আজও টিম ইন্ডিয়ার এক নম্বর টেস্ট উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। ফের একবার প্রমাণ করে দিলেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন দু'ম্য়াচের টেস্ট সিরিজে 'সুপারম্য়ান'কে নিয়েই দল সাজালেন নির্বাচকরা।
২০১৬-১৭ মরসুমে ঋদ্ধিই ছিলেন কিং কোহলির দলের এক নম্বর উইকেটকিপার। উইকেটের পিছনে তাঁর বিশ্বস্ত দস্তানার পাশাপাশি ব্য়াট হাতেও নিজের ছাপ রেখেছেন বাংলার ছেলে। গতবছর জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে চোট পান তিনি। এরপর আর দেশের জার্সিতে নামা হয়নি ঋদ্ধির। এর মাঝে কাঁধের অস্ত্রোপচারও হয়ে তাঁর। সইদ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের হাত ধরেই ফের ক্রিকেটে ফেরেন ঋদ্ধিমান। খেলেন আইপিএল টুয়েলভও।
আরও পড়ুন: নেতা হলেন না রোহিত, কোহলিই সেই অধিনায়ক! ঘোষিত ক্যারিবিয়ান সফরের দল
ঋদ্ধির পরিবর্তে জাতীয় দলের দরজা খুলে গিয়েছিল তরুণ উইকেটকিপার-ব্য়াটসম্য়ান ঋষভ পন্থের। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় দুরন্ত শতরানের পাশাপাশি ঋদ্ধি কিপিংয়েও নিজের জাত চিনিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঋদ্ধির প্রত্য়াবর্তন প্রায় নিশ্চিত ছিল। মনে করা হচ্ছিল নির্বাচকরা পন্থ এবং ঋদ্ধি দু'জনকেই দলে সুযোগ দিতে পারেন। বাস্তবে সেটাই ঘটল। এই দু'জনকে রেখেই দল সাজাল এমএসকে প্রসাদ অ্যান্ড কোং। এই মুহূর্তে ঋদ্ধি ওয়েস্ট ইন্ডিজেই রয়েছেন। ভারতের এ দলের সঙ্গে সফররত তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (ক্য়াপ্টেন), অজিঙ্ক রাহানে (ভাইস ক্য়াপ্টেন), ময়ঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, হনুমা বিহারী, রোহিত শর্মা, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, উমেশ যাদব।