Advertisment

চেতন শর্মা কি মিথ্যে বলছেন! ঋদ্ধির নতুন বোমায় তুলকালাম ভারতীয় ক্রিকেটে

ঋদ্ধিমান সাহা পরোক্ষে এবার একহাত নিলেন প্রধান নির্বাচক চেতন শর্মাকে। জানিয়ে দিলেন, সত্যিটা ঠিক কী।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

মাত্র ২৪ ঘন্টা আগেই জাতীয় দল থেকে বাদ পড়েছেন। তবে শান্তশিষ্ট ঋদ্ধিমান সাহা যেভাবে একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে চলেছেন, তা আগে ঘটেনি। কখনও তাঁর নিশানায় বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, তো কখনও কোচ রাহুল দ্রাবিড়। এবার সরাসরি ঋদ্ধিমান প্রধান নির্বাচক চেতন শর্মার বক্তব্য খন্ডন করলেন।

Advertisment

ক্রিকইনফো-কে দেওয়া সাক্ষাৎকারে তারকা উইকেটকিপার ব্যাটসম্যান বলেন, তাঁকে নাকি নির্বাচক প্রধান সাফ জানিয়ে দিয়েছেন, এখন থেকে জাতীয় দলে তাঁকে আর বিবেচনা করা হবে না। যদিও শ্রীলঙ্কা সিরিজে দুই ফরম্যাটের দল ঘোষণার পরে চেতন শর্মা জানিয়েছিলেন, শ্রীলঙ্কার সিরিজেই আপাতত বাইরে রাখা হয়েছে চার তারকাকে।

আরও পড়ুন: কথা দিয়েও রাখেনি দাদি, সৌরভের বিরুদ্ধে বিস্ফোরক বাদ পড়া ঋদ্ধিমান

যদিও ঋদ্ধিমানের বক্তব্য সম্পূর্ণ অন্যরকম। ইএসপিএন ক্রিকইনফো-কে দেওয়া সাক্ষাৎকারে ঋদ্ধি জানিয়ে দিয়েছেন, "১০-১২ দিন আগে চেতন শর্মার ফোন পাই। তিনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি রঞ্জিতে খেলেছি কিনা। আমি জানাই, সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নিইনি। তারপরে উনি বলে চলেন, রাহুল ভাই কী বলেছেন। আমি জিজ্ঞাসা করি, আমাকে স্রেফ শ্রীলঙ্কা সিরিজ থেকে বাইরে রাখা হবে নাকি আসন্ন ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজেও থাকব না! উনি কয়েক সেকেন্ডের জন্য থেমে আমাকে বলেন, 'এখন থেকে তোমাকে আর বিবেচনা করা হবে না।'," বলে দিয়েছেন ঋদ্ধিমান।

"আমি জানতে চাই, কেন, আমার বয়স, পারফরম্যান্স নাকি ফিটনেসের কারণে এই সিদ্ধান্ত? উনি বলেন ফিটনেস এবং পারফরম্যান্স মোটেই সমস্যা নয়। 'আমরা নতুন মুখ তুলে আনতে চাইছি। যদি কাউকে আমরা বাছি, তাহলে তাঁকে না খেলিয়ে বাদ দেওয়া যায় না।' এই কারণেই উনি বলে দেন, 'এখন থেকে',"।

আরও পড়ুন: সাংবাদিকের গলায় হুমকির সুর! সাহসী চ্যাট ফাঁস করে তুলকালাম ঋদ্ধিমানের, দেখুন

ঋদ্ধিমানের বক্তব্য সরাসরি নির্বাচক প্রধান চেতন শর্মার সঙ্গে বিরোধ-পূর্ণ। যিনি চার তারকাকে বাইরে রাখার বিষয়ে বলতে গিয়ে জানিয়েছিলেন, এখনও চারজনের জন্য জাতীয় দলের জায়গা খোলা রয়েছে।

"ওঁদের নিয়ে অনেক আলোচনা করেছি আমরা। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সিরিজের জন্য বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওঁদের। রঞ্জি খেলতে বলা হয়েছে ইশান্তদের। পারফর্ম করে ওঁরা অবশ্যই কামব্যাক করতে পারে। আমরা ওদের জানিয়ে দিয়েছি, শ্রীলঙ্কা সিরিজের জন্য ঈশান্ত এবং ঋদ্ধির নাম বিবেচিত হবে না। তবে দরজা কখনই বন্ধ নয়। চারজনকে আমরা রঞ্জিতে খেলার অনুরোধ করেছি।” বলে দিয়েছিলেন চেতন শর্মা।

আরও পড়ুন: অবসরের ইঙ্গিত দেন দ্রাবিড়ও! সৌরভের পরে কোচকেও তুলোধোনা বাদ পড়া ঋদ্ধিমানের

রাহানে এবং পূজারা যথাক্রমে মুম্বই এবং সৌরাষ্ট্রের হয়ে রঞ্জিতে খেলছেন। অন্যদিকে, দ্বিতীয় ম্যাচ থেকে দিল্লির হয়ে নেমে পড়ছেন ঈশান্তও। রাহানে ঘরোয়া ক্রিকেটের প্রত্যাবর্তনেই সৌরাষ্ট্রের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে নির্বাচকদের প্রাথমিক বার্তা দিয়ে রেখেছেন। যদিও ঋদ্ধিমান সাহা রঞ্জিতে খেলার বিষয়ে এখনও কোনও ইঙ্গিত দেননি।

জাতীয় দলের জার্সিতে ৪০ টেস্টের ৫৬ ইনিংসে খেলা ঋদ্ধিমানের রান ১৩৫৩ রান। ২০১০-এ টিম ইন্ডিয়ায় অভিষেক ঘটে তারকার। তবে দ্রুতই মহেন্দ্র সিং ধোনির কাছে জায়গা হারাতে হয় তাঁকে। ধোনির অবসরের পরে একমাত্র জাতীয় দলে নিয়মিত খেলা শুরু করেন। তবে পন্থের উল্কাগতির উত্থানে ফের প্ৰথম এগারোর ঠাঁই হারান। ২০২০-২১ মরশুম থেকে পন্থ দলের ফার্স্ট চয়েস উইকেটকিপার ব্যাটসম্যান হয়ে যান।

এদিকে জাতীয় দলে ঋদ্ধিমান সাহার বদলে নেওয়া হয়েছে কেএস ভরতকে। কেএস ভরত এর আগে টিম ইন্ডিয়া স্কোয়াডে থাকলেও এখনও অভিষেক ঘটেনি তাঁর।

BCCI Wriddhiman Saha
Advertisment