Advertisment

বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম মোতেরায়, প্রথম খেলা মার্চেই

গুজরাট ক্রিকেট সংস্থা ২০১৬ সালে মোতেরা স্টেডিয়াম ভেঙে ফেলে নতুন করে সংস্কারের কাজ শুরু করে। গতবছর জানুয়ারিতে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Sardar Patel Stadium

আমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়াম (টুইটার)

বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের কথা আগেই জানানো হয়েছিল। গুজরাটের সর্দার প্যাটেল স্টেডিয়ামের কাজ প্রায় শেষের পথে। মার্চেই বল গড়াতে চলেছে প্রথম। বিশ্ব একাদশ বনাম এশিয়া একাদশ খেলা হবে মার্চে। সেই ম্যাচের দায়িত্ব চেয়ে আইসিসি-র কাছে আবেদন করেছিল বিসিসিআই। ভারতীয় বোর্ডের অনুরোধে সাড়া দিয়েছে আইসিসি। বলা হচ্ছে, বিশ্বের বৃহত্তম এই ক্রিকেট স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা ১ লক্ষ ১০ হাজার। পুরনো মোতেরাব স্টেডিয়ামের দর্শক আসন ছিল ৫৭ হাজার। নতুন স্টেডিয়ামে প্রায় দ্বিগুন দর্শক খেলা দেখতে পারবেন। মেলবোর্নের থেকেও বেশি দর্শক থাকার বন্দোবস্ত থাকছে মাঠে। মেলবোর্নে একসঙ্গে ১ লাখের কিছু বেশি দর্শক খেলা দেখতে পারেন একসঙ্গে। সেই সংখ্যাকেও ছাপিয়ে যেতে চলেছে মোদীর রাজ্যের এই স্টেডিয়াম।

Advertisment

মোতেরা স্টেডিয়াম পুনর্নিমাণ করে ৭০০ কোটি ব্যয়ে নির্মিত হয়েছে সর্দার প্যাটেল স্টেডিয়াম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্তিষ্কপ্রসূত এই স্টেডিয়াম। পুরো স্টেডিয়ামের তদারকি করেছেন বোর্ডের বর্তমান সচিব জয় শা। বিসিসিআইয়ের তরফে জাঁকালো উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হতে চলেছে। সেই অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাট ক্রিকেট সংস্থার পক্ষ থেকে বিসিসিআইকে জানানো হয়েছে স্টেডিয়াম ম্যাচ আয়োজনে তৈরি। তারপরেই বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মার্চে আইসিসির কাছ থেকে আয়োজনের সম্মতি চাওয়া হয়েছে।

আরও পড়ুন মোদীর রাজ্যেই বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, কত দূর হল কাজ!

মুম্বইতে রবিবার এজিএম-এর পরে সৌরভ ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, "এশিয়া বনাম বিশ্ব একাদশের ম্যাচ হতে চলেছে। তবে আপাতত আইসিসির অনুমোদন প্রয়োজন।" জানা গিয়েছে, পুনর্নিমানের পরে ক্লাবহাউসও হতে চলেছে চোখধাঁধানো। কমপক্ষে ৫০টি রুম থাকছে ক্লাবহাউসে। অলিম্পিক-ধাঁচের সুইমিং পুল, ৭৩টি কর্পোরেট বক্স, একটি ইন্ডোর ক্রিকেট অ্যাকাডেমি, তিনটে অনুশীলন মাঠ- সবই থাকছে। স্টেডিয়ামের পার্কিং লটের জন্যও রয়েছে আলাদা ভাবনা। ৩,০০০ গাড়ির সঙ্গেই রাখা যাবে ১০ হাজার দু’চাকা।

গুজরাট ক্রিকেট সংস্থা ২০১৬ সালে মোতেরা স্টেডিয়াম ভেঙে ফেলে নতুন করে সংস্কারের কাজ শুরু করে। গতবছর জানুয়ারিতে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

আরও পড়ুন: ভেঙে ফেলা হতে পারে শ্রীলঙ্কার অনন্য সুন্দর গল স্টেডিয়াম!

নির্মাণ সংস্থা লারসেন অ্যান্ড ট্যুরবোকে (এল অ্যান্ড টি) মোতেরা স্টেডিয়ামের টেন্ডার দেওয়া হয়েছে। আর্কিটেকচারাল ডিজাইন ফার্ম পপুলাস রয়েছে স্টেডিয়ামটির সাজসজ্জার দায়িত্বে। এদের হাতেই মেলবোর্ন সহ বিশ্বের তাবড় স্টেডিয়ামে প্রাণ প্রতিষ্টা হয়েছে। সবরমতী নদীর ধারে ৬৩ একর জায়গা জুড়ে গড়ে উঠছে এই স্টেডিয়াম।

এই মোতেরা সাক্ষী থেকেছে একাধিক ইতিহাসের। ১৯৮৩ সালে ক্রিকেট মানচিত্রে জায়গা করে নেওয়া এই স্টেডিয়াম। ১৯৮৭ সালে এখানেই বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রান সম্পূর্ণ করেন সুনীল গাভাসকার। আর এর সাত বছর পরেই এখানেই দেশের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব নিজের কেরিয়ারের একটা মাইলস্টোন স্পর্শ করেন। নিউজিল্যান্ডের তথা বিশ্বের অন্যতম সেরা ফাস্টবোলার রিচার্ড হ্য়াডলিকে টপকে ৪৩২টি টেস্ট উইকেট নেন হরিয়ানা হ্যারিকেন।

Read the full article in ENGLISH

cricket BCCI
Advertisment