আজ ৩৫ বছরে পা দিলেন ঋদ্ধিমান সাহা। বাংলার ছেলে আজ দেশের গর্ব। স্বয়ং ভারত অধিনায়ক বিরাট কোহলি তাঁকে বিশ্বসেরা উইকেটকিপারের তকমা দিয়েছেন। বিশেষ দিনে টুইটারে শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন তিনি। হরভজন সিং থেকে কুলদীপ যাদব হয়ে ময়ঙ্ক আগরওয়াল ও খালিল আহমেদেরা তাঁকে 'হ্য়াপি বার্থ ডে' উইশ করেছেন।
সদ্য়সমাপ্ত ভারত-দক্ষিণ টেস্ট সিরিজে ফের একবার দুর্দান্ত কিপিংয়েই নজর কেড়েছেন ঋদ্ধিমান। শিলিগুড়ির ছেলে চিনিয়ে দিয়েছেন নিজের জাত। চোটের জন্য় দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে সুযোগ পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্য়াবর্তন করলেন এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
Happy Birthday @Wriddhipops - Keep Stretching - Keep Catching ???????? #TeamIndia pic.twitter.com/W3QGkXMs0u
— BCCI (@BCCI) October 24, 2019
Happy birthday superman @Wriddhipops May you continue to fly like you do on the field and make us proud.. have a great year ahead.. bless you #Superman #Goodman #happybirthdaysaha pic.twitter.com/uAEJA2We27
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 24, 2019
Wishing you a very happy birthday @Wriddhipops Da ????
— Kuldeep yadav (@imkuldeep18) October 24, 2019
Happy birthday to @Wriddhipops #Godblessyou pic.twitter.com/Lxbz2tHkfj
— Khaleel Ahmed (@imK_Ahmed13) October 24, 2019
Happy Birthday, @Wriddhipops. May you catch lots of wickets and even more luck & happiness throughout the year. Have a great day. pic.twitter.com/Iel92EEgN1
— Mayank Agarwal (@mayankcricket) October 24, 2019
Thank You @MamataOfficial for your wish and blessings. ???????? pic.twitter.com/8bv9GPNKNg
— Wriddhiman Saha (@Wriddhipops) October 24, 2019
Happy birthday to you brother @Wriddhipops ???????????? keep going ???????? pic.twitter.com/4Kzvu8NI6N
— Laxmi Ratan Shukla???????? (@Lshukla6) October 24, 2019
Many many happy returns of the day 2 our Superman behind d stumps @Wriddhipops ???????? Keep up d gud work. Hav a great year ahead wit loads of success nd happiness. May God bless u always. pic.twitter.com/gsDvRDdM6i
— MANOJ TIWARY (@tiwarymanoj) October 24, 2019
বিশাখাপত্তনম টেস্টের আগে ঋদ্ধির ভূয়সী প্রশংসা করেছিলেন বিরাট। প্রাক ম্য়াচ সাংবাদিক বৈঠকে বলেছিলেন, “ঋদ্ধি কত ভাল কিপার সেটা সকলেই জানে। আমাদের জন্য় দারুণ খেলেছে। সুযোগ পেয়ে ব্য়াট হাতেও নিজেকে প্রমাণ করেছে। এটা অত্য়ন্ত দুর্ভাগ্য়জনক যে চোটের জন্য় দীর্ঘদিন ওকে মাঠের বাইরে থাকতে হয়েছে। আমার মতে ও বিশ্বের সেরা উইকেটকিপার। অতীতের কথা মাথায় রেখেই ওকে দলে রাখা হয়েছে। ও চাপের মুখেও দারুণ পারফর্ম করেছে। খাঁটি টেস্ট উইকেটকিপার। ওকে খেলানোর জন্য় সঠিক পরিস্থিতি আর সুযোগের অপেক্ষায় ছিলাম আমরা। দলের কথা ভেবেই ওকে ফেরানো হয়েছে। সাহার প্রত্য়াবর্তনের এটাই সেরা সময়। সবাই জানে ও গ্লাভস হাতে কী করতে পারে।”