Advertisment

IND vs BAN: ইডেনে অনন্য় সেঞ্চুরি ঋদ্ধির, সোশাল মিডিয়া মোহিত তাঁর কিপিংয়ে

ঐতিহাসিক ইডেন টেস্টের প্রথম দিনেই নজর কেড়েছেন ঋদ্ধিমান সাহা। নিজের ঘরের মাঠে অসাধারণ দুটি ক্যাচে ফের একবার নিজের জাত চিনিয়েছেন 'সুপারম্য়ান' ঋদ্ধি। 

author-image
IE Bangla Web Desk
New Update
Wriddhiman Saha earns plaudits for pink ball show

ইডেনে অনন্য় সেঞ্চুরি ঋদ্ধির, সোশাল মিডিয়া মোহিত তাঁর কিপিংয়ে (ছবি-টুইটার. আইসিসি)

ঐতিহাসিক ইডেন টেস্টের প্রথম দিনেই নজর কেড়েছেন ঋদ্ধিমান সাহা। নিজের ঘরের মাঠে অসাধারণ দুটি ক্যাচে ফের একবার নিজের জাত চিনিয়েছেন 'সুপারম্য়ান' ঋদ্ধি।

Advertisment

ইশান্ত শর্মার বলে মাহমুদুল্লাহকে ফেরাতে ঋদ্ধি যে ক্য়াচটা নিয়েছে তা নিঃসন্দেহে সেরা। উমেশ যাদবের বলে শদমান ইসলামকেও আউট করিয়েছেন ঋদ্ধি।

বঙ্গজ উইকেটকিপার-ব্য়াটসম্য়ান শুক্রবার টেস্টে ১০০টি ডিসমিসালসের (আউট করিয়েছেন) অঙ্ক স্পর্শ করেছেন। এমএস ধোনি, সয়ৈদ কিরমানি, কিরণ মোরে ও নয়ন মোঙ্গিয়ার পর পঞ্চম ভারতীয় হিসাবে এই নজির গড়লেন ঋদ্ধি।

আরও পড়ুন-দিন-রাতের টেস্ট: যে কোনও উইকেটে যে কোনও বলে ভয়ঙ্কর শামি, বলছেন ঋদ্ধি

বুঝিয়ে দিয়েছেন তাঁর ফ্লেক্সিবিলিটি ও অ্যাথলেটিসিজম কোন জায়গায়। ঋদ্ধির প্রশংসায় মোহিত নেটিজেনরা। বলছেন তাঁর জন্য়ই উইকেটকিপিংটা আবার অন্য় জায়গায় গিয়েছে।

আরও পড়ুন-

রইল বাছাই করা টুইট

আরও পড়ুন-IND vs BAN: আঘাত পেলেন বাংলাদেশের ব্য়াটসম্য়ান, কোহলির ডাকে ছুটে এলেন ভারতের ফিজিও

ইডেন টেস্টের আগে ঋদ্ধি বলেছিলেন, গোধুলিবেলায় খেলাটা সমস্য়ার। চ্য়ালেঞ্জটা ব্য়াটসম্য়ানদেরই। বঙ্গজ কিপারের এ প্রসঙ্গে মত, “বলের রঙটা আলাদা। এটাকে তৈরি করা হয় অন্য়ভাবে। খেলার সময়েরও পরিবর্তন ঘটে। গোধুলি বেলায় বল পিক করাটা একটু চাপের। পেসারদের বিষয়টা সাহায্য় করতে পারে। কিন্তু ব্য়াটসম্য়ানদের কাছে ভীষণ চ্য়ালেঞ্জিং।”

India Bangladesh
Advertisment