/indian-express-bangla/media/media_files/2025/03/01/ggAjgF53lEJXmTHgFZSH.jpg)
WPL DC vs MI: ডব্লিউপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের একটি দৃশ্য। (ছবি- বিসিসিআই)
Delhi Capitals vs Mumbai Indians: অসাধারণ বোলিং ও ফিল্ডিংয়ে মাতিয়ে দিল মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস। নিখুঁত পারফরম্যান্সের জোরে 'টস জিতলেই ম্যাচ জয়'-এর ধারা অব্যাহত রাখল শুক্রবার। মুম্বই ইন্ডিয়ান্স এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে মাত্র ১২৩ রানেই থেমে যায়। ওই সামান্য রান তাড়া করতে নেমে মেগ ল্যানিং ও শেফালি ভার্মা দুর্দান্ত ব্যাটিংয়ে মাতিয়ে দেন দর্শকদের। আর, তারই দৌলতে দিল্লি ক্যাপিটালস নিখুঁত পারফরম্যান্সের ঝলকানি দেখিয়ে ৩৩ বল বাকি থাকতেই নিশ্চিত করল জয়।
বেঙ্গালুরুতে মহিলা প্রিমিয়ার লিগ (WPL)-এর এই ম্যাচের শেষে মেগ ল্যানিং ও শাবনিম ইসমাইল বুঝিয়ে দিলেন প্রতিদ্বন্দ্বিতা শুধু বাইশ গজেই। তার বাইরে নয়। দু'জনে পরস্পরকে ম্যাচ শেষে এমনভাবে জড়িয়ে ধরলেন, যেন কেউ হারেনি, কেউ জেতেনি। জিতেছে শুধু ক্রিকেট। চলতি মরশুমের শুরুতে যখন মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছিল, সেই সময় অবসরপ্রাপ্ত আন্তর্জাতিক তারকা দক্ষিণ আফ্রিকার পেসার ইসমাইলই দুর্দান্ত এক ডেলিভারিতে ল্যানিংকে আউট করেছিলেন। শুক্রবার ল্যানিং যেন তারই শোধ তুললেন। নিজের জাত চেনালেন। ইসমাইলকে একাধিক বাউন্ডারি মেরেছেন। অনবদ্য অন-ড্রাইভ মেরে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন। দিল্লির এই অসাধারণ পারফরম্যান্স শেষ পর্যন্ত এই ম্যাচকে একপেশে করে তোলে। মুম্বই পরাজয় মানতে বাধ্য হয়। আর, তাদেরকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল দিল্লি।
A #TATAWPL Classic 🤩
— Women's Premier League (WPL) (@wplt20) February 28, 2025
Annabel Sutherland plucks one out of thin air 😮
Is this the best catch of the season yet? 🤔
Updates ▶️ https://t.co/wVyWwYwJ0S#TATAWPL | #DCvMI | @DelhiCapitalspic.twitter.com/T8rzoMcRMf
ম্যাচ শেষে ল্যানিং বলেন, 'আমি ওঁর (ইসমাইল) বিরুদ্ধে অনেক খেলেছি, ও দুর্দান্ত বোলার। তবে, ওঁর বিরুদ্ধে খেলতে আমার ভালো লাগে। আজ সেরকমই বেশ কয়েকটা শট ওঁকে মেরেছি।' শুধু ব্যাটিং নয়। এই ম্যাচে জয় নিশ্চিত করতে বড় ভূমিকা নিয়েছেন দিল্লির বোলাররাও। নেতৃত্বে ছিলেন অভিজ্ঞ শিখা পাণ্ডে ও জেস জোনাসেন। ভারতীয় পেসার শিখা পাওয়ারপ্লেতে দারুণ বল করে মুম্বইকে রান বাড়াতে দেননি। আর জেস জোনাসেন তুলে নেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট– ইন-ফর্ম ন্যাট সিভার-ব্রান্ট ও অধিনায়ক হরমনপ্রীত কৌর আউট হন জোনাসেনের বলেই। এই ম্যাচে সম্ভবত এবারের ডব্লিউপিএল (WPL)-এর সেরা ফিল্ডিং পারফরম্যান্স দেখালেন অ্যানাবেল সাদারল্যান্ড। লং-অন থেকে ২৮ মিটার দৌড়ে এসে নিচু হয়ে ডাইভ দিয়ে অ্যামেলিয়া কেরের ক্যাচ ধরলেন। যা টুর্নামেন্টের অন্যতম সেরা ক্যাচ বলেই দাবি করলেন ধারাভাষ্যকাররা।
আরও পড়ুন- আউট করেও আউট নিল না অস্ট্রেলিয়া! আফগানিস্তান ম্যাচে বড় সিদ্ধান্ত স্টিভ স্মিথের
📊 সংক্ষিপ্ত স্কোর:
মুম্বাই ইন্ডিয়ান্স- ১২৩/৯ (হরমনপ্রীত কউর ২২; জেস জোনাসেন ৩/২৫)
দিল্লি ক্যাপিটালস-: ১২৪/১, ১৪.৩ ওভারে (মেগ ল্যানিং ৬০*, শেফালি ভার্মা ৪৩)
দিল্লি ক্যাপিটালস ৯ উইকেটে জিতেছে।