Shah Rukh Khan-Sourav Ganguly: KKR-এর কালো স্মৃতি অতীত! সৌরভকে আবার বুকে টানলেন শাহরুখ, সেরার সেরা দৃশ্য ২২ গজে, দেখুন ভিডিও
DC-MI: ২০০৮ এবং ২০০৯ সালে আইপিএলের শুরুর দিকে সৌরভই (Sourav Ganguly) ছিলেন শাহরুখের (Shah Rukh Khan) কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক। পরে সৌরভ অন্য ফ্র্যাঞ্চাইজিতে গেলেও দু'জনের সম্পর্কটা দেখা গেল আজও আগের মতই।
DC-MI: ২০০৮ এবং ২০০৯ সালে আইপিএলের শুরুর দিকে সৌরভই (Sourav Ganguly) ছিলেন শাহরুখের (Shah Rukh Khan) কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক। পরে সৌরভ অন্য ফ্র্যাঞ্চাইজিতে গেলেও দু'জনের সম্পর্কটা দেখা গেল আজও আগের মতই।
কে ছিলেন না সেখানে। বলিউডের বিরাট অংশ শুক্রবার উঠে এসেছিল ডব্লিউপিএলের মঞ্চে- শাহিদ কাপুর, কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ, বরুণ ধাওয়ান। কিন্তু, মধ্যমণি যেন সেখানেও কিং খান। যাবতীয় ফোকাস। এমনটা যে হতে চলেছে, বৃহস্পতিবারই তার আঁচ মিলেছিল। হুক স্টেপে 'জো পাঠান' অনুশীলন করছিলেন বলিউড বাদশা। স্পিকার তখন ফুল ভলিউমে। শাহরুখের অনুশীলন দেখে উপস্থিত সকলেই বুঝতে পেরেছিলেন, শুক্রবার এখানেই তিনি নিজেকে উজাড় করে দিতে চলেছেন।
তারই মধ্যে শুক্রবারের অন্যতম আকর্ষণ হয়ে থাকল শাহরুখ-সৌরভের কোলাকুলি। দেখে মনে হতে বাধ্য, যেন কোনও পুরোনো অ্যালবাম থেকে খসে পড়া ছবি। ২০০৮ এবং ২০০৯ সালে আইপিএলের শুরুর দিকে সৌরভই ছিলেন শাহরুখের কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। পরে সৌরভ অন্য ফ্র্যাঞ্চাইজিতে গেলেও দু'জনের সম্পর্কটা দেখা গেল আজও আগের মতই।
তবে শুধু সৌরভ কেন, বলিউড বাদশা যেভাবে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদের সঙ্গেও পোজ দিয়ে ছবি তুললেন, তা স্পষ্ট করে দিল, তাঁর ফ্যান আর ফলোয়ারসের বিশাল সংখ্যার মতই শাহরুখের মনটাও বিরাট এবং উদার। প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে আলাদাভাবে সময় দিলেন। মুম্বই অধিনায়ক ইসি ওয়াংকে তাঁর বিখ্যাত সিনেমা, 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' থেকে একটা বিখ্যাত লাইন শেখানোর চেষ্টা করলেন। দিল্লির অধিনায়ক মেগ ল্যানিংয়ের সঙ্গে হাত ধরাধরি করে পোজ দিলেন। আর, সেই সব ধরা পড়ল একের পর এক ফটোগ্রাফারের ক্যামেরায়। ধরা পড়ল মোবাইলেও। যার বন্দিদশা ঘুচল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্টে।