দক্ষিণ আফ্রিকা এ-র বিরুদ্ধে ভারতীয়-এ'র নেতা বাংলার ঋদ্ধিমান

ইন্ডিয়া গ্রিন টিমে এই কারণেই মায়াঙ্ক মার্কান্ডে খেলবেন রাহুল চাহারের জায়গায়। দলীপ ট্রফি ফাইনালে খেলার জন্য আবার দলে ঢুকবেন ইশান কিষান। সেই সূত্র মেনেই দুই দলের দুই অধিনায়ক।

ইন্ডিয়া গ্রিন টিমে এই কারণেই মায়াঙ্ক মার্কান্ডে খেলবেন রাহুল চাহারের জায়গায়। দলীপ ট্রফি ফাইনালে খেলার জন্য আবার দলে ঢুকবেন ইশান কিষান। সেই সূত্র মেনেই দুই দলের দুই অধিনায়ক।

author-image
IE Bangla Web Desk
New Update
wriddhiman saha

ঋদ্ধিমান সাহা এবার জাতীয় দলের নেতা (ক্রিকেটারের টুইটার)

বাংলার অধিনায়ক হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তবে এবার জাতীয়-এ দলের নেতা হলেন ঋদ্ধিমান সাহা। বেঙ্গালুরুর এনসিএ-তে জাতীয় দলের নির্বাচকরা বৈঠকের পরেই দক্ষিণ আফ্রিকা-এ দলের বিরুদ্ধে চার দিনের টেস্টের স্কোয়াড ঘোষণা করে দিলেন। চলতি মাসের ৯ তারিখের থেকে তিরুবন্তপুরম প্রথম ম্যাচ। তারপরের ম্যাচ মহীশূরে ১৭ তারিখে। তবে ঘটনাচক্রে, দুই টেস্টের জন্য দুটি পৃথক দল গড়া হয়েছে। নেপথ্যে অবশ্য দলীপ ট্রফি। দলীপের ফাইনালে ইন্ডিয়া রেড দলের বিপক্ষে খেলতে নামছে ইন্ডিয়া গ্রিন। সেই ম্যাচে অংশগ্রহণকারী ক্রিকেটারদের রাখা হয়েছে দ্বিতীয় ম্যাচে।

Advertisment

ইন্ডিয়া গ্রিন টিমে কারণেই মায়াঙ্ক মার্কান্ডে খেলবেন রাহুল চাহারের জায়গায়। দলীপ ট্রফি ফাইনালে খেলার জন্য আবার দলে ঢুকবেন ইশান কিষান। সেই সূত্র মেনেই দুই দলের দুই অধিনায়ক। প্রথম ম্যাচের নেতা শুভমান গিল। দ্বিতীয় ম্যাচে ক্যাপ্টেন বাংলার ঋদ্ধিমান। ঋদ্ধিমানের স্কোয়াডেই রয়েছেন বাংলা দলের সতীর্থ অভিমন্যু ঈশ্বরণ। দুই স্কোয়াডেই রয়েছে এমন ক্রিকেটারের সংখ্যা ৭- শুভমান গিল, আনমোলপ্রীত সিং, শাহবাজ নাদিম, মহম্মদ সিরাজ, শিবম দুবে, কে গৌতম, বিজয়শঙ্কর।

আরও পড়ুন ভারতের সিরিজ জয় এখন সময়ের অপেক্ষা

Advertisment

আরও পড়ুন কেরিয়ারের প্রথম টেস্ট শতরান প্রয়াত বাবাকে উৎসর্গ করলেন বিহারী

ইন্ডিয়া-এ স্কোয়াড প্রথম ম্যাচের স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), আনমোলপ্রীত সিং, শাহবাজ নাদিম, মহম্মদ সিরাজ, শিবম দুবে, কে গৌতম, বিজয়শঙ্কর, রীতুরাজ গায়কোয়াড, রিকি ভুঁই, অঙ্কিত বাওনে, কেএস ভারত (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, তুষার দেশপাণ্ডে।

ইন্ডিয়া-এ স্কোয়াড প্রথম ম্যাচের স্কোয়াড: প্রিয়ঙ্ক পাঞ্চাল, শুভমান গিল, আনমোলপ্রীত সিং, শাহবাজ নাদিম, মহম্মদ সিরাজ, শিবম দুবে, কে গৌতম, বিজয়শঙ্কর, করুণ নায়ার, কুলদীপ যাদব, উমেশ যাদব, অভিমন্যু ঈশ্বরণ, ঋদ্ধিমান সাহা (অধিনায়ক ও উইকেটকিপার), আবেশ খান

Read the full article in ENGLISH

cricket Test cricket