Wriddhiman Saha denied KKR coaching: জাতীয় দলের প্রাক্তন কিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহার কাছে প্রস্তাব এসেছিল কেকেআরের মত নামি ফ্র্যাঞ্চাইজির কোচ হওয়ার। তবে তিনি রাজি হননি। কেন? ব্যাখ্যা করে ঋদ্ধিমান সাহা বলেছেন, তিনি এখনই পূর্ণকালীন ভূমিকার জন্য প্রস্তুত নন। ৪০ বছর বয়সী ঋদ্ধিমান আসন্ন বৃহস্পতিবারই (৩০ জানুয়ারি) শেষবারের মতো ক্রিকেটার হিসেবে মাঠে নামবেন।
বাংলা রঞ্জি ট্রফিতে ২০২৪/২৫ মরশুমের শেষ গ্রুপ-পর্বের ম্যাচে ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাবের বিরুদ্ধে। ঋদ্ধিমান আগাম ঘোষণা করেছেন, রঞ্জি ট্রফি মরশুম শেষ হওয়ার পরই তিনি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন। অবসরের পর কোচিং কেরিয়ার শুরু করতে আগ্রহী ছিলেন, এমনটাও জানিয়েছেন আগে।
তবে এই অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান জানিয়েছেন তিনি এখনই বড় কোনও দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত নন। তবে ঋদ্ধিমান তরুণদের পরামর্শদাতা হিসেবে কাজ করতে পছন্দ করেন, তবু এখনই কোনও কোচিং ভূমিকার জন্য তাড়াহুড়ো করতে রাজি নন। কারণ একটাই, তিনি পরিবারকে সময় দিতে চান।
স্পোর্টসস্টার-কে দেওয়া এক সাক্ষাৎকার তিনি পুরো বিষয় ব্যাখ্যা করেছেন। বলেছেন, তিনি এখনই বড় কোনও দায়িত্ব নিচ্ছেন না। "আমার বিশ্বাস, কোনও দায়িত্ব নিতে হলে, সংশ্লিস্ট ব্যক্তিকে সম্পূর্ণ মানসিকভাবে ও শারীরিকভাবে প্রস্তুত থাকা উচিত। তাহলেই সেই ভুমিকায় সফল হওয়া সম্ভব," স্পোর্টস্টার-কে বলে দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে সাহা আরও জানিয়েছেন, কেকেআর থেকেও কোচিংয়ের প্রস্তাব পেয়েছিলেন। তবে এ ধরনের দায়িত্ব নেওয়ার জন্য তার আরও সময় প্রয়োজন। "আমি এখনই ওই ধরনের কোচিংয়ের জন্য প্রস্তুত নই, এ কারণেই আমি কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। জানতাম এটা আমার কেরিয়ারে একটি দারুণ সুযোগ হতো, তবে আমি তা প্রত্যাখ্যান করেছি। কারণ আমার বিশ্বাস পুরোপুরি কোচিংয়ের দায়িত্ব নেওয়ার আগে আরও প্রস্তুতির প্রয়োজন।"
কেকেআর এখনও তাঁদের কোচিং স্টাফে নতুন সহকারী কোচের নাম ঘোষণা করেনি। দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে সহকারী হিসাবে ছিলেন মেন্টর গৌতম গম্ভীর, সহকারী কোচ অভিষেক নায়ার এবং ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতে। তবে সকলেই আপাতত টিম ইন্ডিয়ার কোচিংয়ে জন্য কেকেআর ছেড়ে দিয়েছেন।