Advertisment

৩৫ বছরে পা দিলেন ঋদ্ধিমান সাহা, টুইটারে শুভেচ্ছা বার্তা হরভজন-কুলদীপের

আজ ৩৫ বছরে পা দিলেন ঋদ্ধিমান সাহা। বাংলার ছেলে আজ দেশের গর্ব। স্বয়ং ভারত অধিনায়ক বিরাট কোহলি তাঁকে বিশ্বসেরা উইকেটকিপারের তকমা দিয়েছেন। বিশেষ দিনে টুইটারে শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Cricket fraternity wishes Wriddhiman Saha on his 35th birthday

৩৫ বছরে পা দিলেন ঋদ্ধিমান সাহা, টুইটারে শুভেচ্ছা বার্তা হরভজন-কুলদীপের (অলঙ্করণ: অভিজিত বিশ্বাস)

আজ ৩৫ বছরে পা দিলেন ঋদ্ধিমান সাহা। বাংলার ছেলে আজ দেশের গর্ব। স্বয়ং ভারত অধিনায়ক বিরাট কোহলি তাঁকে বিশ্বসেরা উইকেটকিপারের তকমা দিয়েছেন। বিশেষ দিনে টুইটারে শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন তিনি। হরভজন  সিং থেকে কুলদীপ যাদব হয়ে ময়ঙ্ক আগরওয়াল ও খালিল আহমেদেরা তাঁকে 'হ্য়াপি বার্থ ডে' উইশ করেছেন।

Advertisment

সদ্য়সমাপ্ত ভারত-দক্ষিণ টেস্ট সিরিজে ফের একবার দুর্দান্ত কিপিংয়েই নজর কেড়েছেন ঋদ্ধিমান। শিলিগুড়ির ছেলে চিনিয়ে দিয়েছেন নিজের জাত। চোটের জন্য় দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে সুযোগ পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্য়াবর্তন করলেন এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

বিশাখাপত্তনম টেস্টের আগে ঋদ্ধির ভূয়সী প্রশংসা করেছিলেন বিরাট। প্রাক ম্য়াচ সাংবাদিক বৈঠকে বলেছিলেন, “ঋদ্ধি কত ভাল কিপার সেটা সকলেই জানে। আমাদের জন্য় দারুণ খেলেছে। সুযোগ পেয়ে ব্য়াট হাতেও নিজেকে প্রমাণ করেছে। এটা অত্য়ন্ত দুর্ভাগ্য়জনক যে চোটের জন্য় দীর্ঘদিন ওকে মাঠের বাইরে থাকতে হয়েছে। আমার মতে ও বিশ্বের সেরা উইকেটকিপার। অতীতের কথা মাথায় রেখেই ওকে দলে রাখা হয়েছে। ও চাপের মুখেও দারুণ পারফর্ম করেছে। খাঁটি টেস্ট উইকেটকিপার। ওকে খেলানোর জন্য় সঠিক পরিস্থিতি আর সুযোগের অপেক্ষায় ছিলাম আমরা। দলের কথা ভেবেই ওকে ফেরানো হয়েছে। সাহার প্রত্য়াবর্তনের এটাই সেরা সময়। সবাই জানে ও গ্লাভস হাতে কী করতে পারে।”

cricket
Advertisment