Advertisment

সুপারম্যানের দুরন্ত সেঞ্চুরি, ১০৭ রানে জয়ী বাংলা

ফর্মে ফিরলেন ঋদ্ধিমান সাহা। বুধবার কটকের বারাবটি স্টেডিয়ামে দুর্দান্ত সেঞ্চুরিতে প্রত্যাবর্তন স্মরণীয় করলেন বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যান। ঋদ্ধির ব্যাটে ভর করে বাংলা এদিন সইদ মুস্তাক আলি ট্রফিতে অরুণাচল প্রদেশকে ১০৭ রানে হারাল।

author-image
IE Bangla Web Desk
New Update
Wriddhiman Saha Hits Century For Bengal

সুপারম্যানের সেঞ্চুরিতে ১০৭ রানে জিতল বাংলা (ছবি-টুইটার/সিএবি ক্রিকেট)

ফর্মে ফিরলেন ঋদ্ধিমান সাহা। বুধবার কটকের বারাবটি স্টেডিয়ামে দুর্দান্ত সেঞ্চুরিতে প্রত্যাবর্তন স্মরণীয় করলেন বাংলার উইকেটকিপার-ব্যাটসম্যান। ঋদ্ধির ব্যাটে ভর করে বাংলা এদিন সইদ মুস্তাক আলি ট্রফিতে অরুণাচল প্রদেশকে ১০৭ রানে হারাল।

Advertisment

এদিন টস জিতে সং তাচোর অরুণাচলকে ফিল্ডিং করতে পাঠান মনোজ তিওয়ারি। এদিন ফের বাংলার হয়ে ওপেন করতে নামেন ঋদ্ধি। তাঁকে সঙ্গ দেন ঋত্বিক রায়চৌধুরি। মাত্র ৯ রানেই তিনি ফিরে যান। ৩৭ রানে বাংলা প্রথম উইকেট হারায়। এরপর ক্যাপ্টেন মনোজও মাত্র ২ রানে ফিরে যান। এদিন অভিমন্যু ঈশ্বরণ ৩১ রানের ইনিংস খেলেন ও বিবেক সিং করেন ৪৯।

আরও পড়ুন: ১৫৯ রানের দুরন্ত জয় বাংলার, ফুল ফোটালেন অভিমন্যু-প্রয়াস

এদিন সূর্যের আলো মতো ঝলসালেন ঋদ্ধিই। সুপারম্যান ৬২ বলে ১২৯ রানের ইনিংস খেললেন এদিন। রণংদেহী মেজাজেই ব্যাট করলেন তিনি। ১৬টি চার ও ৪টি ছয় এসেছে তাঁর ব্যাট থেকে। এটাই ঋদ্ধির কেরিয়ারে দ্বিতীয় টি-২০ সেঞ্চুরি। এর আগে ২০১৪ সালে আইপিএল-এর ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন তিনি। ঋদ্ধির চওড়া ব্যাটে বাংলা নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৪ রান তোলে। জবাবে অরুণাচল চার উইকেট হারিয়ে ১২৭ রান তোলে।

প্রথমে আঙুল তারপর কাঁধের চোটে ঋদ্ধি রীতিমতো জর্জরিত হয়ে পড়েছিলেন। দীর্ঘদিন জাতীয় দলের জার্সিতে তাঁকে দেখা যায়নি। সদ্যই কাঁধের অস্ত্রোপচার করিয়েছেন তিনি। এই টুর্নামেন্টকেই পাখির চোখ করেছিলেন ঋদ্ধি। বিশ্বকাপের ফর ফের একবার দেশের হয়ে টেস্ট দলে প্রত্যাবর্তন করাই তাঁর লক্ষ্য। বিশ্বকাপের পর ভারত টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে। ঋদ্ধির পরিবর্তে ক্রিকেটের ঋষভ পন্থ হয়ে উঠেছেন বিরাটের টেস্ট দলের এক নম্বর উইকেটকিপার-ব্যাটসম্যান। ফলে ঋদ্ধির পক্ষে জাতীয় দলে ফেরার রাস্তাটা কঠিন হতে চলেছে।

Cricket Association Of Bengal
Advertisment