Advertisment

মার্টিনেজের ধারণা কলকাতা মানেই বাংলাদেশ! ভারতে এসে সঠিকটা বুঝলেন আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন

অবশেষে ভারতে পা পড়ল মার্টিনেজের

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম স্থপতি এমিলিয়ানো মার্টিনেজের অবশেষে কলকাতায় পা পড়ল। প্ৰথমে বাংলাদেশে পা রেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অবশেষে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তিনি সোমবার।

Advertisment

দু-দিন কলকাতায় থাকাকালীন একের পর এক ইভেন্টে অংশগ্রহণ করবেন তিনি। যেখানে দুই ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল-মোহনবাগান কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ থেকে স্কুল পড়ুয়াদের সঙ্গে সন্তোষ মিত্র স্কোয়ারে যাবেন। মোহনবাগান ক্লাবে পেলে, সোবার্স এবং ম্যারাডোনার নামাঙ্কিত দ্বারের উদ্বোধনও করবেন তিনি।

বিমানবন্দরে জনস্রোতে ভেসে যাওয়ার সময় মার্টিনেজ বলে দেন, "দারুণ লাগছে। আমি ব্যাপক উত্তেজিত। ভারতে আসাটা স্বপ্নের মত ব্যাপার। এখানে আসতে পেরে ভাল লাগছে।"

কলকাতায় পেলে, মারাদোনা, কাফুর মত কিংবদন্তিকে হাজির করেছিলেন স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত। তিনি এবার শহরে নিয়ে এলেন সদ্য বিশ্বকাপজয়ীকে। তিনি জানালেন, "মার্টিনেজ জানেন ভারতীয় উপমহাদেশে আর্জেন্টিনার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে। ওঁর আগে ধারণা ছিল কলকাতা মানেই বাংলাদেশ। তাই ওঁকে জানানো হয়েছে যদিও দুই অঞ্চলের ভাষা এক, তবে একটি সম্পূর্ণ দেশ, অন্যটি একটি দেশের প্রদেশের রাজধানী। তবে দুই এলাকার মূল সুর ফুটবল। এবং ব্রাজিল আর্জেন্টিনার জন্য অফুরন্ত ফ্যান ফলোয়িং।"

Read the full article in ENGLISH

Argentina Kolkata Football
Advertisment