বাংলাদেশে মার্টিনেজের সফর বিতর্ক বিদ্ধ হয়েছিল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভূঁইয়াকে ধারেকাছে ঘেঁষতে দেননি উদ্যোক্তারা। এবার বাজপাখির কলকাতা সফরেও বিতর্কের ছোঁয়া লেগে গেল।
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর মূল স্থপতির এমি মার্টিনেজের নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হল মিলনমেলা প্রাঙ্গণে। মিলনমেলায় 'তাহাদের কথা' অনুষ্ঠানে দুই ক্লাবের ফুটবল কর্তাদের সঙ্গে মার্টিনেজের সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা ছিল। তবে বিখ্যাত আর্জেন্টিনীয়কে একঝলক দেখার জন্য সমর্থকদের বিশৃঙ্খলা য় কার্যত পন্ড হয়ে গেল অনুষ্ঠান। নির্ধারিত সময়ের কিছু পরে মার্টিনেজ পা রাখেন মিলনমেলায়।
আর তাঁকে একঝলক দেখার জন্য হুল্লোড়, হুড়োহুড়ি এমনকি মঞ্চ ভেঙে পড়ার উপক্রম হল। যাতে প্রশ্নের মুখে পড়ে গিয়েছে স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্তের আয়োজন। মার্টিনেজ মঞ্চে আসার পরই তুমুল বিশৃঙ্খলা তৈরি হয়। সকাল থেকেই মার্টিনেজকে একঝলক দেখার জন্য ভিড় জমছিল।মিলনমেলায়। আর মার্টিনেজ সভাস্থলে পৌঁছনোর পরে তা বাঁধ ভেঙে যায়। মঞ্চের আগে ব্যারিকেড দেওয়া ছিল। ভিড়ের চাপে সেই ব্যারিকেড ভেঙে যায়। এক সমর্থক নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে মঞ্চ পর্যন্ত পৌঁছে যান। যদিও তিনি মার্টিনেজের নাগাল পাননি।
অলোক মুখোপাধ্যায়, সন্দীপ নন্দী, হেমন্ত ডোরার মত প্রাক্তন তারকারাও সেলফি তোলার জন্য এগিয়ে যান মঞ্চের দিকে। নিরাপত্তাকর্মীরা বারবার বারণ করলেও শোনা হয়নি। গোটা আয়োজনে দৃশ্যতই বিরক্ত মার্টিনেজ অনুষ্ঠান শেষের পরেই সভা ছাড়েন।