scorecardresearch

ঝড় তুলে IPL নিলামে ইতিহাস মল্লিকার! তরুণীর সঙ্গে খেলার যোগ রয়েছে আগেই, জানুন পরিচয়

কে এই মহিলাদের আইপিএলের সঞ্চালক, পরিচয় অবাক করবে

ঝড় তুলে IPL নিলামে ইতিহাস মল্লিকার! তরুণীর সঙ্গে খেলার যোগ রয়েছে আগেই, জানুন পরিচয়

মহিলা ক্রিকেটারদের জীবন একধাক্কায় অনেকটাই বদলে গেল সোমবারের পর। মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে বিশ্বের একের পর এক মহিলা ক্রিকেটার প্রত্যাশা ছাপিয়ে দাম পেলেন। কোটি কোটি টাকা এক লহমায় পেয়ে গেলেন নামি দামি তারকারা।

আর গোটা নিলাম সুচারুভাবে পরিচালনা করে ইতিহাস গড়লেন ভারতীয় কন্যে। যিনি সোমবারের মহা-নিলামের পর থেকেই ট্রেন্ডিং। এমনিতে আইপিএল নিলামে অকশনিয়ার হিসাবে বিদেশিদের দেখা গিয়েছে। রিচার্ড ম্যাডলি থেকে হিউ এডমিডেস সকলেই পরিচালনা করেছেন দক্ষতার সঙ্গে। গত নিলামে হিউ এডমিডিস অসুস্থ হয়ে যাওয়ার পর নিলাম পর্ব সঞ্চালনা করেন চারু শর্মা। এবার অবশ্য মহিলাদের প্রিমিয়ার লিগে সেই ট্রেন্ড ভাঙল বিসিসিআই। দেশি কন্যার হাতুড়ির তলাতেই মেয়ে ক্রিকেটারদের নিলামে চড়াল জয় শাহের বোর্ড।

আরও পড়ুন: IPL নিলামে বিশ্বচ্যাম্পিয়ন বাঙালির দর ২৫ লক্ষ! অর্থ কষ্ট ভুলেই গেলেন চুঁচুড়ার সুপারস্টার

এবার নিলাম পর্ব সারলেন মল্লিকা সাগর। জাতীয় প্রচারমাধ্যমে জানানো হচ্ছে মল্লিকা সাগর একজন শিল্প সংগ্রাহক। আধুনিক এবং সমসাময়িক শিল্পের একজন উপদেষ্টাও বটে। মহিলাদের প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে আর্ট ইন্ডিয়া কনসালটেন্সন ফার্ম। মুম্বইয়ের আর্ট গ্যালারিতে নিলামের সঞ্চালনা করার বহু অভিজ্ঞতা রয়েছে মল্লিকার। এর আগে প্রো কবাডি লীগের নিলামও পরিচালনা করেছেন তিনি।

এবার আইপিএলে ৪০৯ জন নথিভুক্ত ক্রিকেটারের মধ্যে বাছাই করা হল ৯০ জনকে। এই ৯০ জনের মধ্যে ৬০ জনই ভারতীয়। প্রতি ফ্র্যাঞ্চাইজিতে ৬ জন করে বিদেশি থাকতে পারবে। ৩০ জন বিদেশিরও ভাগ্য নির্ধারণ হল সোমবার। প্রত্যেক দলের বাজেট ছিল ১২ কোটি টাকা।

যাইহোক, মহিলাদের আইপিএল নিলামের প্রথম সংস্করণে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা। তিনিই প্ৰথম বিক্রি হলেন। আরসিবি স্মৃতিকে কিনল ৩.৪০ কোটি টাকা। মহিলাদের আইপিএলে স্মৃতিই সবথেকে দামি ভারতীয় তারকা। এই তালিকায় দ্বিতীয় দীপ্তি শর্মা। যাঁকে ইউপি ওয়ারিয়র্স কিনল ২.৬০ কোটিতে।

আরও পড়ুন: নিলামে বিশ্বকাপ জয়ী বাঙালির দর ১.৯ কোটি! ইডেনের কাছেই ফ্ল্যাট কিনছেন শিলিগুড়ির সেলিব্রিটি

তবে অনেক কম দামই পেলেন জাতীয় দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। স্মৃতির প্রায় অর্ধেক দাম পেলেন তিনি- ১.৮০ কোটি টাকা। জেমিমা রদ্রিগেজ ২.২ কোটিতে গেলেন দিল্লি ক্যাপিটালসে। অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন শেফালি ভার্মাকেও নিল দিল্লি ক্যাপিটালস, ২ কোটিতে।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে বড়সড় দাম পেলেন অস্ট্রেলিয়ান এশলে গার্ডনার। গৌতম আদানির ফ্র্যাঞ্চাইজি গুজরাট জায়ান্টস গার্ডনারকে নিল ৩.২০ কোটিতে। আরসিবি তুলে নিল দুই আলোচিত তারকা এলসি পেরি (১.৭০ কোটি) এবং নিউজিল্যান্ডের সোফি ডিভাইন (৫০ লক্ষ)।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Wpl auction 2023who is female auctioneer mallika sagar art collector