Advertisment

"চার্টার্ড প্লেনে ক্রিকেটারদের এনে বিশ্বকাপ খেলা হোক"

অক্টোবরের ১৮ থেকে নভেম্বরের ১৫ তারিখ শুরু হচ্ছে কুড়ি কুড়ি বিশ্বকাপ। এখন থেকেই সেই টুর্নামেন্ট ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের চার্টার্ড ফ্লাইটে আনা হোক অংশগ্রহণকারী দলগুলোকে। প্রত্যেক ক্রিকেটারকে প্রয়োজন হলে কোভিড পরীক্ষা করা হোক। তবে কোনোভাবেই যেন বিশ্বকাপ টি টোয়েন্টি বাতিল না করা হয়। এমনটাই বলছেন অস্ট্রেলিয়ন তারকা ব্র্যাড হগ।

Advertisment

করোনা ভাইরাসের সংক্রমণে গোটা বিশ্বজুড়ে ১ লক্ষ ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ২ মিলিয়নের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। এমন অবস্থায় অলিম্পিক সহ বিশ্বের তাবড় তাবড় প্রতিযোগিতা বন্ধ হয়ে গিয়েছে অথবা স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য।

অক্টোবরের ১৮ থেকে নভেম্বরের ১৫ তারিখ শুরু হচ্ছে কুড়ি কুড়ি বিশ্বকাপ। এখন থেকেই সেই টুর্নামেন্ট ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে কোনোভাবেই টুর্নামেন্ট বাতিল অথবা স্থগিত হোক, চাইছেন না হগ। "অনেকেই বলছেন টি টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত অথবা বাতিল করা হবে। এমনটা হোক তা মোটেই চাইছি না। তবে বেশ কিছু বিষয় নিয়ে ভাবতে হবে।" বলছেন ৪৯ বছরের বর্ষীয়ান স্পিনার।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে হগ নিজের যুক্তি দিয়েছেন, "লকডাউনে থাকায় অনেক ক্রিকেটারই অনুশীলনের মধ্যে নেই। তাই বিশ্বকাপ শুরুর ২-৩ সপ্তাহ এখানে এনে বিশ্বকাপের জন্য প্রস্তুতির সুযোগ দেওয়া হোক। এই মুহূর্তে কোনও বাণিজ্যিক ফ্লাইট চলছে না। তাই দরকার পড়লে চার্টার্ড প্লেনের বন্দোবস্ত করে প্রত্যেকের কোভিড পরীক্ষা করা হোক।"

হগের আরও যুক্তি, "অস্ট্রেলিয়ায় এসে লকডাউনের মধ্যে দু সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর পর ফের একবার পরীক্ষা করা হোক। যদি পরীক্ষা ফলাফল নেগেটিভ আসে। তাহলে অনুশীলনের ছাড়পত্র দেওয়া যেতে পারে।"

ক্রিকেটে সোশ্যাল ডিস্টানসিং কোনো সমস্যা হবে না। জানাচ্ছেন তিনি, "ক্রিকেটে সোশ্যাল ডিস্টানসিং কোনো বিষয় নয় কারণ সবসময় ক্রিকেটাররা একে অন্যের থেকে দেড় মিটার দূরে থাকে।"

টি টোয়েন্টি বিশ্বকাপ বাতিল করার কোনো যুক্তিই নেই। জানিয়ে হগের বক্তব্য, "অনেক ক্রিকেটপ্রেমী এই টুর্নামেন্টের স্বাদ নিতে মুখিয়ে। ওদের বঞ্চিত করা মোটেই উচিত নয়।"

Cricket Australia ICC Cricket World Cup
Advertisment