Advertisment

ICC Cricket World Cup 2019: শুনে নিন অফিসিয়াল থিম সং, জেনে নিন বিশ্বকাপের মূল্য় কত

বলতে পারবেন এবার বিশ্বকাপ জয়ী দলকে কত টাকা দেবে আইসিসি? অঙ্কটা শুনলে মাথা ঘুরে যেতে পারে। ক্রিকেটের শো-পিস ইভেন্টে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে আনবে যারা তাদেরকে ৪ মিলিয়ন মার্কিন ডলারের নগদ পুরস্কার দেবে আইসিসি।

author-image
IE Bangla Web Desk
New Update
World Cup winner to get Rs 28cr prize money

শুনে নিন অফিসিয়াল থিম সং, জেনে নিন বিজয়ী দল পাচ্ছে কত টাকা (ছবি টুইটার-ক্রিকেট ওয়ার্ল্ড কাপ)

বলতে পারবেন এবার বিশ্বকাপ জয়ী দলকে কত টাকা দেবে আইসিসি? অঙ্কটা শুনলে মাথা ঘুরে যেতে পারে। ক্রিকেটের শো-পিস ইভেন্টে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে আনবে যারা তাদেরকে ৪ মিলিয়ন মার্কিন ডলারের নগদ পুরস্কার দেবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ভারতীয় মুদ্রায় যা ২৮ কোটি ১২ লক্ষ টাকার সমান।

Advertisment

আগামী ১৬ জুলাই ঐতিহাসিক লর্ডসেই উঠবে কোন না কোনও দেশের হাতে বিশ্বসেরার ট্রফি। আর যারা রানার্স হবে তাদের জন্য় থাকছে ২ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ১৪ কোটি ৬ লক্ষ টাকার সমান। ব্রিটেনের ১১টি ভেন্যু জুড়ে ৪৬ দিনের ক্রিকেট মহোৎসব চলবে। এর আগে বিশ্বকাপের ইতিহাসে এত টাকা কখনই পুরস্কার হিসেবে দেয়নি আইসিসি। এটাও একটা রেকর্ড।

নগদ পুরস্কার মূল্যের তালিকাটা  দেখে নিন একবার:

১) বিজয়ী দল: ৪ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ২৮ কোটি ১২ লক্ষ টাকা)

২) রানার্স দল:  ২ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ১৪ কোটি ৬ লক্ষ টাকা)

৩) পরাজিত দুই সেমিফাইনালিস্ট: প্রত্যেকে পাবে ৮ লক্ষ মার্কিন ডলার করে (ভারতীয় মুদ্রায় ৫ কোটি ৬১ লক্ষ ৫৯ হাজার ৪৪০ টাকা)

৪) লিগ পর্যায়ের প্রতি বিজয়ী: ৪০ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ২৮ লক্ষ ৬ হাজার ৬৯৭ টাকা)

৫) লিগ পর্যায় অতিক্রম করা প্রতি দল: ১ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৭ লক্ষ ২৫ হাজার ৫২৬ টাকা)

অন্যদিকে বিশ্বকাপের অফিসিয়াল থিম সং প্রকাশ করল আইসিসি। গানের নাম স্ট্যান্ড বাই। মার্কিন মুলুকের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড রুডিমেন্টালের সঙ্গে নতুন গায়ক লরিনের গলায় শোনা যাচ্ছে এই গান।

এখন দেখার কোন দেশের হাতে ওঠে বিশ্বকাপ! ক্রিকেট ফিভার শুরু হতে বাকি আর ১২ দিন।

ICC Cricket World Cup
Advertisment