Advertisment

ভারতে হোলি খেলে বিপদে অস্ট্রেলীয় ক্রিকেট সুন্দরী! চুলের জন্য ঘুম উড়ে গেল রাতের

ভারতে এসে হোলি খেলার পরেই প্রবল দুশ্চিন্তায় অজি সুন্দরী

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ভারতে মহিলাদের আইপিএলে প্ৰথমবার অংশ নিতে এসেছেন। আর ভারতে এসেই হোলি উদযাপনে মেতে উঠলেন। আর রংয়ের উৎসবে ভেসে যাওয়ার পর অজি তারকা ক্রিকেটার এলিসে পেরির দুশ্চিন্তা শুরু হয়ে গেল চুলের রং নিয়ে।

Advertisment

উদ্দাম হোলি সেলিব্রেট করে পেরি সোশ্যাল মিডিয়ায় নিজের রঙিন ছবি শেয়ার করলেন। ক্যাপশনে লিখলেন, "ভাবছি, এই রং কি চিরস্থায়ী? দু-বার চুল ধুয়েছি।"

সেই ছবির সঙ্গে সোফি ডিভাইন, মেগান স্কুটের সঙ্গে নিজের ছবি হোলির ছবি পোস্ট করে লিখেছেন, "রংয়ের উৎসব।" সেই উদযাপনে অংশ নিয়েছেন স্মৃতি মান্ধানা এবং রিচা ঘোষের মত ভারতীয়রাও।

মাঠের বাইরে উৎসবে খামতি না থাকলেও মাঠের মধ্যে আরসিবির ফর্ম শোচনীয়। পরপর দুটো ম্যাচেই হেরে বসেছেন পেরির আরসিবি। আপাতত লিগ তালিকায় চার নম্বরে। সোমবার মুম্বইয়ের কাছে ৯ উইকেটে হারের পর আরসিবির নেট রানরেট নেমে এসেছে -৩.১৬'এ। মুম্বইয়ের বিরুদ্ধে আরসিবি প্ৰথমে ব্যাট করে ১৫৫ তুলেছিল। রিচা ঘোষ ছিলেন টপ স্কোরার- ২৮।

ম্যাচের পর ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা বলে দিয়েছিলেন, "আমাদের আরও বড় স্কোর খাড়া করা উচিত ছিল। 8এই পরাজয় আমাদের স্বীকার করে নিয়ে সামনের ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হবে। দু-তিনজন ব্যাটার কুড়ির ঘরে পৌঁছলেও বেশিদূর টানতে পারেননি। এর মধ্যে আমিও রয়েছি।"

পএরপরে মান্ধানার আরও সংযোজন ছিল, "আমাদের বোলিং বিভাগ বেশ শক্তিশালী। ৬-৭ জন বোলিং অপশন রয়েছে। তবে ব্যাটাররা পর্যাপ্ত রান না তুলতে পারলে বোলারদের কিছু বলা যায় না।"

Read the full article in ENGLISH

Royal Challengers Bangalore RCB Women Cricket
Advertisment