সাংবাদিকের সঙ্গে নিজের হোয়াটসঅ্যাপ চ্যাট এবার প্রকাশ্যে এনে তুলকালাম ফেললেন ঋদ্ধিমান সাহা। শনিবার জাতীয় দল থেকে বাদ পড়েছেন তিনি। তারপরে বিভিন্ন সাংবাদিকের কাছ থেকে সাক্ষাৎকারের আর্জি এসেই চলেছে তাঁর ফোনে। এমনই এমন 'আর্জি'-র ভয়াবহ চ্যাট সামনে আনলেন বাংলার তারকা উইকেটকিপার, শনিবার রাতে।
সেই চ্যাটে সাংবাদিক ক্ষিপ্ত হয়ে বলে দিয়েছেন, তাঁকে সাক্ষাৎকার না দিয়ে কার্যত অপমান করেছেন ঋদ্ধি। সেই সঙ্গে সেই সাংবাদিক হুমকির সুরে বলে দিয়েছেন, ৩৭ বছরের তারকার আর কোনওদিন সাক্ষাৎকার নেবেন না।
আরও পড়ুন: অবসরের ইঙ্গিত দেন দ্রাবিড়ও! সৌরভের পরে কোচকেও তুলোধোনা বাদ পড়া ঋদ্ধিমানের
সেই চ্যাটের থ্রেড শেয়ার করে ঋদ্ধিমান সাহা টুইটারে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "ভারতীয় ক্রিকেটে এত অবদান সত্ত্বেও, তথাকথিত একজন 'শ্রদ্ধেয়' সাংবাদিকের তরফে এমনটা ফেস করতে হল। সাংবাদিকতা এই পর্যায়ে পৌঁছে গিয়েছে।"
এমন ঘটনা প্রকাশ করার পরে ঋদ্ধিমান ক্রিকেট মহলের অকুন্ঠ সমর্থন পেয়েছেন। সংশ্লিষ্ট সাংবাদিককে তুলোধোনা করেছেন নেটিজেনরা।
আরও পড়ুন: ঋদ্ধিকে হুমকি সাংবাদিকের! ক্ষিপ্ত শেওয়াগ এবার পাল্টা সুর চড়ালেন
যাইহোক, শনিবার জাতীয় নির্বাচকরা শ্রীলঙ্কা সফরের জন্য যে দল ঘোষণা করেছেন সেখান থেকে টেস্ট সিরিজে বাদ পড়েছেন ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে। নির্বাচকদের তরফে চার সিনিয়রকেই রঞ্জিতে খেলার নির্দেশ দেওয়া হয়েছে। ঈশান্ত শর্মা দিল্লির হয়ে প্ৰথম ম্যাচে খেলেননি। যদিও রাহানে মুম্বইয়ের হয়ে এবং পূজারা সৌরাষ্ট্রের হয়ে রঞ্জিতে নেমে পড়েছেন। তবে ঋদ্ধিমান নিজেকে সরিয়ে নিয়েছেন।
আরও পড়ুন: কথা দিয়েও রাখেনি দাদি, সৌরভের বিরুদ্ধে বিস্ফোরক বাদ পড়া ঋদ্ধিমান
কেন ঋদ্ধিমানকে বাদ পড়তে হল, সেই বিষয়ে বলতে গিয়ে নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা বলে দিয়েছেন, "বয়স এমন কোনও বিষয় নয় যাতে আমরা খুব বেশি বিশ্বাস করি। কেন ঋদ্ধিমানকে বাইরে রাখা হল, সেই বিষয় খোলসা করতে পারছি না। তবে বেশিদিন আর খেলা সম্ভব নয় এমন পরিস্থিতিতে তরুণ ক্রিকেটারদের কথা ভাবতে হয়। তাছাড়া ঋদ্ধিমান কেন রঞ্জিতে খেলছে না, সেটাও জানি না। এটা আমার এক্তিয়ারে পড়ে না। এই বিষয়ে সংশ্লিষ্ট রাজ্য ক্রিকেট সংস্থার দেখা উচিত।"
যাইহোক, জাতীয় টেস্ট দলে চোট সারিয়ে প্রত্যাবর্তন ঘটেছে রবীন্দ্র জাদেজা, শুভমান গিলের। ডেকে নেওয়া হয়েছে কুলদীপ যাদবকেও। উত্তরপ্রদেশের বাঁ হাতি স্পিনার সৌরভ কুমার প্ৰথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন।