দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্লাভস হাতে অসাধারণ পারফরম্য়ান্স করেছেন ঋদ্ধিমান সাহা। ফের একবার বুঝিয়ে দিয়েছেন যে, কেন টেস্টে টিমে উইকেটের পিছনে তিনি বিরাট কোহলির 'এক নম্বর চয়েস'।
সব ঠিক থাকলে আগামিকাল বাংলাদেশের বিরুদ্ধে ইন্দোরে প্রথম টেস্টে তিনিই থাকবেন উইকেটের পিছনে। পদ্মাপারের দেশের বিরুদ্ধে আগামী দু'ম্য়াচের সিরিজে ঋদ্ধির সামনে সুযোগ রয়েছে এমএস ধোনিকে ছাপিয়ে যাওয়ার।
আরও পড়ুন-পন্থের পরিবর্তে ঋদ্ধিকে খেলাচ্ছে ভারত, বাংলার ছেলেকে বিশ্বের সেরা বললেন বিরাট
ভারত-বাংলাদেশের টেস্ট ইতিহাসে দু'দেশ মিলিয়ে উইকেটকিপার হিসেবে ধোনিই সবচেয়ে বেশিবার আউট করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টেস্টে ১৫টি আউট করায় রয়েছে তাঁর অবদান। ১২টি ক্য়াচ ও ৩টি স্টাম্পিং করেছেন মাহি। ঋদ্ধি এখনও পর্যন্ত সাতবার আউট করেছে ইন্দো-বাংলাদেশ টেস্টে। ৫টি ক্য়াচ ও ২টি স্টাম্পিং করেছেন বাংলার ছেলে।
আরও পড়ুন-ভাইরাল টুইট: ৯ বছর আগেই চাহারকে স্পট করেছিলেন আকাশ চোপড়া
ভারত-বাংলাদেশ টেস্টে সর্বোচ্চ আউট করার তালিকায় কারা আছেন
এমএস ধোনি-১৫ (১২টি ক্য়াচ, ৩টি স্টাম্পিং)
দীনেশ কার্তিক-১২ (১১টি ক্য়াচ, ১টি স্টাম্পিং)
মুশফিকুর রহিম-১১ (৯টি ক্য়াচ, ২টি স্টাম্পিং)
খালেদ মাশুদ- ৮ (৫টি ক্য়াচ, ৩টি স্টাম্পিং)
ঋদ্ধিমান সাহা-৭ (৫টি ক্য়াচ, ২টি স্টাম্পিং)
উপরের তালিকায় থাকা উইকেটকিপারদের মধ্য়ে ভারত-বাংলাদেশ একক টেস্টে সিরিজে সবচেয়ে বেশিবার আউট করানোয় নজির রয়েছে ধোনিরই। ২০০৯-১০ সালে ধোনি আট বার আউট করেছিলেন। সেখানে ঋদ্ধি করেছিলেন ৪ বার। সালটা ছিল ২০১৬-১৭।