ইতিহাসের সাক্ষী থাকল সোমবার। মহিলাদের কেরিয়ার অপশনের তালিকার স্বচ্ছন্দে শীর্ষে উঠে এল ক্রিকেট। রাতারাতি পুরুষ ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিয়ে মিলিয়নেয়ার হয়ে গেলেন মহিলা ক্রিকেটাররা।
মহিলাদের আইপিএল নিলাম থেকে সর্বোচ্চ দর পেলেন স্মৃতি মান্ধানা। আরসিবি ৩.৪ কোটি টাকা খরচ করে তুলে নিল বিশ্ব ক্রিকেটের গ্ল্যাম-গার্লকে। গত আইপিএলের মেগা নিলামে অজিঙ্কা রাহানে, বাংলাদেশের সাকিব আল হাসান, ইংল্যান্ডের আদিল রশিদ, অস্ট্রেলিয়ায় জাম্পারা যে দর পেয়েছিলেন, তাঁদের স্বচন্দে টপকে গেলেন স্মৃতি।
সোমবারের ঐতিহাসিক নিলামের পর মান্ধানা এমনকি টপকে গেলেন পিএসএলের ব্র্যান্ড বয় বাবর আজমকেও। পাকিস্তান ক্রিকেটের মুখ বাবর আজম। বাবর তো বটেই শাহিন আফ্রিদিরা যে পরিমাণ অর্থ পান পিএসএলে, তার দ্বিগুন অর্থ এবার পাবেন স্মৃতি। পিএসএলে নিলাম নয়, ড্রাফট সিস্টেম ফলো করা হয়। শীর্ষস্থানীয় ক্রিকেটারদের দর ১ লক্ষ ৭০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় মেরেকেটে ১.৪০ কোটি টাকা। সেই টাকার থেকে বহুগুণ অর্থ পাবেন স্মৃতিরা।
স্মৃতির পাশাপাশি পিএসএল-এ খেলা বাবর আজম, শাহিন আফ্রিদিদের থেকে বেশি টাকা পাবেন ভারতের মহিলা জাতীয় দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর (১.৮ কোটি টাকা), অস্ট্রেলিয়ার এশলে গার্ডনার (৩.২ কোটি), এলিসে পেরি (২ কোটি), বেথ মুনি (২ কোটি), নাতালি স্কিভার-ব্রান্টরা (৩.২ কোটি)।