/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/moun-bagan-banner-original.jpg)
আসল ব্যানার, যা থেকে ফোটোশপ বানানো হয়েছে। এই ব্যানার দেখা যাচ্ছে কলকাতার বিভিন্ন জায়গায়।
মোহনবাগান ক্লাবের সম্পাদক হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়, যাঁর ডাকনাম বাবুন। শতাব্দীপ্রাচীন ক্লাবের দায়িত্ব পেয়েই তিনি একটি বিশাল ব্যানার ছাপিয়েছেন তিনি, যাতে তাঁর বিশালকায় ছবির পাশে লেখা- জয় মোহনবাগান। সেই ব্যানার ঘিরেই তুমুল কাণ্ড এখন সোশাল সাইটে।
কোনও এক ব্য়ক্তি বা গোষ্ঠী সেই ব্যানারের ফোটোশপ করেছেন। সেখানে বাগানের ব-য়ের জায়গায় হ করে দেওয়া হয়েছে। আর এ নিয়ে রঙ্গ রসিকতা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/07/Mohun-Bagan_feature.jpg)
বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্য়ায়। গত মে মাসেই তিনি মোহনবাগান ক্লাবের সম্পাদক হয়েছেন। ক্লাবের বার্ষিক সাধারণ সভায় যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেখানেও উপস্থিত ছিলেন তিনি।
আরও পড়ুন, নাম না-করে তোপ অঞ্জনের, বললেন মেম্বার হওয়ার যোগ্যতাও নেই অনেকের
ফেসবুকের এ ফোটোশপের ঘটনায় তিনি মর্মাহত। প্রতিবাদ করতে নিজের ফেসবুককেই বেছে নিয়েছেন তিনি। তিনি বলেছেন, তাঁর এবং ক্লাবের ভাবমূর্তিতে কালিমালেপনের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন বাবুন বন্দ্যোপাধ্য়ায়।
প্রসঙ্গত, ১৮৮৯ সালে ভূপেন্দ্রনাথ বোস মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠা করেন। মোহনবাগান ভারতের এমনকি এশিয়ার পুরোনো ফুটবল ক্লাব।