Advertisment

Franz Beckenbauer Dies: বিশ্ব ফুটবলে ভয়ানক ভূমিকম্প! ঘুমের মধ্যেই দুনিয়াকে বিদায় কিংবদন্তি বেকেনবাওয়ারের

Franz Beckenbauer Passed Away: ১৯৭৪-এ পশ্চিম জার্মানির হয়ে দেশবাসীকে বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দিয়েছিলেন। ১৯৯০ সালে আর্জেন্টিনাকে হারিয়ে যে জার্মানি বিশ্বকাপ জিতেছিল, সেই দলের ম্যানেজার ছিলেন বেকেনবাওয়ার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Franz Beckenbauer, Franz Beckenbauer dies, Franz Beckenbauer dead

Franz Beckenbauer Dies: প্রয়াত বেকেনবাওয়ার

বিশ্বফুটবলে নক্ষত্রপতন। জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাউয়ার (German Footballer Franz Beckenbauer) প্রয়াত হলেন ৭৮ বছর বয়সে। সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল প্রতিভা। অবিশ্বাস্য কীর্তির জন্য জার্মান ফুটবল মহলে তাঁকে ডাকা হত 'দের কাইজার' বলে। তাঁর হঠাৎ মৃত্যুর খবরে শোকস্তব্ধ ফুটবল বিশ্ব।

Advertisment

ফুটবলার হিসাবে তো বটেই ম্যানেজার হিসাবেও বিশ্বকাপ জিতিয়েছেন জার্মানিকে। জার্মান মিডিয়া সংস্থা ডিপিএ-কে বেকেনবাওয়ারের পরিবারের তরফে বিবৃতিতে বলা হয়েছে, "প্রবল দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের পিতা, স্বামী গতকাল রাতে গভীর নিদ্রার মধ্যে পরিবারের সান্নিধ্যে শান্তিতে পরলোকগমন করেছেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (German Footballer Franz Beckenbauer)। এই মুহূর্তে গোপনীয়তা একান্তভাবে কাম্য।"

তবে কী কারণে মৃত্যু হয়েছে, তা বিস্তারিত জানানো হয়নি। জার্মানির ফুটবলের প্রপিতামহ ধরা হয় তাঁকে। কোচ এবং ফুটবলার হিসাবে জার্মানির ফুটবলকে বিশ্বমঞ্চে পরিচিতি দিয়েছিলেন 'কাইজার' (German Footballer Franz Beckenbauer)।

১৯৭৪-এ পশ্চিম জার্মানির হয়ে দেশবাসীকে বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দিয়েছিলেন। ১৯৯০ সালে আর্জেন্টিনাকে হারিয়ে যে জার্মানি বিশ্বকাপ জিতেছিল, সেই দলের ম্যানেজার ছিলেন বেকেনবাওয়ার (German Footballer Franz Beckenbauer)।

ক্লাব ফুটবলে বায়ার্ন মিউনিখের রত্ন ছিলেন। বাভারিয়ান্সদের অজস্র ইউরোপিয় খেতাব এনে দিয়েছিলেন প্রবাদপ্রতিম এই ফুটবলার। সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

Football Germany FIFA World Cup. Football
Advertisment