/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/wpl.jpeg)
কয়েকদিন আগেই অনুর্দ্ধ-১৯ জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয় করেছেন চুঁচুড়ার তিতাস সাঁধু। দুর্ধর্ষ বোলিংয়ে বিশ্বকাপ ফাইনাল ম্যাচের সেরা হয়েছিলেন তিনি। এবার মহিলাদের আইপিএলের উদ্বোধনী নিলামেই চমকে দেওয়া দর পেলেন বঙ্গতনয়া। তিতাসকে ২৫ লক্ষ টাকায় কিনে নিল দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি।
ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপজয়ী বাঙালি বল হাতে একাই খতম করে দিয়েছিলেন। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন তিতাস। এবার তাঁকে মহিলাদের আইপিএলে খেলতে দেখা যাবে দিল্লির জার্সিতে।
Another U-19 champion added to our ranks 😇
Titas Sadhu joins the #CapitalsUniverse! #WPL#WPLAuction#YehHaiNayiDillipic.twitter.com/LbftJSjHfG— Delhi Capitals (@DelhiCapitals) February 13, 2023
মাত্র ১৮ বছরেই লক্ষ লক্ষ টাকার চুক্তি আইপিএলে। চুঁচুড়ার সাঁধু পরিবারে আপাতত খুশির ছোঁয়া। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে তিতাস সাঁধুর বাবা রণদীপ সাঁধু বলছেন, "টাকাটা বড় কথা নয়। খেলার সুযোগ পাবে। সেটাই ব্যাপার। তবে আমরা সকলেই খুশি। কে না খুশি হবে বলুন তো?"
প্রথমে বিশ্বজয়, তারপর আইপিএল চুক্তি। কীভাবে দিন কাটছে সাঁধু পরিবারের সেলেব-কন্যার? রণদীপবাবু জানাচ্ছেন, "এখনই সেলিব্রেট করার মত কিছু হয়নি। খেলুক, তারপর নয় দেখা যাবে।"
মহিলাদের আইপিএল নিলামের প্রথম সংস্করণে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা। তিনিই প্ৰথম বিক্রি হলেন। আরসিবি স্মৃতিকে কিনল ৩.৪০ কোটি টাকা। মহিলাদের আইপিএলে স্মৃতিই সবথেকে দামি ভারতীয় তারকা। এই তালিকায় দ্বিতীয় দীপ্তি শর্মা। যাঁকে ইউপি ওয়ারিয়র্স কিনল ২.৬০ কোটিতে।
Titas Sadhu has been bagged by Delhi for INR 25L.
#WPLAuctionpic.twitter.com/MW8ZuoAKBu— 100MB (@100MasterBlastr) February 13, 2023
তবে অনেক কম দামই পেলেন জাতীয় দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। স্মৃতির প্রায় অর্ধেক দাম পেলেন তিনি- ১.৮০ কোটি টাকা। জেমিমা রদ্রিগেজ ২.২ কোটিতে গেলেন দিল্লি ক্যাপিটালসে। অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন শেফালি ভার্মাকেও নিল দিল্লি ক্যাপিটালস, ২ কোটিতে।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে বড়সড় দাম পেলেন অস্ট্রেলিয়ান এশলে গার্ডনার। গৌতম আদানির ফ্র্যাঞ্চাইজি গুজরাট জায়ান্টস গার্ডনারকে নিল ৩.২০ কোটিতে। আরসিবি তুলে নিল দুই আলোচিত তারকা এলসি পেরি (১.৭০ কোটি) এবং নিউজিল্যান্ডের সোফি ডিভাইন (৫০ লক্ষ)।
Follow live updates HERE