/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/Shah-Rukh-WPL.jpg)
Shah Rukh-WPL: শাহরুখই হয়ে উঠলেন প্রতিযোগিতার মুখ্য আকর্ষণ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও ঝালিয়ে নিলেন নিজের পুরোনো সম্পর্ক। (ছবি-টুইটার)
WPL 2024 opening ceremony: নিজে আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজির মালিক। তবে তার চেয়েও বড়, তিনি একজন আদ্যন্ত পারফরমার। ডব্লিউপিএল ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে ফের তা বুঝিয়ে দিলেন বলিউড বাদশা শাহরুখ খান। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে শাহরুখই হয়ে উঠলেন প্রতিযোগিতার মুখ্য আকর্ষণ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও ঝালিয়ে নিলেন নিজের পুরোনো সম্পর্ক।
A field full of stars and good vibes last night 🌟💙#OneFamily#AaliRe#MumbaiIndians#TATAWPL#MIvDCpic.twitter.com/gT1uwjWWrc
— Mumbai Indians (@mipaltan) February 23, 2024
কে ছিলেন না সেখানে। বলিউডের বিরাট অংশ শুক্রবার উঠে এসেছিল ডব্লিউপিএলের মঞ্চে- শাহিদ কাপুর, কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ, বরুণ ধাওয়ান। কিন্তু, মধ্যমণি যেন সেখানেও কিং খান। যাবতীয় ফোকাস। এমনটা যে হতে চলেছে, বৃহস্পতিবারই তার আঁচ মিলেছিল। হুক স্টেপে 'জো পাঠান' অনুশীলন করছিলেন বলিউড বাদশা। স্পিকার তখন ফুল ভলিউমে। শাহরুখের অনুশীলন দেখে উপস্থিত সকলেই বুঝতে পেরেছিলেন, শুক্রবার এখানেই তিনি নিজেকে উজাড় করে দিতে চলেছেন।
"𝑲𝒆𝒉𝒕𝒆 𝒉𝒂𝒊𝒏 𝒂𝒈𝒂𝒓 𝒌𝒊𝒔𝒊 𝒄𝒉𝒆𝒆𝒛 𝒌𝒐 𝒅𝒊𝒍 𝒔𝒆 𝒄𝒉𝒂𝒉𝒐, 𝒕𝒐𝒉 𝒑𝒐𝒐𝒓𝒊 𝒌𝒂𝒊𝒏𝒂𝒂𝒕 𝒖𝒔𝒆 𝒕𝒖𝒎𝒔𝒆 𝒎𝒊𝒍𝒂𝒏𝒆 𝒌𝒊 𝒌𝒐𝒔𝒉𝒊𝒔𝒉 𝒎𝒆𝒊𝒏 𝒍𝒂𝒈 𝒋𝒂𝒂𝒕𝒊 𝒉𝒂𝒊"🥹💙
King 🤝 Queen 👑#YehHaiNayiDilli#TATAWPL#ShahrukhKhan#MegLanning |… pic.twitter.com/iynVjwH1jg— Delhi Capitals (@DelhiCapitals) February 22, 2024
তারই মধ্যে শুক্রবারের অন্যতম আকর্ষণ হয়ে থাকল শাহরুখ-সৌরভের কোলাকুলি। দেখে মনে হতে বাধ্য, যেন কোনও পুরোনো অ্যালবাম থেকে খসে পড়া ছবি। ২০০৮ এবং ২০০৯ সালে আইপিএলের শুরুর দিকে সৌরভই ছিলেন শাহরুখের কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। পরে সৌরভ অন্য ফ্র্যাঞ্চাইজিতে গেলেও দু'জনের সম্পর্কটা দেখা গেল আজও আগের মতই।
আরও পড়ুন- রাঁচি টেস্টে হারের মুখে, তবু সুসংবাদ পেল টিম ইন্ডিয়া! মুখে হাসি, বুকে আশা রোহিতদের
Vintage. Timeless. Inimitable.👑 #YehHaiNayiDilli#SRK#SouravGanguly#TATAWPL | @iamsrk@SGanguly99pic.twitter.com/rFcRzoJVVW
— Delhi Capitals (@DelhiCapitals) February 22, 2024
তবে শুধু সৌরভ কেন, বলিউড বাদশা যেভাবে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদের সঙ্গেও পোজ দিয়ে ছবি তুললেন, তা স্পষ্ট করে দিল, তাঁর ফ্যান আর ফলোয়ারসের বিশাল সংখ্যার মতই শাহরুখের মনটাও বিরাট এবং উদার। প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে আলাদাভাবে সময় দিলেন। মুম্বই অধিনায়ক ইসি ওয়াংকে তাঁর বিখ্যাত সিনেমা, 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' থেকে একটা বিখ্যাত লাইন শেখানোর চেষ্টা করলেন। দিল্লির অধিনায়ক মেগ ল্যানিংয়ের সঙ্গে হাত ধরাধরি করে পোজ দিলেন। আর, সেই সব ধরা পড়ল একের পর এক ফটোগ্রাফারের ক্যামেরায়। ধরা পড়ল মোবাইলেও। যার বন্দিদশা ঘুচল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্টে।