ডব্লিউডব্লিউই-র সমস্ত ফ্যানেরা তাকিয়ে থাকেন রেসলম্যানিয়ার দিকে। রবিবার লুইসিয়ানার নিউ অরলিয়ান্স দেখল বার্ষিক এই ইভেন্টের ৩৪ তম সংস্করণ। মার্সিডিজ-বেঞ্জ সুপারডোমে প্রায় ৭৮ হাজার ১৩৩ জন সাক্ষী থাকলেন রেসলমেনিয়ার।
রেসলম্যানিয়ায় সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ডব্লিউডব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নেই চোখ ছিল সবার। রোমান রেইনসকে হারিয়ে নিজের সাম্রাজ্য অক্ষত রাখলেন ব্রক লেসনার। গতবারও তিনিই চ্যাম্পিয়ন হয়েছিলেন এই ইভেন্টে। গোল্ডবার্গকে হারিয়েছিলেন সেবারও। এদিন রোমানকে মুখ তুলতে দেননি ‘দ্য বিস্ট ইনকারনেট’ লেসনার। লেসনার ছ’টি সিক্স এফ-ফাইভ এস ছ’টি সাপলেক্সেসে শুইয়ে দেন রেইনসকে। লেসনারে প্রহারে রক্তে ভেসে যান রেইনস। এরপরেও লেসনার কে জোড়া স্পিয়ার্স দিয়েই প্রত্যাবর্তন করার চেষ্টা করেন রেইনস। কিন্তু লড়াই জেতার মতো আর শক্তি অবশিষ্ট ছিল না তাঁর। ফলে লেসনারকে থ্রি-কাউন্ট পিনফল দিতে পারেননি তিনি। উল্টে লেসনার বিদ্য়ুৎ গতিতে উঠেই ফাইনাল এফ-ফাইভ দেন। এর আগের ম্যাচে এজে স্টাইলস ডব্লিউডব্লিউই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের খেতাব ধরে রাখেন ২০১৮-র রয়্যাল রাম্বেল চ্যাম্পিয়ন শিনসুকে নাকামুরাকে হারিয়ে।
We are UNDERWAY for the #UniversalChampionship at #WrestleMania! pic.twitter.com/ECgeJ3uBYs
— WWE (@WWE) April 9, 2018
#UniversalChampion @BrockLesnar is on an absolute RAMPAGE in an effort to keep The #BigDog @WWERomanReigns down! #WrestleMania pic.twitter.com/oD3MXNWMfI
— WWE (@WWE) April 9, 2018
রেসলম্যানিয়া ২০১৮ ফলাফল:
রোমান রেইনসকে হারিয়ে ব্রক লেসনার ডব্লিউডব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখেন।
ব্রাউন স্ট্রোম্য়ান ও নিকোলাস নতুন ট্য়াগ-টিম চ্যাম্পিয়ন হলেন। তাঁরা সিমাস ও সিজারোকে হারালেন।
এজে স্টাইলস ডব্লিউডব্লিউই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের খেতাব ধরে রাখেন ২০১৮-র রয়্যাল রাম্বেল চ্যাম্পিয়ন শিনসুকে নাকামুরাকে হারিয়ে।
র’উইমেন’স চ্যাম্পিয়ন হলেন নিয়া জ্যাক্স। অ্যালেক্সা ব্লিসকে হারালেন তিনি।
ড্যানিয়েল ব্রায়ান ও শেন ম্যাকমাহোন হারালেন কেভিন আওয়েন্স ও সামি জায়ানকে।
দ্য আন্ডারটেকার হারালেন জন সিনাকে।
দ্য় ব্লাডজিওন ব্রাদার্স হয়ে গেলেন নতুন স্ম্যাকডাউন ট্য়াগ টিম চ্যাম্পিয়ন। দ্য উসোস ও দ্য নিউ ডে-কে হারালেন তাঁরা।
রন্ডা রাউসি ও কুর্ট অ্যাঙ্গেল হারালেন ট্রিপল এইচ ও স্টেফানি ম্যাকমাহোনকে।
জিন্দার মহল হারালেন র্যান্ডি অর্টন ও ববি রুডকে। নতুন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হলেন রাসেভ।
আসুয়াকে হারিয়ে স্ম্যাকডাউন উইমেন’স চ্যাম্পিয়নশিপ ধরে রাখলেন শার্লটে
সেথ রোলিন্স হারালেন দ্য মিজকে, ফিন বালোর হলেন নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন।
নাওমি জিতলেন উইমেন’স ব্যাটল রয়্যাল।
মুস্তাফা আলিকে হারিয়ে সেডরিক আলেকজান্দার হলেন নতুন ক্রুজারওয়েট চ্যাম্পিয়ন।
ম্যাট হার্ডি জিতলেন আন্দ্র দ্য জায়ান্ট ব্য়াটল মেমোরিয়াল রয়্যাল।