্থতায় মাইকেল কন্ড ইস্পাত জেনারেল হাসপাতালে মারা গিয়েছেন। বেশ কিছুদিন ধরেই তিনি শয্যাশায়ী হয়েছিলেন। এছাড়াও মানসিক অবসাদে ভুগছিলেন। কন্যারা আগামীকাল এখানে আসছেন। তারপরেই তাঁর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হবে।"

Advertisment

আরো পড়ুন: সানার সঙ্গে ক্যামেরার সামনে সৌরভ, কপট রাগ-অভিমানে হিট বিজ্ঞাপন, দেখুন ভিডিও

১৯৭২ সালে কিন্ড অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছিলেন। নিজের খেলোয়াড়ি জীবনে কন্ড ফুলব্যাক ছিলেন। কুয়ালালামপুরে ভারতীয় যে দল বিশ্বকাপ জিতেছিল, সেই দলেরই অন্যতম সদস্য ছিলেন। ফাইনালে সেবার ভারত হারায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। ১৯৭২ সালে মিউনিখে অলিম্পিক হয়। সেবার ভারতীয় হকি দল ব্রোঞ্জ জয় করে। কিন্ড সেই অলিম্পিকে তিনটে গোল করেছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় ক্রীড়ামহলে।

হকি ইন্ডিয়া নিজেদের টুইটে লেখে, "১৯৭৫ সালে বিশ্বকাপজয়ী হকি তারকা মাইকেল কিন্ডর মৃত্যুতে আমরা শোকাহত। ওঁর পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।" ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক কিন্ড-কে আদিবাসি ক্রীড়াবিদদের আইকন বলে ঘোষণা করেছেন।

হকি দলের প্রাক্তন তারকা দিলীপ তিরকেও তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন। টুইট করে লিখেছেন, "দারুণ পারফরম্যান্সের জন্য কিন্ড স্মরণীয় হয়ে থাকবেন। দেশের জন্য ও অনেক গর্ব ও সম্মান এনেছেন তিনি। কোনো সন্দেহ নেই, একজন দুর্ধর্ষ হকি প্লেয়ার ছিলেন তিনি। মেন্টর হিসাবেও অসাধারণ ছিলেন।"

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Hockey India Hockey