Advertisment

মোদীর রাজ্যেই বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, কত দূর হল কাজ!

২০২৩ সালে ফের ভারতে ক্রিকেট বিশ্বকাপ। বাইশ গজের এই শো-পিস ইভেন্টের আগেই বিশ্বের দরবারে নিজেকে নতুন রূপে তুলে ধরবে গুজরাতের সর্দার প্যাটেল ক্রিকেট স্টেডিয়াম। দেশবাসীর কাছে যা মোতেরা নামেই পরিচিত।

author-image
IE Bangla Web Desk
New Update
World's largest cricket stadium in India

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম তৈরি হচ্ছে ভারতেই (ছবি-টুইটার/পরিমল নাথওয়ানি)

২০২৩ সালে ফের ভারতে ক্রিকেট বিশ্বকাপ। বাইশ গজের এই শো-পিস ইভেন্টের আগেই বিশ্বের দরবারে নিজেকে নতুন রূপে তুলে ধরবে গুজরাতের সর্দার প্যাটেল ক্রিকেট স্টেডিয়াম। দেশবাসীর কাছে যা মোতেরা নামেই পরিচিত। মেকওভারের পর মোতেরাই হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম।

Advertisment

স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের পালক রয়েছে অস্ট্রেলিয়ার গর্ব মেলবোর্নের মুকুটে। সেখানকার দর্শকসংখ্যা ১ লক্ষ ২৪। মোতেরায়া একসঙ্গে ১ লক্ষ ১০ হাজার মানুষ বসে খেলা দেখতে পারবেন। এই মুহূর্তে আহমেদাবাদের ২৩ নম্বর সর্দার প্যাটেল স্টেডিয়াম রোডে চলছে মহাযজ্ঞ। তৈরি হচ্ছে নতুন মোতেরা। গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের (গিসিএ) সহসভাপতি ও সাংসদ পরিমল নাথওয়ানি টুইট করে মোতেরার সংস্কারের কয়েক’টি ছবি পোস্ট করেছেন। যা দেখে অনুমান করে নেওয়া সম্ভব যে, মোতেরা শুধু দেশেরই নয়, বিশ্বের কাছে বন্দিত হতে চলেছে।

আরও পড়ুন: ভেঙে ফেলা হতে পারে শ্রীলঙ্কার অনন্য সুন্দর গল স্টেডিয়াম!

জেনে নিন মোতেরা স্টেডিয়াম সম্বন্ধে কয়েক’টি তথ্য়:

গিসিএ ২০১৬ সালে মোতেরা স্টেডিয়াম ভেঙে ফেলে নতুন করে সংস্কারের কাজ শুরু করে। সেসময় ৫৪ হাজার দর্শক সেখানে বসে খেলা দেখতে পারতেন। গতবছর জানুয়ারিতে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটি স্বপ্নের প্রকল্পের একটি। তাঁরই উদ্ভাবনায় তৈরি হচ্ছে মোতেরা।

নির্মাণ সংস্থা লারসেন অ্যান্ড ট্যুরবোকে (এল অ্যান্ড টি) মোতেরা স্টেডিয়ামের টেন্ডার দেওয়া হয়েছে। আর্কিটেকচারাল ডিজাইন ফার্ম পপুলাস রয়েছে স্টেডিয়ামটির সাজসজ্জার দায়িত্বে। এদের হাতেই মেলবোর্ন সহ বিশ্বের তাবড় স্টেডিয়ামে প্রাণ প্রতিষ্টা হয়েছে।

সবরমতী নদীর ধারে ৬৩ একর জায়গা জুড়ে গড়ে উঠছে এই স্টেডিয়াম। নির্মাণের জন্য় বরাদ্দ হয়েছে ৭০০ কোটি টাকা। চারটি ড্রেসিংরুমের সঙ্গেই থাকছে ৫০টি ঘর বিশিষ্ট একটি ক্লাব হাউস। ৭৬টি কর্পোরেট বক্স ও একটি বিশাল সুইমিংপুল থাকবে। এর পাশাপাশি একটি ইন্ডোর ক্রিকেট অ্যাকাডেমিও থাকবে।স্টেডিয়ামের পার্কিং লটের জন্যও রয়েছে আলাদা ভাবনা। ৩,০০০ গাড়ির সঙ্গেই রাখা যাবে ১০ হাজার দু’চাকা।

এই মোতেরা সাক্ষী থেকেছে একাধিক ইতিহাসের। ১৯৮৩ সালে ক্রিকেট মানচিত্রে জায়গা করে নেওয়া এই স্টেডিয়াম। ১৯৮৭ সালে এখানেই বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রান সম্পূর্ণ করেন সুনীল গাভাস্কর। আর এর সাত বছর পরেই এখানেই দেশের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব নিজের কেরিয়ারের একটা মাইলস্টোন স্পর্শ করেন। নিউজিল্যান্ডের তথা বিশ্বের অন্যতম সেরা ফাস্টবোলার রিচার্ড হ্য়াডলিকে টপকে ৪৩২টি টেস্ট উইকেট নেন হরিয়ান হ্যারিকেন।

cricket narendra modi
Advertisment