Women’s Premier League 2024: কোহলিরা বছরের পর বছর যা পারেননি। সেই কাণ্ডই করে দেখিয়েছেন স্মৃতি মান্ধানা, এলসে পেরিরা। আরসিবি ক্যাম্পে ১৬ বছরের ট্রফি খরা কাটিয়ে দিয়েছেন মহিলা দল। ওমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণেই চ্যাম্পিয়ন আরসিবি। কোহলি থেকে বিজয় মালিয়া- ফ্র্যাঞ্চাইজির সাফল্যে উচ্ছ্বসিত হয়েছেন সকলেই।
ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপ্টেন মেগ ল্যানিং। তবে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দিল্লি ক্যাপিটালস। শেফালি ভার্মার দুরন্ত সূচনার পরে একদমই ভেঙে পড়ে দিল্লি ব্যাটিং। ১১৩ রানে অলআউট হয়ে যায় দিল্লি। শ্রেয়ঙ্কা পাতিল, সোফি মোলিন্যাক্স, আশা শোভনাদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি দিল্লি।
জবাবে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানা এবং এলসে পেরির ব্যাটে ভর করে সহজ জয় ছিনিয়ে নিতে সমস্যা হয়নি। এলসে পেরি ৩৫ বলে ৩৭ রান করে অপরাজিত থেকে যান। সবমিলিয়ে গোটা টুর্নামেন্ট জুড়ে ৬৯.৪০ গড়ে দুটো হাফসেঞ্চুরি সমেত ৩৪৭ রান করেছেন। মেগ ল্যানিংকে সরিয়ে তিনিই আপাতত লিগের সর্বোচ্চ রান স্কোরার। আর কমলা টুপির মালিক হিসাবে পেরি নিয়ে গেলেন ৫ লক্ষ টাকা।
আরও পড়ুন: জয় শাহ মাথামোটা, কোহলিকেই বাদ দিতে চাইছেন বিশ্বকাপে! ভয়ানক বোমা এবার তৃণমূলের বিশ্বকাপজয়ী তারকার
সর্বোচ্চ রান সংগ্রাহকও শুধু নয়, বল হাতে সবথেকে বেশি উইকেট শিকারির তালিকাতেও শীর্ষে আরসিবি ক্যাম্পের তারকা। শ্রেয়াংকা পাতিল ডব্লিউপিএল সিজনে ১৩ উইকেট নিয়ে বেগুনি টুপির মালিক। পার্পল ক্যাপের অধিকারী হিসাবে শ্রেয়াংকাও পকেটে তুললেন ৫লক্ষ টাকা।
চ্যাম্পিয়ন হয়ে আরসিবি পেল ৬ কোটি টাকা। রানার্স আপ হয়ে দিল্লির পকেটে ৩ কোটি টাকা। গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স লিগ পর্বে দ্বিতীয় স্থানে ফিনিশ করেছিল। দিল্লি এবং বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি ছিল যথাক্রমে প্ৰথম এবং তৃতীয় স্থানে। প্লে অফে মুম্বইকে চমকে ফাইনালে পৌঁছে গিয়েছিলেন এলসে পেরিরা। তারপর স্বপ্নের ফাইনালে একেবারে এল ট্রফি জয়।